Sada Mata

Sada Mata Live life, Laugh Loud, Love forever

16/09/2024

এইমাত্র রাজশাহী হেতেমখাতে ছিনতাইকারী ধরা পরল।।
এবং তার কি অবস্থা সবাই দেখুন 🧐🧐🧐

27/02/2024

Budh and badrinath 🥰🥰🥰

08/01/2024

Fire on R D A Market in Rajshahi😢😢😢

রাজশাহী মহানগরের আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে 🥺🔥 সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাজশাহী ফায়ার সিনিয়র স্টেশন অফিসার শামিমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখন বলা সম্ভব নয়। ২টি গোডাউন পুড়ে গেছে। তাৎক্ষনিক ভাবে এটি বলা সম্ভব নয়, কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেগুলো নির্ধারণের কাজ চলছে।

মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণপাশে এ আগুন লেগেছে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

30/11/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি। সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না। প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...! ভালো থাকবেন প্রতিবেশীরা...! ভালো থেকো সহপাঠী বন্ধুরা...! পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...! তবু ও বলছি সমাজ কি বললো...! প্রতিবেশী কি বললো সেটা শুনে, নিজের ছেলে মেয়েকে অপমান করে, মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...! মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়

(প্রতিবেশীর নয়)

My page contact
10/08/2023

My page contact

10/08/2023

Hey this is my new chanel and i can post most viral videos on it

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sada Mata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share