MOSH SALEH

MOSH SALEH Life is short, but memory lives forever. If you think you can create something then you are wrong. Because people only can invent something from nature.

Think more learn more....

১৬৬ বছরের পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সময়ের ধাতব মূদ্রা।।বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রায় ১১৩ বছরের পূর্বের ১৮৫৮ সাল...
08/09/2024

১৬৬ বছরের পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সময়ের ধাতব মূদ্রা।।

বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রায় ১১৩ বছরের পূর্বের ১৮৫৮ সালের মূদ্রাটি আছে রাজশাহী জেলার বাঘা থানার খানপুর জে.পি উচ্চ বিদ্যাল্যের শিক্ষক মোহাম্মদ আলী এর হাত হতে এখন বর্তমানে তার মেজো ছেলে এ টি এম ফাইসাল এর হাতে খুব যত্নে সংরক্ষিত আছে।।

১৬৬ বছরের এমন পুরোনো দিনের মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূদ্রা এখন আর খুজে পাওয়া যায় না।। অংসখ্য ধন্যবাদ জানায় এ টি এম ফাইসাল কে সেই মূদ্রাটি সংরক্ষণ করার জন্যে।।

রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্র রাতের অন্ধকারে যেন ভূতের বাড়ি।। ছবি আর ভিডিও গুলো ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ...
07/09/2024

রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্র রাতের অন্ধকারে যেন ভূতের বাড়ি।।

ছবি আর ভিডিও গুলো ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ৯ টার দিকে উঠানো। বিদ্যুৎ সংকট এর কারনে চলছে দেশব্যাপী লোডশোডিং। হটাৎ বিদ্যুৎ চলে গেলে সব অন্ধকার হয়ে আসে, ভাবলাম জেনারেটর চালু হতে দেরি হতে পারে, কিন্তু ১০ মিনিটে ও কোন খবর নেই। খোজ নিতে গেলাম ডিউটিরত নার্স এর কাছে, তারা জানায় মেশিন নষ্ট।।

কতোদিন ধরে এই ভোগান্তি শিকার রোগীরা জানতে চাইলে তারা জানায় অনেক দিন হলো। ঠিক করার জন্য বলেন না কেন? জানতে চাইলে তারা উত্তর দেই আমাদের বলায় কিছু হবে না রোগীরা কমপ্লেন দিলে কাজ হবে।।

হয়তো বা নার্স থেকে ডা. সবাই উর্ধতন কর্মকর্তা এর কথা বলবে, তবে কোন উর্ধতন কর্মকর্তা কি থাকেন রাতে বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্রতে???

আর কোন সচেতন মানুষের চোখে কি পরে না এমন পরিবেশ??

স্বাস্থ কেন্দ্র তে সবাই সুস্থ হবার আশায় আসে, তীব্র গরমে বিদ্যুৎ বিহীন ৫-৬ ঘন্টা কিভাবে অসহায় অসুস্থ মানুষ, শিশু বৃদ্ধ মানুষের খোজ নেওয়ার মতো কি কোন সমাজ নেই রাজশাহীর বাঘা উপজেলায়???

জানিনা কার কেমন লাগছে কথা গুলো, খুব একটা লিখা লিখি করি না আমি, তাই আমার লিখার ভুল না ধরে আপনারা বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্র এর এই সংক্ট কিভাবে মোকাবিলা করা যাই তাই নিয়ে দু এক লাইন লিখুন ও সেই সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করুন।

ধন্যবাদ।।।

তাদের সাহায্য করার ক্ষমতা এখনো হয়নি।তবে তাদের জন্য দোয়া করতে আমরা সকলেই পারি।।সেই উদ্দেশ্য থেকেই সকলের কাছে আবেদন আমরা ব...
21/08/2024

তাদের সাহায্য করার ক্ষমতা এখনো হয়নি।
তবে তাদের জন্য দোয়া করতে আমরা সকলেই পারি।।
সেই উদ্দেশ্য থেকেই সকলের কাছে আবেদন আমরা বাংলাদেশের বন্যা নীপিরীত মানুষ গুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তাদের এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার জন্য।।

