Fahmida Promey

Fahmida Promey Welcome To My page
(17)

05/06/2025
05/06/2025
05/06/2025
05/06/2025
05/06/2025
05/06/2025
09/04/2025

Paragon Credit & Collections Services

পদবী: ফিল্ড এক্সিকিউটিভ অফিসার

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫

---

সারসংক্ষেপ

পদসংখ্যা: ৩০

বয়স: ১৯ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার (ঢাকা)

ন্যূনতম বেতন: আলোচনা সাপেক্ষ

প্রকাশের তারিখ: ১০ এপ্রিল ২০২৫

Video CV: উৎসাহিত করা হচ্ছে

---

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি, স্নাতক (অনার্স)

এসএসসি/এইচএসসি এবং স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজের সুযোগ আছে।

---

অতিরিক্ত যোগ্যতা

বয়স: ১৯ থেকে ৩৫ বছর

সুন্দর আচরণ এবং সুভাষী হতে হবে

দায়িত্বশীল আচরণ এবং কাজের প্রতি মনোযোগী হতে হবে

নির্ধারিত ইউনিফর্ম (পরমাল ড্রেস) পরিধান করতে হবে

ঢাকার রাস্তাঘাট সম্পর্কে পরিচিত থাকলে অগ্রাধিকার

---

কাজের ধরন: ব্যাংকিং সার্ভিস

---

দায়িত্বসমূহ:

গ্রাহকের ঠিকানায় গিয়ে সততার সাথে তত্ত্ব যাচাইকরণ

অফিসে সময় মতো রিপোর্ট প্রদান

গ্রাহকের সামনে একজন ব্যাংক কর্মকর্তার মত আত্মপ্রকাশের সক্ষমতা

সততা এবং সচেতনতা বজায় রেখে কাজ করার মানসিকতা

---

প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা

Credit Control and Recovery

Field Work

---

চাকরির ধরন: ফুলটাইম

---

সুবিধাসমূহ

অভিজ্ঞদের জন্য ব্যাংকে চাকরির সুযোগ

পড়াশোনার পাশাপাশি চাকরির সুবিধা

---

আবেদন করার আগে যা পড়ুন:

আগ্রহী প্রার্থীদেরকে সম্পূর্ণ সিভি সহ আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।
পাসপোর্ট সাইজ ছবি, এনআইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

---

আবেদনের পদ্ধতি

আপনার CV ইমেইলে পাঠান:
Email: [email protected]
অথবা Bdjobs অ্যাকাউন্ট থেকেও আবেদন করা যাবে।

---

প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য

Paragon Credit & Collections Services
ঠিকানা: ৬০/ডি পুরানা পল্টন, তোহোরা মঞ্জিল (২য় তলা), ঢাকা-১০০০

ব্যবসার ধরণ:
Paragon Credit & Collection (PCCS) ২০০৮ সালে যাত্রা শুরু করে। এদের লক্ষ্য হচ্ছে স্থানীয় এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সেবা প্রদান।

09/04/2025
09/04/2025

একদিন আমি বড় হব _
অন্যের জন্যে না নিজের জন্য শুধুমাত্র!

09/04/2025

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Fahmida Promey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share