Advance IT Park

Advance IT Park It services Freelancer training, Digital Marketing, Programming, IT security, Business support etc. We create conciousness against black hacking and hackers.

Advance IT Park is a platform where easily all kinds of cyber help are available in a few second. Here You can get opportunity to protect your online ID like Facebook, gmail from hacking. We give advice and solution about Business Plan, Network service, hackings. We give teach freelancer about freelancing, cyber security, website development and many others.

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা
29/06/2023

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা

প্রশ্ন: আমার কাছে একটা লেপটপ এবং একটা স্মার্ট ফোন আছে। আমি কিভাবে বাড়িতে বসে মাসিক ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারি?উত্ত...
07/05/2023

প্রশ্ন: আমার কাছে একটা লেপটপ এবং একটা স্মার্ট ফোন আছে। আমি কিভাবে বাড়িতে বসে মাসিক ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারি?

উত্তর: পাঠকের উদ্দেশ্যে বলতে চাই, এই উত্তরটি লেখার জন্য আমাকে অনেক ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে
তাই আমার এই সময়টুকু কাজে লাগবে যদি আপনি একবার আমার ওয়েবসাইটটিতে নিচের লিংকের মাধ্যমে ঢুকে দুই এক মিনিট সময় ব্যয় করেন।
https://advancewebs.com/
অনলাইনে আয় করার জন্য অনেকগুলো উপায় রয়েছে তবে তার মধ্যে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিং ওয়েব ডেভেলপিং ইত্যাদি সর্বাধিক পরিমাণে জনপ্রিয়।
আপনি যে ক্লাসে হোন না কেন মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা বর্তমান সময়ে অনেক জটিল একটা বিষয়।
হয়তো আমাকে বিশ্বাস করবেন না। কিংবা বলবেন কিভাবে?

প্রথমে ইনকাম করার জন্য কিছু রিকোয়ারমেন্ট এর প্রয়োজন পড়বে তা নিম্নে দেওয়া হলো:
যে কোন বিষয়ের উপর স্কিল বা দক্ষতা।
আপনার দৈনিন্দ জীবনে কাজে সময় দেওয়ার জন্য টাইম।
আপনি যদি মাল্টিটাস্কিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে আপনাকে তা কিছুটা এড়িয়ে চলতে হবে।
আপনার বাসায় ওয়াইফাই অথবা মাসিক বেশি পরিমাণে ডাটা প্যাক থাকা লাগবে।
কাজ শিখা এবং করার জন্য পর্যাপ্ত পরিমাণ ধৈর্য পরিশ্রম ও সময়নিষ্ঠ প্রয়োগ করতে হবে।
এবার এই রিকোয়রমেন্ট পুরন হলে আপনি ১৫ থেকে ২০ হাজার টাকা নয় এর উর্দ্ধে অর্থাৎ ১ লক্ষ টাকার নিচে পর্যন্ত ইনকাম করতে পারবেন
শুনে অবশ্যই আশ্চর্য হবেন। তবে ভাই টাকাটা কিন্তু ইনকাম করতে হলে আপনাকে ওই বিষয়ের উপর একজন দক্ষ ও পরিচিত ব্যক্তিত্ব হওয়া লাগবে।

ফ্রিল্যান্সিং?
ফ্রিল্যান্সিং মানে হল মুক্ত পেশা অর্থাৎ আপনি অবস্থান করতেছেন বাংলাদেশ আর কাজ করতেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টের।
এখানে নেই কোন বর্ডার কিম্বা শর্তাবলী। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক পপুলার এবং জনপ্রিয় মুক্ত পেশা হিসেবে পরিচিত
অনেকে চাকরি কিংবা অন্যান্য পেশা ছেড়ে ফ্রিল্যান্সিং দিকে মনোনিবেশ করছেন যদিও ফ্রিল্যান্সিং করতে আপনাকে দক্ষ একজন ব্যক্তিত্ব হতে হবে।
আপনি চাইলেই ঘরে বসে
গ্রাফিক্স ডিজাইনিং
মার্কেটিং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
কনটেন্ট রাইটিং
ভিডিও এডিটিং
ফটোগ্রাফি
এইচটিএমএল
ওয়েবসাইট ডিজাইনিং
আর্কিটেকচার বা স্থাপত্য
থ্রিডি মডেলিং
ইত্যাদি অসংখ্য রকমের ক্যাটাগরি পেয়ে যাবেন তবে আপনাকে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য দক্ষ এবং পরিশ্রম করতে হবে
এবং ওই ক্যাটাগরির বেইজড একটা কমিউনিটি খুঁজে নিতে হবে যেখানে বিভিন্ন টিপস সফলতার গল্প কিম্বা খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন।
সেটা হতে পারে কোন ফেসবুক গ্রুপ কিংবা কুরা মঞ্চ। বর্তমানে জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হলো ফাইবার, আপওয়ার্ক, freelancer.com ইত্যাদি।
আপনার প্রবল ইচ্ছা থাকলে আমাদের সাথে থাকতে পারেন। সকল ধরনের সুপরামর্শ ও ট্রেনিং প্রদান করে থাকি।
নিয়মিত আপডেট রাখুন নিজেকে।
ভর্তি সংক্রান্ত এবং ফ্রী পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন [10:00Am~12:00pm]
যোগাযোগ: মেোাবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