তার সাথে আমরা চাইলেই সকলের চেষ্টায় তাদের জন্য সহযোগিতা করতে পারি।।
তার পাশাপাশি আমরাও নদী তীরবর্তী এলাকার মানুষ হওয়ার ফলে আমাদেরও সর্তক অবস্থানে থাকাটা অধিক জরুরী।।

Edit and thoughts
19/08/2024

Edit and thoughts

✔✔ডক্টর ইউনূস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন আলাপেই গেলেন না। 👍👍৪ মিনিটের বক্তব্যে সাম্প্রদায়িক স্টেরিওটাইপ ভেঙে দিয়ে বলল...
13/08/2024

✔✔ডক্টর ইউনূস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন আলাপেই গেলেন না।

👍👍৪ মিনিটের বক্তব্যে সাম্প্রদায়িক স্টেরিওটাইপ ভেঙে দিয়ে বললেন, হিন্দুর অধিকার, মুসলমানের অধিকার চাইয়েন না। মানুষের অধিকার চান। আইন একটা। আইনের শাসন ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে।

✔✔গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বললেন, গ্রামীণ ব্যাংক নিয়ে গরীব গরীব মহিলাদের কাছে গেছি। কোনদিন দেখিনি সে মুসলমান নাকি হিন্দু? দেখার প্রয়োজনও নাই।

👍👍ষড়যন্ত্র সমন্ধে বলেছেন, কোন খোপে ঢুকবেন না। খোপে ঢুকলেই আপনাকে শিকার করার জন্য বসে আছে। সিস্টেমটা পচে গেছে। একটু সময় দেন। যদি না পারি, তখন বইলেন।

✔✔৪ মিনিটের বক্তব্য। কোন উসকানি নাই। ইমোশনাল ড্রামা নাই। কান্নাকাটি নাই। দোষ চাপানোর চেষ্টা নাই। স্যরি বলার দায় নাই। কোন অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টাও নাই।

✔✔জাস্ট যে খেলাটা ভারতের মিডিয়া গত ১০ দিন খেলতেসে, ঐ খেলাটা উনি ধ্বংস করলে ৪ মিনিটে। কীভাবে? ঐ খেলাতেই এটেন্ড না করে।

👍👍দেশের সবচেয়ে মেধাবী সন্তানকে চোখের সামনে রাজনৈতিক হইতে দেখাটা এনাদার লেভেল অব ব্লেসিংস!!
(Collected)©©©

Just little try😎😎
15/04/2024

Just little try😎😎

25/02/2024

১৫ বছর পর মনে আছে কি দিনটির কথা?
#২৫শেফেব্রুয়ারী

#বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্তরক্ষী বাহিনী নামেও পরিচিত।

#বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল, তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাংচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য ১২টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ-আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়।অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এ বিদ্রোহের অবসান ঘটে।

২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়; আরও ২৫ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত ২৭৭ জনকেও খালাস দিয়েছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন অভিযোগ করে যে এই বিচারগুলিতে আসামিদের পর্যাপ্ত সময়-সুযোগ দেয়া হয়নি, "নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য বিচার কাজ সাজানো হয়েছে" বলে তারা অভিযোগ করে।

21/02/2024

ভাষা শহিদ দের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবার ও খালি পায়ে ছুটে চলেছেন রাজশাহী জেলা বাঘা থানার খানপুর জে পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান স্যার, সাথে আছে তার সহকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শত শত সম্মান জানায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান স্যার এর প্রতি ও তার সাথে পদযাত্রায় অংশগ্রহণ কারি সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের।
হাজার হাজার শ্রদ্ধা ভাষা শহিদ দের প্রতি।
#শহীদ
#২১ফেব্রুয়ারী
#মাতৃভাষা

㊙️সমস্যা হতেই সমাধানের উৎপত্তি।সমাধানের শেষেই তৃপ্তির হাসি 😊😀
30/11/2023

㊙️সমস্যা হতেই সমাধানের উৎপত্তি।
সমাধানের শেষেই তৃপ্তির হাসি 😊😀

Address

Rajshahi

Telephone

+8801773456292

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOSH SALEH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MOSH SALEH:

Share