Online Business House

Online Business House Honestly is the best policy

24/11/2023

how can make flower with paper who grow beauty your room

20/08/2023

কলিজা ঠান্ডা হয়ে যাবে একবার শুনলে । সূরা আনফাল তাফসির 2021। মুফতি আমির হামজা Bangla Wazমুফতী আমির হামজা সবাইকে অবাক করে দ.....

14/07/2023

সূরা আয-যুমার আয়াত ২২ :

আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সে তার প্রতিপালক হতে (আগত) আলোর মধ্যে আছে, সে কি তার সমান-- যে এরূপ নয়? দুর্ভোগ তাদের জন্য, যাদের অন্তর আল্লাহর স্মরণে কঠিন, (যাদের অন্তর আল্লাহর যিকিরে ব্যস্ত থাকে না তাদের অন্তর আল্লাহ শক্ত করে দেন বা কঠিন করে দেন)
ওরাই স্পষ্ট বিভ্রান্তিতে আছে।

13/07/2023

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দু'আ কবূল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দু'আ করলাম। কিন্তু আমার দু'আ তো কবূল হলো না।[মুসলিম ৪৮/২৪, হাঃ ২৭৩৫, আহমাদ ১৩০০৭]আধুনিক প্রকাশনী- ৫৮৯৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮৮)

সহিহ বুখারী, হাদিস নং ৬৩৪০
হাদিসের মান: সহিহ হাদিস

20/06/2023

আল্লাহ বলেন, 'মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব'!
সূরা রূম : আয়াত ৪৭
মুমিন কারা বা মুমিন হতে হলে করণীয় কি??
আল্লাহ তাআলা কুরআনে মুমিনদের পরিচয় বলেছেন :-
১) প্রকৃত মুমিন তারাই যখন তাদের কাছে আল্লাহর নাম নেয়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে।
২)আর যখন তাদের কাছে তাঁর (আল্লাহর কুরআনের) আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।
৩) তারা তাদের রবের ওপরই ভরসা করে।
৪) তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং
৫) আমার দেয়া রুজি হতে (আল্লাহর পথে) খরচ করে। তারাই হলো সত্যিকারের মুমিন। (সুরা আনফাল : আয়াত ২-৪)
আল্লাহ আমাদের সবাইকে যেন সত্যিকারের মোমিন হওয়ার তৌফিক দান করেন।

04/12/2022

Address

Rajshahi
6320

Alerts

Be the first to know and let us send you an email when Online Business House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Business House:

Share