07/09/2024
রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্র রাতের অন্ধকারে যেন ভূতের বাড়ি।।
ছবি আর ভিডিও গুলো ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ৯ টার দিকে উঠানো। বিদ্যুৎ সংকট এর কারনে চলছে দেশব্যাপী লোডশোডিং। হটাৎ বিদ্যুৎ চলে গেলে সব অন্ধকার হয়ে আসে, ভাবলাম জেনারেটর চালু হতে দেরি হতে পারে, কিন্তু ১০ মিনিটে ও কোন খবর নেই। খোজ নিতে গেলাম ডিউটিরত নার্স এর কাছে, তারা জানায় মেশিন নষ্ট।।
কতোদিন ধরে এই ভোগান্তি শিকার রোগীরা জানতে চাইলে তারা জানায় অনেক দিন হলো। ঠিক করার জন্য বলেন না কেন? জানতে চাইলে তারা উত্তর দেই আমাদের বলায় কিছু হবে না রোগীরা কমপ্লেন দিলে কাজ হবে।।
হয়তো বা নার্স থেকে ডা. সবাই উর্ধতন কর্মকর্তা এর কথা বলবে, তবে কোন উর্ধতন কর্মকর্তা কি থাকেন রাতে বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্রতে???
আর কোন সচেতন মানুষের চোখে কি পরে না এমন পরিবেশ??
স্বাস্থ কেন্দ্র তে সবাই সুস্থ হবার আশায় আসে, তীব্র গরমে বিদ্যুৎ বিহীন ৫-৬ ঘন্টা কিভাবে অসহায় অসুস্থ মানুষ, শিশু বৃদ্ধ মানুষের খোজ নেওয়ার মতো কি কোন সমাজ নেই রাজশাহীর বাঘা উপজেলায়???
জানিনা কার কেমন লাগছে কথা গুলো, খুব একটা লিখা লিখি করি না আমি, তাই আমার লিখার ভুল না ধরে আপনারা বাঘা উপজেলা স্বাস্থ কেন্দ্র এর এই সংক্ট কিভাবে মোকাবিলা করা যাই তাই নিয়ে দু এক লাইন লিখুন ও সেই সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করুন।
ধন্যবাদ।।।