SM Torab

SM Torab Hello Everyone,This Is Official Page Of SM Torab.Follow Here For More update About Me&My Content.

সকলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে। 🤲🤲🤲 জীবনের কতটা অনিশ্চয়তা। হয়...
21/07/2025

সকলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে। 🤲🤲🤲
জীবনের কতটা অনিশ্চয়তা। হয়তো হাস্যোজ্জ্বল চেহারায় ছেলে-মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে গিয়েছিলো বাবা-মা। তাদের অবস্থাটা চিন্তা করুন। ছোট ছোট ছেলে-মেয়ে, শরীরের অনেকাংশ পুড়ে গেছে, তাদের যন্ত্রণা অনুভব করুন। বাচ্চারা হয় তো কতকিছুই চিন্তা করে রেখেছিলো ভবিষ্যতে কি কি করবে, সবকিছু নিমিষেই শেষ।😰
হে আল্লাহ সবাইকে হেফাজত করুন ও ধৈর্য্য ধরার শক্তি দিন।

19/07/2025

"শেষ বিকেলের আলো"

রোদটা বিকেলের দিকে নরম হয়ে এসেছে। আকাশে হালকা কমলা রঙের ছোঁয়া। জানালার পাশে বসে আছে তানিয়া। তার চোখে অদ্ভুত শূন্যতা।

দরজায় কড়া নাড়ার শব্দ।
— কে?
— আমি, নাফিস।

তানিয়া চুপ করে রইল। নাফিস বলল,
— একটা কথা ছিল, বলবো?
— বলুন।

নাফিস থমকে দাঁড়াল, তারপর মৃদু হেসে বলল,
— তুমি জানো, তোমার হাসি না থাকলে এই শহরটা ফাঁকা লাগে।

তানিয়া তাকাল না, শুধু জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে বলল,
— শহরের আলো থাকে, মানুষ থাকে, তবু কারো অভাব থেকে যায়…

নাফিস কিছু বলল না। বিকেলের শেষ আলো নেমে এলো ঘরে। নীরবতার ভেতরেই দু’জনের চোখে জমে রইল অদ্ভুত এক অনুভূতি, যেটার কোনো নাম নেই।

বৃষ্টির দিন গুলো আসলে অনেক ভালো লাগে..!🌧️☔              #বৃষ্টি  #বৃষ্টিরছবি      #বৃষ্টিরদিন  #ভেজাপথ
15/07/2025

বৃষ্টির দিন গুলো আসলে অনেক ভালো লাগে..!🌧️☔


#বৃষ্টি #বৃষ্টিরছবি #বৃষ্টিরদিন #ভেজাপথ

বিকেলের নরম আলো, নদীর ঠাণ্ডা বাতাস আর কাঠের পুরনো নৌকার কণ্ঠস্বর যেন একসাথে বলছিল — "চলো, একটু দূরে যাই।"শহরের কোলাহল পে...
07/07/2025

বিকেলের নরম আলো, নদীর ঠাণ্ডা বাতাস আর কাঠের পুরনো নৌকার কণ্ঠস্বর যেন একসাথে বলছিল — "চলো, একটু দূরে যাই।"

শহরের কোলাহল পেছনে ফেলে আমি তখন এই ছোট্ট নৌকাটার বুকে, একা। সামনে শুধু নদীর বুক চিরে এগিয়ে চলা আর অজানা এক তীর। চোখের সামনে দূরের শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আর মনটা যেন হালকা হয়ে উড়ে যাচ্ছে।

এই নদী পার হলেই যেন আরেকটা পৃথিবী, যেখানে ছুটে চলার চাপ নেই, নেই লোকচক্ষুর হাজারটা প্রশ্ন। শুধু আছে শান্তি, স্রোতের শব্দ, আর নিজের সাথে নিজের দেখা হওয়ার একটা সুযোগ।

কখনো কখনো জীবনও ঠিক এরকম — একপাশে সব পরিচিত মুখ, আর অন্য পাশে একটুখানি সাহস নিয়ে অজানার দিকে পাড়ি দেওয়া।

চলো না, কিছুক্ষণ নিজেদের খুঁজে ফিরি নদীর বুকের ওপারে...