07/04/2023

যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের অনেকেরই ইচ্ছে থাকে এমন কোন স্কিল শেখা যেটা সহজেই শেখা যায়। যদি আপনার বেসিক কম্পিউটার স্কিল থাকে এবং এই স্কিল নিয়েই সামনে এগিয়ে যেতে চান, তাহলে কিছু সহজ স্কিল শিখে নেওয়া আপনার জন্য ভালো হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি প্লাটফর্ম যা যেখানে ভারি কোন সফ্টওয়্যার ব্যবহার করতে হয়না এবং খুব সহজেই নতুন হিসাবে এটি আপনি আয়াত্তে আনতে পারবেন।
https://www.facebook.com/advancesitpark

It services Freelancer training, Digital Marketing, Programming, IT security, Business support etc.

যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের অনেকেরই ইচ্ছে থাকে এমন কোন স্কিল শেখা যেটা সহজেই শেখা যায়। যদি আপনার বেসিক...
06/04/2023

যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের অনেকেরই ইচ্ছে থাকে এমন কোন স্কিল শেখা যেটা সহজেই শেখা যায়। যদি আপনার বেসিক কম্পিউটার স্কিল থাকে এবং এই স্কিল নিয়েই সামনে এগিয়ে যেতে চান, তাহলে কিছু সহজ স্কিল শিখে নেওয়া আপনার জন্য ভালো হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি প্লাটফর্ম যা যেখানে ভারি কোন সফ্টওয়্যার ব্যবহার করতে হয়না এবং খুব সহজেই নতুন হিসাবে এটি আপনি আয়াত্তে আনতে পারবেন।

Advance Media-Intoduce with us. যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের অনেকেরই ইচ্ছে থাকে এমন কোন স্কিল শেখা যেটা সহজেই শেখা ...

04/04/2023

ফ্রিল্যান্সিং শেখার জন্য যারা অনলাইন কোর্স কিংবা অফলাইন কোর্স করে প্রতারিত হয়েছেন ? বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামে থাকা হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রতারণার স্বীকার হচ্ছে! একটা কথা সবসময় মনে রাখবেন ফ্রিল্যান্সিং শিখতে হলে মোটামুটি লেভেলের ল্যাপটপ অথবা কম্পিউটার জ্ঞান থাকতে হবে! আর কমপক্ষে ইংরেজিতে সঠিকভাবে মেসেজে কথা বলা জানতে হবে! যদি কম্পিউটার জানেন না, ইংরেজি জানেন না তাহলে এই সেক্টর আপনার জন্য না! আপনি অন্য কাজ করতে পারেন! ফ্রিল্যান্সিং করে বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন এরকম আশা বাদ দেন! একজন ফ্রিল্যান্সার প্রতি মাসে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটা জীবনেও সম্ভব না! কোনো মাসে ১০০০ ডলার ইনকাম করতে পারবে আবার কোনো মাসে ৫০ ডলার! সুতরাং কোনোকিছু করার পূর্বে বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন! মাসে ১০০০ ডলার আর্নিং করার জন্য কী পরিমাণ কষ্ট করতে হবে সেটা সিনিয়রদের থেকে জেনে নিয়েন! আর তাবিজ বিক্রেতা সিনিয়র হলে তো বলবে কোর্স শুরুর প্রথম মাসেই ইনকাম করতে পারবেন! সঠিক জায়গা থেকে সঠিক মানুষের কাছ থেকে কাজ শিখুন, আর ডিজিটাল মার্কেটিং শুনলেই দৌড় দিয়ে ভর্তি না হয়ে অন্য কিছু শিখুন! ডিজিটাল মার্কেটিং শিখে সঠিক পর্যায়ে যেতে অনেক বছর সময় লাগবে, এটা সবসময় মাথায় রাখবেন! আমরা আপনাকে ফ্রিল্যান্সিং প্রসেস শিখাবো আর আপনারা চেষ্টা করবেন। সঠিক পরামর্শ প্রদান আর কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেটা আপনাকে জানাবো। অন্য কোন লোভনীয় অফার আমরা প্রদান করিনা। ধন্যবাদ সবাইকে। তবে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব।

