03/11/2023
বিস্বাসঘাতকতা টা যখন তোমার সব থেকে প্রিয় আর কাছের মানুষটা দেয় তখন পুরো পৃথিবী টা মধ্যে নিজেকেই একা লাগে, তখন মনে হয় যে কেউ হয়তো জীবনে না এলেই ভালো হতো, তাই আজ অনেক মানুষ একা, তাদের কষ্ট হলেও তারা কখনো প্রকাশ করেনা, নিজেকে একা করে এক গাল হাসি নিয়ে বলে আমি ভালো আছি ❤️😌