05/10/2025
নগরের গাছ সুরক্ষায় রাজশাহীবাসীর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর সার্কিট হাউস এলাকার শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের গাছ সুরক্ষার দাবিতে তিন দফা দাবিনামা পেশ করেছে স্থানীয় নাগরিক ও পরিবেশবাদী সংগঠনগুলো।
রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি’র কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
আন্দোলনকারীরা বলেন, রাজশাহীর ক্রমবর্ধমান চরম আবহাওয়া নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন সবুজ বেষ্টনী ও জলাধার সংরক্ষণ। কিন্তু উন্নয়নের নামে শহরের প্রাকৃতিক পরিবেশ বারবার ধ্বংস করা হচ্ছে। তারা অভিযোগ করেন, “রাজশাহীর ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষরাজি নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এখন উন্নয়ন মানেই যেন গাছ কাটা ও কংক্রিটে ভরাট করা। এভাবে অপরিকল্পিত উন্নয়ন মানুষ ও প্রাণ-প্রকৃতি—উভয়ের জন্য হুমকি তৈরি করছে।”
তাদের দাবি, উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। তারা বলেন, পৃথিবীর বহু দেশেই গাছ সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দৃষ্টান্ত রয়েছে, রাজশাহীতেও সে ধারা অনুসরণ করা উচিত।
তিন দফা দাবিতে বলা হয়েছে—
১️. রাজশাহীর সার্কিট হাউস সম্প্রসারণে কোনো গাছ কাটা যাবে না, বরং সেগুলো রক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে;
২️. ভবিষ্যতে রাজশাহী বিভাগে এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না, যা পরিবেশ বা জীববৈচিত্র্যের ক্ষতি করে;
৩️. প্রকল্প গ্রহণের আগে পরিবেশবাদী সংগঠন ও বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।
একই দাবিসংবলিত স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন (তার পক্ষে সহকারী পরিচালক মো. কবীর হোসেন গ্রহণ করেন), রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী এবং গণপূর্ত বিভাগ–১ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রাসেদুল ইসলামের কাছেও প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)–এর সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি সামসাদ জাহান, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের নির্বাহী সদস্য মো. হাসিবুল হাসনাত রিজভি, স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইহতেশামুল আলম জোহা, সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার রাজশাহীর সভাপতি মো. ইমরুল কায়েস এবং ০.৬ গ্রাভিটি রাইডার্সের সভাপতি মাসুম মাহবুবসহ অনেকে।