04/04/2023

Advance It Park ফ্রিল্যান্সিং একটা স্বপ্ন। যারা এটাকে লালন করেন। তাদেরকে শ্রদ্ধা জানাই। তবে ফ্রিল্যান্সিং শিখতে আসার আগেই অবশ্যই যার কাছে শিখবেন অবশ্যই তার সম্পর্কের আগে আপনাকে জানতে হবে। লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন, এটা শুনেই হুট করে টাকা দিয়ে দেন। আর স্বপ্ন দেখেন আগামী মাস থেকেই আমার লক্ষ্য টাকা ইনকাম হবে। তাহলেতো প্রতারিত হতেই হবে। ফ্রিল্যান্সিং আসলে এত সহজ না। এক মাসে কাজ শিখে পরের মাস থেকে ইনকাম, এটা কখনই ফ্রীলান্সিং আপনাকে বলবে না এবং এটা সম্ভব না। প্রতিটা সফল ব্যক্তির পিছনে অনেক ধৈর্য এবং রহস্য লুকিয়ে থাকে।
সবাইকে অনুরোধ করব। এরকম ভুল আর কেউ করিয়েন না।
ধন্যবাদ সবাইকে।

30/03/2023

আমাদের বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সঃ সকল কোর্সের জন্য ইন্টারনেট কানেক্টযুক্ত নিজস্ব স্মার্ট ফোন অথবা কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) থাকতে হবে।

বেসিক কোর্স : কোর্স ফি: ৫০০ টাকা। কোর্সের মেয়াদ: এক মাস (০১ মে ২০২৩ খ্রি.-৩০ মে ২০২৩ খ্রি.)
প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।

সেকেন্ডারী কোর্স: কোর্স ফি: ১০০০ টাকা। কোর্সের মেয়াদ: এক মাস(০১ জুন ২০২৩ খ্রি.-৩০ জুন ২০২৩ খ্রি.)
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বিজনেস কোর্স : কোর্স ফি: ১৫০০ টাকা। কোর্সের মেয়াদ: দুই মাস (০১ মে ২০২৩ খ্রি.-৩০ জুন ২০২৩ খ্রি.)
প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

এলিট কোর্স: কোর্স ফি: ২০০০ টাকা। কোর্সের মেয়াদ: দুই মাস (০১ জুন ২০২৩ খ্রি.-৩০ জুলাই ২০২৩ খ্রি.)
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
অষ্টম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য যে সকল বিষয় জানা দরকার তার ধারণা প্রদান ও শিখানো। যেমন: । ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও ইত্যাদি।
নবম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য কি কি ওয়েবসাইটে আইডি ওপেন করে কাজ শুরু করতে হবে তা নিয়ে আলোচনা ও ব্যবহারবিধি।
দশম ধাপ : ফ্রিল্যান্সিং বিষয়ে আদ্যপান্ত গুরুত্বপূর্ণ সকল টুলস নিয়ে আলোচনা ও এর ব্যবহার এবং কোর্স শেষে ইনকামের জন্য টিপস প্রদান ও সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ফুল কোর্স : কোর্স ফি: ৩০০০ টাকা। কোর্সের মেয়াদ: চার মাস (০১ মে ২০২৩ খ্রি.-৩০ আগস্ট ২০২৩ খ্রি.)
প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
অষ্টম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য যে সকল বিষয় জানা দরকার তার ধারণা প্রদান ও শিখানো। যেমন: । ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও ইত্যাদি।
নবম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য কি কি ওয়েবসাইটে আইডি ওপেন করে কাজ শুরু করতে হবে তা নিয়ে আলোচনা ও ব্যবহারবিধি।
দশম ধাপ : ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও বিষয়ে প্রচুর হোমওয়ার্ক করা ও শিখানো এবং সঠিক দিকনির্দেশনা প্রদান, ব্যবহার ও প্রয়োগবিধি।
একাদশ ধাপ : ফ্রিল্যান্সিং বিষয়ে আদ্যপান্ত গুরুত্বপূর্ণ সকল টুলস নিয়ে আলোচনা ও এর ব্যবহার এবং কোর্স শেষে ইনকামের জন্য টিপস প্রদান ও সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ভর্তি সংক্রান্ত এবং ফ্রী পরামর্শের জন্য কল করতে পারেন [10:00Am~12:00pm]
যোগাযোগ: মেোাবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

