23/07/2025
🛑 একটু ভেবে দেখুন!
জাতীয় ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক এক ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। অসংখ্য নিষ্পাপ শিশু প্রা*ণ হারিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত, গোটা জাতি স্তব্ধ।
কিন্তু সেই র*ক্ত*মা*খা বাস্তবতা নিয়েও শুরু হয়েছে নি*র্ল*জ্জ রা*জ*নী*তি!
✅ কার কত লা*শ—তা নিয়েও চলছে মিথ্যাচার।
✅ দায় স্বীকার না করে চলছে একে অপরকে দোষারোপ।
✅ মা'সুম শিশুদের র*ক্ত*কে পুঁজি করে ফটোসেশান আর সহানুভূতির অভিনয়।
✅ ২০ টাকার পানির বোতল বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, ১০০ টাকার রিকশাভাড়া হচ্ছে ৫০০ টাকা।
✅ সরকারি সহায়তা না দিয়ে চাঁদা তোলা হচ্ছে মানুষের আবেগকে ব্যবহার করে।
✅ মিডিয়ায় সত্য আড়াল করে বিকৃত প্রচার চালানো হচ্ছে।
❗একটু ভাবুন!
আজ একটি দুর্ঘটনায় জাতি এতটা নিচে নেমে গেল—
যদি কখনও এদেশে সত্যিই ভয়াবহ কিছু ঘটে যায়...
যেমন:
👉 কোন বিদেশি আগ্রাসন,
👉 গৃ*হ*যু*দ্ধ (সিভিল ওয়ার),
👉 অশুভ শক্তির ষড়যন্ত্র,
👉 স্বতন্ত্র খ্রি*স্টা*ন রাষ্ট্রের মতো বিভাজন প্রচেষ্টা...
তখন কী হবে?
⚠️ তখন কি আমরা একে অপরের পাশে দাঁড়াবো?
নাকি দেশের অর্ধেক মানুষ বাকি অর্ধেককেই হ*ত্যা করবে?
এটা কি আপনি নিশ্চিতভাবে অস্বীকার করতে পারেন?
📢 আসল কথা কী জানেন?
এই জাতিকে যদি নৈতিকভাবে সংস্কার (ইসলাহ) না করা হয়,
যদি আল্লাহর বিধান—শারিয়াহ আইন, প্রতিষ্ঠা করা না হয়,
তাহলে সমাজে আপনি কোনোদিনও স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা আনতে পারবেন না।
👉 কারণ:
👉 মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন সে আইনের অপব্যবহার করে।
*👉 যখন বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়, তখন দুর্বল পিষ্ট হয়, আর শক্তিশালী বেপরোয়া হয়।
👉 আর যখন ইসলাম বিচ্ছিন্ন হয়ে যায় রাষ্ট্র থেকে, তখন শয়তান পায় খেলার মাঠ।
💡 সমাধান কী?
শুধু উন্নয়ন নয়,
শুধু মিছিল-মিটিং নয়,
শুধু নির্বাচন আর দলীয় প্রতীক নয়—
এই জাতিকে দরকার অন্তরের সংস্কার, নেতৃত্বের পরিশুদ্ধি এবং কুরআনের আইনের ছায়ায় সমাজ গঠন।
🔚 শেষ কথা:
আর কত লা*শ হলে আপনি চিন্তা করবেন—এই জাতি কোথায় যাচ্ছে?
আর কত কান্না হলে আপনি বলবেন—পরিবর্তন দরকার?
একটি জাতি তখনই টেকে, যখন তার ভিতর ন্যায়, ভ্রাতৃত্ব ও আল্লাহভীতি থাকে।
আর এগুলো একমাত্র ইসলামের মাধ্যমে আসে—কোনো দলীয় শ্লোগানে নয়।