13/09/2025
এতদিন সবাই জানতো মা মরা গরিব বাবার মেয়ে ফারহানা বিথী🤐।।
কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে বড় আরেক সত্য।সেটা হলো তার মা মারা যায়নি,বেচেঁ আছেন।তাও আবার রাজশাহী মানে তার শহরেই আছেন...
এমনটা শুনা যাচ্ছে ফারহানা বিথী ও তার হাজব্যান্ড রাধের মধ্যে ঝামেলা লাগার কারণে...,🙄
মানুষের আসলে একটা দুর্বলতা সামনে চলে আসলে তখন আরো অনেক গুলো দুর্বলতা সামনে আসতে থাকে এটাই সত্য😰।
ফারহানা বিথী আপুকে আমি পার্সোনালি পছন্দ করি অনেক। তার কারণ তার শালীন চলাফেরা,কথাবার্তা।কিন্তু প্রতিটা মানুষের ভিতরে দেখানো সত্য ছাড়াও কিছু লুকায়িত সত্য থাকে।সেটা বেশিরভাগই হয় নেগেটিভ সত্য।আর নেগেটিভ বলেই সেইসত্য গুলো মানুষ লুকিয়ে থাকে।
তেমনি ফারহানা বিথীর জীবনের একটা অনাকাঙ্খিত সত্য হলো তার মা বেচেঁ আছেন।তবে সে ছোটবেলা থেকে সে মায়ের আদর, ভালোবাসা কিছুই পায়নি।
শুনা যাচ্ছে,আপুর মা নাকি ছোটবেলায় তাতের রেখে চলে গেছ,জানিনা কতটা সত্য।আর এ কারণেই আপু নিজেকে সবসময় মা মরা মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে।হয়তো কিছুটা অভিমান থেকে তার এই সিদ্ধান্ত। 😰
তবে য ইহোক,মেয়েটা ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েচে এটাই হলো আসল সত্য।মা মারা যাক আর বেচেঁ থাকুক মায়ের সান্নিধ্য তো পায়নি সে।একটা মা মরা বাচ্চা জানে বেচেঁ থাকাটা তার জন্য কতটা চ্যালেন্জিং।সে ই কষ্টটাই ফারহানা বিথী পেয়েছে।তার জন্যই তার কথাবার্তায় শালীনতা দেখা যায় হয়তো।
শেষে এটাই বলবো মা বেচেঁ আছে কি বেচেঁ আছে বা মা কি করেছে এসব বলে মেয়েটাকে আর হেয় করার কোনো মানে হয়না।আমরা প্রত্যেকেই যার যার কৃতকর্মের জন্য দায়ী একজনের কৃতকর্মের জন্য আরেকজনকে কখনো দায়ী করা উচিত না।।