02/11/2025
বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে থেকে MFS, Bank, PSP এর মধ্যে NPSB এর মাধ্যমে আন্ত:লেনদেন চালু হবার কথা থাকলেও সেটা পুরোপুরি ভাবে সম্ভব হয় নাই।
bKash এই সেবা চালুর জন্য সময় চেয়েছে আরো ৩ মাস।
Upay সময় চেয়েছে ১৫ দিন। Rocket বলছে তারা টেস্টিং কমপ্লিট করেছে, গ্রাহক পর্যায়ে চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেতের প্রয়োজন। আর এদিকে Nagad বলছে NPSB সিস্টেমের সাথে সংযুক্ত হওয়ার অনুমোদন না পাওয়ায়, সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও তারা এ সেবা চালু করতে পারছেনা।
Nagad বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, এখনও MFS লাইসেন্স না থাকায় তাদের এই NPSB পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ Nagad এই আন্ত:লেনদেন কার্যক্রমে যোগ দিতে পারছেনা।
অন্যদিকে Bank থেকে NPSB চ্যানেল এর মাধ্যমে MFS ট্রান্সফার শুরু করেছে কিছু ব্যাংক। MTB(মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) এক্ষেত্রে ঘোষণা দিয়েছে আপাতত তাদের Bank থেকে সরাসরি অথবা NPSB চ্যানেলের মাধ্যমে যেকোনো MFS ট্রান্সফার ফ্রিতেই করা যাবে। আর PSP প্রতিষ্ঠানগুলো থেকে এবিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি।
তথ্যসূত্র: Bank, MFS, PSP হেল্প লাইন এবং ডেইলি স্টার।