📸:- Samsung A53
📍:- Rajshahi padma River.

রাজশাহীর মুক্তমঞ্চ: যেখানে শহরটা শিল্প হয়ে দাঁড়ায় 🎭রাজশাহীর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ অথচ জীবন্ত ইতিহাস — মুক্...
29/06/2025

রাজশাহীর মুক্তমঞ্চ: যেখানে শহরটা শিল্প হয়ে দাঁড়ায় 🎭

রাজশাহীর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ অথচ জীবন্ত ইতিহাস — মুক্তমঞ্চ।
এই জায়গাটি শুধু ইট-কাঠের একটি স্টেজ নয়, এটি রাজশাহীর সংস্কৃতি, প্রতিবাদ আর প্রকাশের এক অবিচ্ছেদ্য প্রতীক।

এক সময়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিংবা শহরের শিল্পী-সাহিত্যিকরা যখন প্রতিবাদের ভাষা খুঁজতেন, তখন তারা এসেছিলেন এই মুক্তমঞ্চেই।
এখানে দাঁড়িয়ে হয়েছে গান, কবিতা, নাটক, এবং সভা — কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হয়েছে স্বাধীনতার গান, বিচারহীনতার প্রতিবাদ, কিংবা সমাজ বদলের আহ্বান।

আজও সন্ধ্যার পর দেখা যায়, কেউ গিটার হাতে গাইছে রবীন্দ্রসঙ্গীত, কেউ পাঠ করছে নতুন লেখা কবিতা। বাচ্চারা পাশে খেলছে, বয়স্করা গল্প করছে বেঞ্চে বসে।
এ যেন এক খোলা আকাশের নিচে সকল অনুভবের মেলবন্ধন।

রাজশাহীর যারা এখানে এসেছেন, তারা জানেন— মুক্তমঞ্চ কেবল একটি মঞ্চ নয়, এটি শহরের হৃদপিণ্ড। এখানে প্রতিদিন একটু করে গড়ে ওঠে আমাদের শিল্প, আমাদের মনন।

👉 আপনি কখনো গেছেন? যদি না গিয়ে থাকেন, এক বিকেলে চলে যান। কেবল কিছুক্ষণ বসে থাকুন। শহরের সবচেয়ে নীরব কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পাবেন।

📸:- Samsung A53
📍:- Rajshahi

📍 সিএনবি মোড়, রাজশাহীসবুজে মোড়ানো এক ব্যস্ত মোড়, যার প্রতিটি গাছ, প্রতিটি ছায়া যেন ইতিহাসের নীরব সাক্ষী।কেউ আসে তাড়াহুড়ো...
28/06/2025

📍 সিএনবি মোড়, রাজশাহী
সবুজে মোড়ানো এক ব্যস্ত মোড়, যার প্রতিটি গাছ, প্রতিটি ছায়া যেন ইতিহাসের নীরব সাক্ষী।
কেউ আসে তাড়াহুড়োতে, কেউ থামে একটু নিঃশ্বাস নিতে।
রিকশার ঘণ্টি, মোটরের শব্দ আর গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ—সব মিলে একটা শহরের জীবন্ত স্পন্দন।
এই মোড় শুধু রাস্তার মোড় না,
এটা রাজশাহীর প্রাণের মোড়।

#রাজশাহী #সিএনবিমোড় #শহরেরগল্প #প্রকৃতি_ও_প্রাণ

Good Morning Everyone. 🌅
28/06/2025

Good Morning Everyone. 🌅

আমার মত কে কে আকাশ ভালবাসেন..?🫰💕 📸:- Samsung A53 📍:- পদ্মা পাড়, রাজশাহী।
28/06/2025

আমার মত কে কে আকাশ ভালবাসেন..?🫰💕

📸:- Samsung A53
📍:- পদ্মা পাড়, রাজশাহী।

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Torab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Torab:

Share

Category