01/07/2025
আন্দাসুরা বিল
---------------
আন্দাসুরা বিল রাজশাহীর নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত । জানুয়ারী-ফেব্রুয়ারি মাসে বিলের চিত্র এমন দেখা যায়। এই ছবিগুলো আমি আমার অফিসিয়াল ইন্সপেকশনে গিয়ে তুলেছিলাম। এক সময় এই বিলে প্রচুর পদ্মফুল দেখা যেত। এখন অনেক কমে গেছে। এখানে এক সময় প্রচুর পরিমানে বিভিন্ন ধরনের পাখি দেখা যেত কিন্তু এখন অনেক কমে গেছে। এখানে একসময় প্রচুর পরিমানে দেশী বিভিন্ন মাছ, পদ্ম, শাপলা , শালুক প্রভৃতি পাওয়া যেত । বর্তমানে সেগুলো অনেক কমে গেছে ।
বিলের যে জলাভূমি তা দিন দিন কমে যাচ্ছে। স্থানীয় কমিউনিটি, সরকারী ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জীববৈচিত্রের এই প্রাকৃতিক জলাধার আমাদের সংরক্ষণ করা উচিত।
#আন্দাসুরাবিল #মান্দা #বিল #জলাভূমি