27/01/2025
আলহামদুলিল্লাহ!
আজ একটি বড় অধ্যায়ের সমাপ্তি হলো। মাদ্রাসার এই দীর্ঘ পথচলা শেষ করে আল্লাহর অশেষ রহমতে পাগড়ি পরার সৌভাগ্য অর্জন করলাম।
পাগড়ি শুধু একটি কাপড় নয়, এটি দায়িত্ব, আমানত এবং দ্বীনের খেদমতের প্রতীক। এই পাগড়ির মর্যাদা রক্ষা করার তাওফিক আল্লাহ যেন আমাকে দেন।
সবাই দুআ করবেন, যেন আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামic শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি।
জীবনের এই বিশেষ মুহূর্তে পরিবার, ওস্তাদ এবং বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমিন।
#তাহাফ্ফুজে_ইলম #ইসলামিক_জীবন #দ্বীনের_পথে_চলতে_প্রতিজ্ঞাবদ্ধ"