RA Physics

RA Physics At RA Physics you will get quality education with real feelings of physics
which will create love too
(1)

23/07/2025

রাজশাহীতে কিভাবে কলেজ চয়েজ দিবে? বিস্তারিত-
কলেজ চয়েজের আগে একবার হলেও ভিডিও টা দেখবে...

এবারের ইন্জিনিয়ারিং ব্যাচে Physics এর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দেখে নাও।বেস্ট টিচার প্যানেলের সাথে বেস্ট সাপোর্ট পেতে আজ...
23/07/2025

এবারের ইন্জিনিয়ারিং ব্যাচে Physics এর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দেখে নাও।

বেস্ট টিচার প্যানেলের সাথে বেস্ট সাপোর্ট পেতে আজই যুক্ত হও!!

20/07/2025

আগামীকাল তোমাদের হাতে পৌঁছে যাবে
সর্বশেষ সংস্করণ
২০২৫ সালের প্রশ্ন সংবলিত
এবং
২০২৬ ব্যাচের এইচএসসি ইয়ার ফাইনাল প্রশ্ন সংবলিত (রাজশাহীর সকল কলেজ)
যারা আমার কাছে পড় না অর্ডার করতে চাইলে কমেন্টে থাকা লিংক থেকে অর্ডার করে ফেল।

RA Exam Dayদুঃখিত সব রুমের ছবি দিতে পারলাম না। এক্সামের জন্য আরে ফিজিক্স সেরা রে। আমাদের এক্সামের প্রশ্ন নিঃসন্দেহে ইউনি...
19/07/2025

RA Exam Day
দুঃখিত সব রুমের ছবি দিতে পারলাম না।
এক্সামের জন্য আরে ফিজিক্স সেরা রে।
আমাদের এক্সামের প্রশ্ন নিঃসন্দেহে ইউনিক। তবে আজকে গার্ড একটু খারাপ হয়ে গেছে। সিসিটিভি দেখে অনেক সাইলেন্ট এক্সেল করতে হবে।

যারা এক্সাম দাওনি তাদের জীবন অন্ধকার হয়ে যাবে।

সুদক্ষ এবং অভিজ্ঞ টিচার প্যানেলের সাথে বেস্ট সব ফিচার সমূহ নিয়ে থাকছে এবারের ইন্জিনিয়ারিং ব্যাচে।স্পেশাল প্রমো তে ভর্তি...
18/07/2025

সুদক্ষ এবং অভিজ্ঞ টিচার প্যানেলের সাথে বেস্ট সব ফিচার সমূহ নিয়ে থাকছে এবারের ইন্জিনিয়ারিং ব্যাচে।

স্পেশাল প্রমো তে ভর্তি হয়ে ইন্জিনিয়ারিং যাত্রা আরো সহজতর করে তুলতে ভুলো না!!

ভর্তি লিংক কমেন্টে👇

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে RA Physics থেকে বিভিন্ন Engineering ইউনিভার্সিটি তে চান্সপ্রাপ্তদের একাংশ।❤️ইন্জিনিয়ারিং এর বেস্ট...
17/07/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে RA Physics থেকে বিভিন্ন Engineering ইউনিভার্সিটি তে চান্সপ্রাপ্তদের একাংশ।❤️

ইন্জিনিয়ারিং এর বেস্ট প্রিপারেশন নিতে আজই যুক্ত হও E Force এর ইন্জিনিয়ারিং ব্যাচে।