27/03/2023

অনলাইন ফ্রিল্যান্সিং
শিখতে ও জানতে জয়েন করুন
অনলাইন ফ্রি সেমিনার ক্লাসে
To know about us
ক্লাসের তারিথ ও সময়:২৯মার্চ রাত ১০:০১ টা
মিটিং লিংক: https://us04web.zoom.us/j/76089070424?pwd=PBth3CVbpmvjqQGuThDMSls5IXbbhj.1

ফ্রী পরামর্শের জন্য কল করতে পারেন [10:00Am~12:00pm]
যোগাযোগ: মেোাবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

Kamal Hossain is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Free Online Seminar Class
Time: Mar 29, 2023 10:01 PM Astana, Dhaka

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/76089070424?pwd=PBth3CVbpmvjqQGuThDMSls5IXbbhj.1

Meeting ID: 760 8907 0424
Passcode: R36Yn3

27/03/2023

আমাদের বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সঃ সকল কোর্সের জন্য ইন্টারনেট কানেক্টযুক্ত নিজস্ব স্মার্ট ফোন অথবা কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) থাকতে হবে।

বেসিক কোর্স : কোর্স ফি: ৫০০ টাকা। কোর্স টাইম: ১৫ দিন (৩০ ঘন্টা), কোর্স শুরু: ০১ এপ্রিল ২০২৩ খ্রি.

প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।

বেসিক কোর্স : কোর্স ফি: ৫০০ টাকা। কোর্স টাইম: ১৫ দিন (৩০ ঘন্টা), কোর্স শুরু: ০১ মে ২০২৩ খ্রি.

প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।

সেকেন্ডারী কোর্স: কোর্স ফি: ৫০০ টাকা। কোর্স টাইম: ২০ দিন (৪০ ঘন্টা), কোর্স শুরু: ১৫ মে ২০২৩ খ্রি.

পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বিজনেস কোর্স : কোর্স ফি: ১০০০ টাকা। কোর্স টাইম: ৩০ দিন (৬০ ঘন্টা), কোর্স শুরু: ০১ মে ২০২৩ খ্রি.

প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার সম্পূর্ণ রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

এলিট কোর্স: কোর্স ফি: ২০০০ টাকা। কোর্স টাইম: ৬০ দিন (১২০ ঘন্টা), কোর্স শুরু: ১৫ মে ২০২৩ খ্রি.

পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
অষ্টম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য যে সকল বিষয় জানা দরকার তার ধারণা প্রদান ও শিখানো। যেমন: । ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও ইত্যাদি।
নবম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য কি কি ওয়েবসাইটে আইডি ওপেন করে কাজ শুরু করতে হবে তা নিয়ে আলোচনা ও ব্যবহারবিধি।
দশম ধাপ : ফ্রিল্যান্সিং বিষয়ে আদ্যপান্ত গুরুত্বপূর্ণ সকল টুলস নিয়ে আলোচনা ও এর ব্যবহার এবং কোর্স শেষে ইনকামের জন্য টিপস প্রদান ও সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ফুল কোর্স : কোর্স ফি: ৩০০০ টাকা। কোর্স টাইম: ১০০ দিন (২০০ ঘন্টা), কোর্স শুরু: ০১ মে ২০২৩ খ্রি.

