Rokon

Rokon Freelancing is my Passion

12/06/2025

“আমি পারবো না” বলবেই না কখনো, আবার তুমি সব পারো বলে চিল্লাচিল্লিও করো না।

It’s not only a review but also a symbol of love!
11/06/2025

It’s not only a review but also a symbol of love!

মুখের সব দাঁত পড়ে না যাওয়া পর্যন্ত এইভাবেই যেন পাশে থাকিস।ঈদ মোবারক!
08/06/2025

মুখের সব দাঁত পড়ে না যাওয়া পর্যন্ত এইভাবেই যেন পাশে থাকিস।
ঈদ মোবারক!

॥একটা ১০ পাউন্ড স্টিলের বার আর আমাদের জীবনের মূল্য॥একটা ১০ পাউন্ডের স্টেইনলেস স্টিলের বার – কাঁচামাল হিসেবে যার মূল্য মা...
04/06/2025

॥একটা ১০ পাউন্ড স্টিলের বার আর আমাদের জীবনের মূল্য॥

একটা ১০ পাউন্ডের স্টেইনলেস স্টিলের বার – কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ৪০ ডলার।

🔨 এটাকে ঘোড়ার নাল বানালে মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৪০০ ডলার।
💉 এটাকে মেডিকেল সুচে পরিণত করলে মূল্য হয় ৪০,০০০ ডলার।
⏱️ এটাকে ঘড়ির স্প্রিংস ও গিয়ারে রূপান্তর করলে মূল্য পৌঁছায় ৪০০,০০০ ডলারে!
💻 আর এটাকে যদি হাই-টেক লেজার কম্পোনেন্টে পরিণত করা যায়, যেগুলো চিপ তৈরিতে লাগে — তখন এই বারটির মূল্য দাঁড়ায় মিলিয়ন ডলারেরও বেশি।

তাহলে প্রশ্ন হচ্ছে, আসল মূল্য কোথায়?
তোমার মূল‍্য এই নয় তুমি কী দিয়ে তৈরি, বরং তুমি নিজেকে কতটা দক্ষ করে গড়েছো, আর তোমার স্কিল কোথায়, কিভাবে প্রয়োগ করছো – সেটাই তোমার সত্যিকারের মূল্য।

একটা বাস্তব সত্য
এই গল্প আমরা প্রায় সবাই জানি।
তবে এই গল্পের শিক্ষা খুব কম মানুষই বাস্তব জীবনে নেয়।

📊 সমাজে মাত্র ১% মানুষ নিজের স্কিল ডেভেলপ করার পেছনে বিনিয়োগ করে।
📄 আর বাকি ৯৯% মানুষ সার্টিফিকেট নিয়ে চাকরি খোঁজে।

যে ১% মানুষ স্কিল ডেভেলপ করে, তারাই হয় মালিক –
আর বাকি ৯৯% তাদের অধীনে চাকরি করে।

31/05/2025

ফ্রিল্যান্সিং এর জন্য Best Marketplace

28/05/2025

ফ্রিলান্সারদের আয়!

26/05/2025

কে কোন বিষয় নিয়ে ফ্রিলান্সিং করতে চান?
Video দেখে Comment box এ জানান ।

25/05/2025

ফ্রিলান্সিং নাকি চাকরি????

23/05/2025

ফ্রিল্যান্সিং কেন করবেন?
অন্য পেশার সাথে এর পার্থক্য কি?
সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন ।

22/05/2025

মোবাইল ফোন দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম!!! 🥱🥱🥱

21/05/2025

ফ্রিল্যান্সিং কি? আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? কিভাবে শুরু করব?
সকল প্রশ্নের উত্তর এই Video তে দেওয়ার চেষ্টা করেছি ।
আপনার মতামত ও প্রশ্ন Comment Box এ জানান ।
আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ।

আজ আমাদের একসাথে চলার প্রাতিষ্ঠানিকভাবে ১ বছর পূর্ণ হলো। ঘরোয়াভাবে আজকে আমাদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। আনন্দে...
30/09/2024

আজ আমাদের একসাথে চলার প্রাতিষ্ঠানিকভাবে ১ বছর পূর্ণ হলো। ঘরোয়াভাবে আজকে আমাদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। আনন্দের আমেজকে ভাগাভাগি করতে আমাদের পূর্ণ অনুষ্ঠানটি আমাদের page-এ সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭ টায়।
সবাইকে সরাসরি সংযুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো।
Art Sparkle
Let's Together ❤ 💗 💕

দীর্ঘ ৪ বছরের অক্লান্ত পরিশ্রম এবং সকলের শুভকামনার ফলশ্রুতিতে আজ আমরা আমাদের প্রতিষ্ঠান উদ্বোধন করতে চলেছি। Art Sparkle সফল Freelancer দের একটি Community। এখানে আমরা ২০ জন Freelancer কাজ করছি। আমরা বর্তমানে ১০০ টির ও অধিক দেশে ৫০০ টির ও অধির Client এর সাথে ১০,০০০ এর ও অধিক Project এ কাজ করেছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বর্তমানে Fiverr marketplace এ ২টি Profile এ Level 2🥈এবং Upwork marketplace এ Top Rated Plus🏆এর মত গর্বিত ব্যাচ এর অংশিদার এই প্রতিষ্ঠানটি। বহুমুখী কাজের পরিধি বিস্তার ও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম Freelancing প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভে বদ্ধ পরিকর। সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে সামনে এগিয়ে চলার প্রত্যাশায় Art Sparkle পরিবার।

Art Sparkle
Let’s Together

Address

Natore
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share