ভর্তির লিংক কমেন্টে👇

14/07/2025

🎯 RA Physics Varsity Batch — 2025
(বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার নতুন ঠিকানা)
📊 বাস্তব চিত্র:
প্রতি বছর বাংলাদেশে প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
কিন্তু মাত্র ৫% শিক্ষার্থী সফল হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেয়, চান্স পায় মাত্র ১০ হাজারের মতো।
বাকিরা হতাশ হয়ে পড়ে।
অধিকাংশ কোচিং এই হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের পরে আর খুঁজে পায় না।
🚩 অন্যান্য কোচিং সেন্টারের সাধারণ ধারা:
✅ শুধু সিলেবাস শেষ করা নিয়ে ব্যস্ত।
✅ ক্লাস শেষে কোন মূল্যায়ন বা পরীক্ষা কম।
✅ রেগুলার ফলো-আপ নেই।
✅ পরীক্ষায় ভালো না করলে শিক্ষার্থীর প্রতি যত্ন কমে যায়।
✅ হতাশাগ্রস্ত শিক্ষার্থীর মানসিক সাপোর্টের ব্যবস্থা নেই।
✅ সব ছাত্রদের জন্য একই রুটিন — কারো ব্যক্তিগত সমস্যায় আলাদা সাহায্য নেই।
🌟 RA Physics Varsity Batch কেন আলাদা?
✔ শুধু পড়া নয়, পূর্ণ প্রস্তুতির সঠিক পরিকল্পনা:
প্রতিটি ক্লাস শেষে নিয়মিত ক্লাস টেস্ট।
প্রতি টপিক শেষে রিভিউ টেস্ট, মডেল টেস্ট।
পরীক্ষার পরপরই শিক্ষকদের ব্যক্তিগত ফিডব্যাক — কোন জায়গায় উন্নতি দরকার।
✔ ব্যক্তিগত মনোযোগ:
শিক্ষার্থীর দুর্বলতা বুঝে তাকে আলাদাভাবে গাইডলাইন দেওয়া হয়।
নিয়মিত অগ্রগতির ওপর পার্সোনাল মনিটরিং।
৪ জন শিক্ষক মিলে সরাসরি খোঁজ রাখেন — ছাত্র যেন পথ হারিয়ে না যায়।
✔ হতাশার সময়ে পাশে থাকার অঙ্গীকার:
ভর্তি পরীক্ষায় প্রথম ব্যর্থতায় অধিকাংশ ছাত্র ভেঙে পড়ে।
এই সময়ে আমাদের শিক্ষকরা পাশে থেকে নতুন পরিকল্পনা সাজায়, প্র্যাকটিক্যাল পরামর্শ দেয়, মানসিক শক্তি যোগায়।
আমরা বিশ্বাস করি — "এটাই শিক্ষকের আসল দায়িত্ব।"
✔ সাবজেক্ট কাভারেজ:
📘 Physics
📙 Chemistry
📗 Mathematics
📕 Biology
বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী প্রয়োজন হলে অন্যান্য সাবজেক্টের ক্লাসও নেওয়া হবে।
✔ ক্লাস শুরুর তারিখ:
HSC প্রাকটিক্যাল পরীক্ষার ১০ দিন পর থেকে।
👩‍🏫 আমাদের শিক্ষকবৃন্দ:
Physics: Engineer Ishtiak Kabir Ratul (BUET-CSE)
Chemistry: Rahat Ali (RUET-EEE)
Mathematics: Naiem Siddeki (RU-CSE)
Biology: Tanvir Ahmed (RMC, MBBS)
💰 কোর্স ফি:
👉 ১৭,০০০ টাকা
👉 ০৮-০৮-২৫ তারিখের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড়।
🔖 শুধু পড়া নয় — সঠিক গাইডলাইন, ফলোআপ, যত্ন আর সাহসই সাফল্যের আসল চাবিকাঠি।যেটা আমরা তোমাদের দিব ইনশাআল্লাহ 💚

রাজশাহী বোর্ড ২০২৫ মনে হচ্ছে এই বছর দ্বিতীয় পত্রে কোন ভুল নাই। অল্প কিছু প্রশ্ন তর্ক বিতর্ক আছে এইটুকু সময় থাকা স্বাভা...
13/07/2025

রাজশাহী বোর্ড ২০২৫
মনে হচ্ছে এই বছর দ্বিতীয় পত্রে কোন ভুল নাই।
অল্প কিছু প্রশ্ন তর্ক বিতর্ক আছে এইটুকু সময় থাকা স্বাভাবিক।
যাক একটু শান্তি লাগছে।
তোমরা উত্তর মিলিয়ে নিও।
আমার মতে দুইটি উত্তরতর্কিত আছে ওই দুইটি প্রশ্নের বোর্ড দুইটাতেও নাম্বার দিতে পারে যে কোন একটিতেও নাম্বার দিতে পারে।

মাত্র এক ঘণ্টা সময় দিও। রেকর্ড করার আশা রাখিও না আজকে আমরা কিছু না সবগুলো অধ্যায় সূত্র লিখব তোমরা আমার সাথে লিখবা। আমি...
12/07/2025

মাত্র এক ঘণ্টা সময় দিও।
রেকর্ড করার আশা রাখিও না
আজকে আমরা কিছু না সবগুলো অধ্যায় সূত্র লিখব তোমরা আমার সাথে লিখবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি নিজে নিজে লিখলেও এক ঘন্টা লাগবে।
কাজে দিবে সবাই থেকো।

আমাদের প্রথম বর্ষের সকল ক্লাস আজকে থেকে যথাসময়ে রানিং। আগামীকাল বিকাল পাঁচটার ব্যাচ শুরু হবে। এরপর আর কোন ধরনের নতুন ব্...
12/07/2025

আমাদের প্রথম বর্ষের সকল ক্লাস আজকে থেকে যথাসময়ে রানিং।
আগামীকাল বিকাল পাঁচটার ব্যাচ শুরু হবে। এরপর আর কোন ধরনের নতুন ব্যাচ শুরু হওয়ার সুযোগ দিচ্ছি না আপাতত।
ধন্যবাদ।
দেখা হবে বিজয়ে।

10/07/2025

SSC রেজাল্ট নিয়ে টেনশন করো না।
কত মার্ক-এ, কি প্রিপারেশন নিবা! রেজাল্ট পর প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা

Engr. Ishtiak Kabir Ratul

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when RA Physics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RA Physics:

Share