প্রথম ধাপ : কম্পিউটার/স্মার্ট ফোন সম্পর্কে কিছু বেসিক গুরুত্বপূর্ণ সেটিংস বিষয়ে আলোচনা ও ব্যবহার।
দ্বিতীয় ধাপ : সোসাল মিডিয়ার বিভিন্ন সাইট বিষয়ে আলোচনা ও ব্যবহার।
তৃতীয় ধাপ : সোসাল মিডিয়াসহ গুরুত্ব পূর্ণ কিছু ওয়েবসাইট বিষয়ে আলোচনা ও এর ব্যবহার।
চতুর্থ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি ওপেন করার নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা এবং আইডি ওপেন করা।
পঞ্চম ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি খুলে কিভাবে ইনকাম করা যায় তার রোড ম্যাপ প্রদান।
ষষ্ঠ ধাপ : সোসাল মিডিয়ায় প্রফেশনাল/বিজনেস আইডি থেকে ইনকামকৃত টাকা কিভাবে ক্যাশ করা যায তা সম্পর্কে ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সপ্তম ধাপ : ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান প্রদান, অনলাইনে নিজের ব্যবসা তৈরি করে কিভাবে পরিচালনা করা যায় তার ধারণা প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
অষ্টম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য যে সকল বিষয় জানা দরকার তার ধারণা প্রদান ও শিখানো। যেমন: । ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও ইত্যাদি।
নবম ধাপ : ফ্রিল্যান্সিং এর জন্য কি কি ওয়েবসাইটে আইডি ওপেন করে কাজ শুরু করতে হবে তা নিয়ে আলোচনা ও ব্যবহারবিধি।
দশম ধাপ : ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস, প্রোগ্রামিং, এসইও বিষয়ে প্রচুর হোমওয়ার্ক করা ও শিখানো এবং সঠিক দিকনির্দেশনা প্রদান, ব্যবহার ও প্রয়োগবিধি।
একাদশ ধাপ : ফ্রিল্যান্সিং বিষয়ে আদ্যপান্ত গুরুত্বপূর্ণ সকল টুলস নিয়ে আলোচনা ও এর ব্যবহার এবং কোর্স শেষে ইনকামের জন্য টিপস প্রদান ও সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ফ্রী পরামর্শের জন্য কল করতে পারেন [10:00Am~12:00pm]
যোগাযোগ: মেোাবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

আমাদের সার্ভিস সমূহ ✅০১। ফেসবুক পেইজ প্রমোট ০২। পোস্ট অথবা ভিডিও বুস্ট ০৩। পেজ রেস্ট্রক্টেড ঠিক করা০৪। প্রফেশনাল পেজ ডিজ...
26/03/2023

আমাদের সার্ভিস সমূহ ✅

০১। ফেসবুক পেইজ প্রমোট
০২। পোস্ট অথবা ভিডিও বুস্ট
০৩। পেজ রেস্ট্রক্টেড ঠিক করা
০৪। প্রফেশনাল পেজ ডিজাইন
০৫। পেইজ লাইক + ফলোয়ার
০৬। পোস্ট লাইক কমেন্ট
০৭। ফেইসবুক ৬লক্ষ ওয়াচ টাইম
০৮। ইউটিউব/ফেসবুক পেজ মনিটাইজেশন
০৯। ইউনিক লোগো+ কভার ডিজাইন
১০। নষ্ট পেইজ ঠিক করা
১১। ইউটিউব ভিডিও ওয়াচ টাইম বৃদ্ধি
১২। ইকমার্স ওয়েবসাইট তৈরি করা
১৩। নিজস্ব/ব্যবসা-প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা
১৪। অনলাইনে প্রডাক্ট সেল বৃদ্ধি করা
১৫। ডিজিটাল মার্কেটিং
১৬। নতুন ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের ব্যবস্থা
১৭। আইডি হ্যাকিং থেকে নিরাপত্তা দেওয়া
১৮। যে কোন ধরণের কন্টেন্ট রেডি করা
১৯। অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করা
২০। সর্বোপরি সর্বনিম্ন কোর্স ফি-তে নতুন ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

ফ্রী পরামর্শের জন্য কল করতে পারেন [10:00Am~12:00pm]
যোগাযোগ: মেোাবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

Address

Daokandi
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when Advance IT Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance IT Park:

Share