14/07/2025
🎯 RA Physics Varsity Batch — 2025
(বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার নতুন ঠিকানা)
📊 বাস্তব চিত্র:
প্রতি বছর বাংলাদেশে প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
কিন্তু মাত্র ৫% শিক্ষার্থী সফল হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেয়, চান্স পায় মাত্র ১০ হাজারের মতো।
বাকিরা হতাশ হয়ে পড়ে।
অধিকাংশ কোচিং এই হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের পরে আর খুঁজে পায় না।
🚩 অন্যান্য কোচিং সেন্টারের সাধারণ ধারা:
✅ শুধু সিলেবাস শেষ করা নিয়ে ব্যস্ত।
✅ ক্লাস শেষে কোন মূল্যায়ন বা পরীক্ষা কম।
✅ রেগুলার ফলো-আপ নেই।
✅ পরীক্ষায় ভালো না করলে শিক্ষার্থীর প্রতি যত্ন কমে যায়।
✅ হতাশাগ্রস্ত শিক্ষার্থীর মানসিক সাপোর্টের ব্যবস্থা নেই।
✅ সব ছাত্রদের জন্য একই রুটিন — কারো ব্যক্তিগত সমস্যায় আলাদা সাহায্য নেই।
🌟 RA Physics Varsity Batch কেন আলাদা?
✔ শুধু পড়া নয়, পূর্ণ প্রস্তুতির সঠিক পরিকল্পনা:
প্রতিটি ক্লাস শেষে নিয়মিত ক্লাস টেস্ট।
প্রতি টপিক শেষে রিভিউ টেস্ট, মডেল টেস্ট।
পরীক্ষার পরপরই শিক্ষকদের ব্যক্তিগত ফিডব্যাক — কোন জায়গায় উন্নতি দরকার।
✔ ব্যক্তিগত মনোযোগ:
শিক্ষার্থীর দুর্বলতা বুঝে তাকে আলাদাভাবে গাইডলাইন দেওয়া হয়।
নিয়মিত অগ্রগতির ওপর পার্সোনাল মনিটরিং।
৪ জন শিক্ষক মিলে সরাসরি খোঁজ রাখেন — ছাত্র যেন পথ হারিয়ে না যায়।
✔ হতাশার সময়ে পাশে থাকার অঙ্গীকার:
ভর্তি পরীক্ষায় প্রথম ব্যর্থতায় অধিকাংশ ছাত্র ভেঙে পড়ে।
এই সময়ে আমাদের শিক্ষকরা পাশে থেকে নতুন পরিকল্পনা সাজায়, প্র্যাকটিক্যাল পরামর্শ দেয়, মানসিক শক্তি যোগায়।
আমরা বিশ্বাস করি — "এটাই শিক্ষকের আসল দায়িত্ব।"
✔ সাবজেক্ট কাভারেজ:
📘 Physics
📙 Chemistry
📗 Mathematics
📕 Biology
বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী প্রয়োজন হলে অন্যান্য সাবজেক্টের ক্লাসও নেওয়া হবে।
✔ ক্লাস শুরুর তারিখ:
HSC প্রাকটিক্যাল পরীক্ষার ১০ দিন পর থেকে।
👩🏫 আমাদের শিক্ষকবৃন্দ:
Physics: Engineer Ishtiak Kabir Ratul (BUET-CSE)
Chemistry: Rahat Ali (RUET-EEE)
Mathematics: Naiem Siddeki (RU-CSE)
Biology: Tanvir Ahmed (RMC, MBBS)
💰 কোর্স ফি:
👉 ১৭,০০০ টাকা
👉 ০৮-০৮-২৫ তারিখের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড়।
🔖 শুধু পড়া নয় — সঠিক গাইডলাইন, ফলোআপ, যত্ন আর সাহসই সাফল্যের আসল চাবিকাঠি।যেটা আমরা তোমাদের দিব ইনশাআল্লাহ 💚