Mahakalgarh News

Mahakalgarh News "Mahakalgarh News" is Rajshahi Divisional News and Entertainment Channel of Bangladesh

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে টিকটকের নতুন উদ্যোগ নিজস্ব প্রতিবেদক:তরুণদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্...
06/10/2025

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে টিকটকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
তরুণদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষামূলক কনটেন্ট পৌঁছে দিতে টিকটক চালু করেছে ‘টিকটক স্টেম ফিড’ নামে একটি নতুন উদ্যোগ।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে সরকার ও টিকটকের যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তুলে ধরা হয়, কীভাবে অ্যাপভিত্তিক শিক্ষা সরকারের মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল শিক্ষা বিস্তারের প্রচেষ্টাকে সহায়তা করতে পারে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মকর্তা ফেরদৌস মোত্তাকিন।
আলোচনায় বক্তারা বলেন, এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের কাছে ডিজিটাল শিক্ষার সুযোগ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরের গাছ সুরক্ষায় রাজশাহীবাসীর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী প্রতিনিধি :রাজশাহীর সার্কিট হাউস এলাকার শতবর্ষী ...
05/10/2025

নগরের গাছ সুরক্ষায় রাজশাহীবাসীর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর সার্কিট হাউস এলাকার শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের গাছ সুরক্ষার দাবিতে তিন দফা দাবিনামা পেশ করেছে স্থানীয় নাগরিক ও পরিবেশবাদী সংগঠনগুলো।
রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি’র কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

আন্দোলনকারীরা বলেন, রাজশাহীর ক্রমবর্ধমান চরম আবহাওয়া নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন সবুজ বেষ্টনী ও জলাধার সংরক্ষণ। কিন্তু উন্নয়নের নামে শহরের প্রাকৃতিক পরিবেশ বারবার ধ্বংস করা হচ্ছে। তারা অভিযোগ করেন, “রাজশাহীর ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষরাজি নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এখন উন্নয়ন মানেই যেন গাছ কাটা ও কংক্রিটে ভরাট করা। এভাবে অপরিকল্পিত উন্নয়ন মানুষ ও প্রাণ-প্রকৃতি—উভয়ের জন্য হুমকি তৈরি করছে।”

তাদের দাবি, উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। তারা বলেন, পৃথিবীর বহু দেশেই গাছ সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দৃষ্টান্ত রয়েছে, রাজশাহীতেও সে ধারা অনুসরণ করা উচিত।

তিন দফা দাবিতে বলা হয়েছে—
১️. রাজশাহীর সার্কিট হাউস সম্প্রসারণে কোনো গাছ কাটা যাবে না, বরং সেগুলো রক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে;
২️. ভবিষ্যতে রাজশাহী বিভাগে এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না, যা পরিবেশ বা জীববৈচিত্র্যের ক্ষতি করে;
৩️. প্রকল্প গ্রহণের আগে পরিবেশবাদী সংগঠন ও বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।

একই দাবিসংবলিত স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন (তার পক্ষে সহকারী পরিচালক মো. কবীর হোসেন গ্রহণ করেন), রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী এবং গণপূর্ত বিভাগ–১ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রাসেদুল ইসলামের কাছেও প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)–এর সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি সামসাদ জাহান, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের নির্বাহী সদস্য মো. হাসিবুল হাসনাত রিজভি, স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইহতেশামুল আলম জোহা, সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার রাজশাহীর সভাপতি মো. ইমরুল কায়েস এবং ০.৬ গ্রাভিটি রাইডার্সের সভাপতি মাসুম মাহবুবসহ অনেকে।

05/10/2025

পোর্টল্যান্ডে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে স্থগিত করলো মার্কিন আদালত...

05/10/2025

যুক্তরাষ্ট্রের শিকাগোতে অভিবাসন বিরোধী বিক্ষোভে সীমান্তরক্ষী বাহিনীর গুলি; গুলিবিদ্ধ এক

03/10/2025

মিরপুরে গুলি ছুড়ে বাসে অগ্নিসংযোগ....

মিরপুরে গুলি ছুড়ে বাসে অগ্নিসংযোগনিজস্ব প্রতিবেদক:রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় গুলি ছোড়া ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘট...
03/10/2025

মিরপুরে গুলি ছুড়ে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় গুলি ছোড়া ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, সম্প্রতি আলিফ পরিবহনের কিছু কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ক্ষুব্ধ ওই কর্মীদের একটি অংশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে

03/10/2025

বঙ্গোপসাগরের নিম্নচাপ—আরও কয়েকদিন বৃষ্টি, উপকূল ও পাহাড়ি এলাকায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে। ফলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি ৭-৮ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজ ও কাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার বৃষ্টি কিছুটা কমলেও পরদিন থেকে আবারও বাড়তে পারে। একইসঙ্গে স্থল নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর ও নদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার আহবানও জানান তিনি। বৃষ্টিপাতে পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যাবার আহ্বান জানান তিনি। বলেন বৃষ্টিতে রাজধানীতেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

02/10/2025

মরক্কোতে 'জেনারেশন জেড' বিক্ষোভে ২ জন নিহত, ৪০০ জনেরও বেশি গ্রেপ্তার

02/10/2025

চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় দুই অটোরিকশা আরোহী নিহত...

02/10/2025

কয়েকটি নদীর পানি বাড়তে থাকায় ফেনীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র...

30/09/2025

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ১৩; আহত ৩২

29/09/2025

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন জরুরি: বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগ প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জীবনযাত্রায় পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত জীবন হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। তারা আরও বলেন, প্রতিদিন অন্তত তিন থেকে চার রকম শাক-সবজি ও ফলমূল গ্রহণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ধূমপান পরিহার হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahakalgarh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share