Anas Media

Anas Media আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, তাহার কোন শরীক নাই। আমরা তোমার উপর ঈমান এনেছি, আর তোমারই ইবাদত করি।

আসসালামু আলাইকুম,  শুভ সকাল,  কেমন আছেন সবাই?
24/07/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন সবাই?

24/07/2025

"নামাজ ছাড়লে জীবন থেকে বরকত সরে যায়, আর কবর হয়ে যায় ভয়াবহ অন্ধকার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।"
👉 আমিন 🤲

24/07/2025

রাত যত গভীর হয়, মনে হয় আল্লাহ তত কাছে আসেন… চারপাশ ঘুমিয়ে গেলেও তাঁর দরজা কখনো বন্ধ হয় না। তাঁরই কাছে আজ একটু বেশি মন খুলে চাওয়ার সময়।
আমিন 🤲

24/07/2025

বিকেলের আলো ঝিমিয়ে পড়ে…
ঠিক তখনই মনে হয়, আমার ভরসার আলো যেন, নিভে না যায়।
আল্লাহর রহমতেই যেন মনটা জেগে থাকে সবসময়।
ইনশাআল্লাহ।

24/07/2025

মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়। আল্লাহর কাছে বারবার চাইলে কখনো তিনি বিরক্ত হন না। আল্লাহ তো বারবার চাওয়া পছন্দ করেন! এই অনুভূতিটাই সবচেয়ে শান্তির। সুবহানাল্লাহ।

24/07/2025

সন্তান কেবল আমাদের ভালোবাসার নয়, আমাদের আমলনামার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমনভাবে আমরা অর্থ জমাই ভবিষ্যতের জন্য, তেমনি আমাদের সন্তানের অন্তরে আল্লাহভীতি, ন্যায়বোধ, এবং নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ রোপণ করাও আমাদের বিনিয়োগ—এই বিনিয়োগের ফল মিলবে দুনিয়াতেও, আখিরাতেও।

সন্তান যদি ভালো হয়, সে কেবল দুনিয়াতে আমাদের মুখ উজ্জ্বল করে না, বরং মৃত্যুর পরও আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকে।

আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর দেওয়া এই পবিত্র আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দেন।
আমিন।🤲

#সন্তান_আল্লাহর_আমানত
#পিতামাতার_দায়িত্ব

24/07/2025

আজ সকালটা একরকম নীরব... কিন্তু আল্লাহর প্রতি ভরসা ঠিক আগের মতোই অটুট। যত দিন শুরু হয় এই বিশ্বাস নিয়ে— ততদিন হারানো কিছু নয়। আলহামদুলিল্লাহ।

শুভ সকাল🥰  #শুভসকাল    #শুভ_সকাল
23/07/2025

শুভ সকাল🥰
#শুভসকাল #শুভ_সকাল

23/07/2025

রাত যখন নিস্তব্ধ হয়, তখন মনে হয় —
আল্লাহ কি আজও আমার অপেক্ষায় আছেন? যদি থেকে থাকেন, তবে এই রাতটাই হয়তো নতুন করে শুরু করার রাত…
আমিন।🤲

🛑 একটু ভেবে দেখুন!জাতীয় ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক এক ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। অসংখ্য নিষ্পাপ শিশু প্রা*...
23/07/2025

🛑 একটু ভেবে দেখুন!

জাতীয় ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক এক ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। অসংখ্য নিষ্পাপ শিশু প্রা*ণ হারিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত, গোটা জাতি স্তব্ধ।
কিন্তু সেই র*ক্ত*মা*খা বাস্তবতা নিয়েও শুরু হয়েছে নি*র্ল*জ্জ রা*জ*নী*তি!

✅ কার কত লা*শ—তা নিয়েও চলছে মিথ্যাচার।
✅ দায় স্বীকার না করে চলছে একে অপরকে দোষারোপ।
✅ মা'সুম শিশুদের র*ক্ত*কে পুঁজি করে ফটোসেশান আর সহানুভূতির অভিনয়।
✅ ২০ টাকার পানির বোতল বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, ১০০ টাকার রিকশাভাড়া হচ্ছে ৫০০ টাকা।
✅ সরকারি সহায়তা না দিয়ে চাঁদা তোলা হচ্ছে মানুষের আবেগকে ব্যবহার করে।
✅ মিডিয়ায় সত্য আড়াল করে বিকৃত প্রচার চালানো হচ্ছে।

❗একটু ভাবুন!

আজ একটি দুর্ঘটনায় জাতি এতটা নিচে নেমে গেল—
যদি কখনও এদেশে সত্যিই ভয়াবহ কিছু ঘটে যায়...

যেমন:

👉 কোন বিদেশি আগ্রাসন,
👉 গৃ*হ*যু*দ্ধ (সিভিল ওয়ার),
👉 অশুভ শক্তির ষড়যন্ত্র,
👉 স্বতন্ত্র খ্রি*স্টা*ন রাষ্ট্রের মতো বিভাজন প্রচেষ্টা...

তখন কী হবে?

⚠️ তখন কি আমরা একে অপরের পাশে দাঁড়াবো?
নাকি দেশের অর্ধেক মানুষ বাকি অর্ধেককেই হ*ত্যা করবে?
এটা কি আপনি নিশ্চিতভাবে অস্বীকার করতে পারেন?

📢 আসল কথা কী জানেন?

এই জাতিকে যদি নৈতিকভাবে সংস্কার (ইসলাহ) না করা হয়,
যদি আল্লাহর বিধান—শারিয়াহ আইন, প্রতিষ্ঠা করা না হয়,
তাহলে সমাজে আপনি কোনোদিনও স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা আনতে পারবেন না।

👉 কারণ:

👉 মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন সে আইনের অপব্যবহার করে।
*👉 যখন বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়, তখন দুর্বল পিষ্ট হয়, আর শক্তিশালী বেপরোয়া হয়।
👉 আর যখন ইসলাম বিচ্ছিন্ন হয়ে যায় রাষ্ট্র থেকে, তখন শয়তান পায় খেলার মাঠ।

💡 সমাধান কী?

শুধু উন্নয়ন নয়,
শুধু মিছিল-মিটিং নয়,
শুধু নির্বাচন আর দলীয় প্রতীক নয়—

এই জাতিকে দরকার অন্তরের সংস্কার, নেতৃত্বের পরিশুদ্ধি এবং কুরআনের আইনের ছায়ায় সমাজ গঠন।

🔚 শেষ কথা:

আর কত লা*শ হলে আপনি চিন্তা করবেন—এই জাতি কোথায় যাচ্ছে?
আর কত কান্না হলে আপনি বলবেন—পরিবর্তন দরকার?

একটি জাতি তখনই টেকে, যখন তার ভিতর ন্যায়, ভ্রাতৃত্ব ও আল্লাহভীতি থাকে।
আর এগুলো একমাত্র ইসলামের মাধ্যমে আসে—কোনো দলীয় শ্লোগানে নয়।

23/07/2025

ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়—ভালো কাজ, সাহসিকতা, নেতৃত্ব ও মানুষের পাশে দাঁড়ানোর বাস্তবতা দিয়েই আপনি প্রমাণ করবেন, আপনি আল্লাহর পক্ষের প্রতিনিধি।

শুভ সকাল🥰
22/07/2025

শুভ সকাল🥰

Address

Rajshahi

Telephone

+8801973247265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anas Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share