Touch Of Trisha

Touch Of Trisha My Daily lifestyle

ইতালিতে পেয়াজের খোসা বিক্রি হয়।পৃথিবীতে কোন কিছুই ফেলনা না। আপমার কাছে যা ফেলনা খোঁজ নিয়ে হয়ত দেখবেন পৃথিবীর কোন না কোন ...
07/04/2024

ইতালিতে পেয়াজের খোসা বিক্রি হয়।পৃথিবীতে কোন কিছুই ফেলনা না। আপমার কাছে যা ফেলনা খোঁজ নিয়ে হয়ত দেখবেন পৃথিবীর কোন না কোন প্রান্তে এটা বয়ে আনে মিলিয়ন ডলার 😊😊

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পেঁয়াজ খোসা দিয়ে কি করা হয়। এটা ব্যবহার শুনলে, আপনি বলবেন এত কাজে লাগে..!😯😯😯

♦️রান্নার সময় এটা ব্লেন্ড করে ব্যবহার করা হয়.. রান্নার সুন্দর কালার আনার জন্য।
♦️ ইতালি তে বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিয়ে রাখে এবং পরে এটা দিয়ে রেসিপি তৈরি করে।
♦️ন্যাচারাল ডাই তৈরীতে পেঁয়াজ খোসা ব্যবহারিত হয় ।
♦️ এটা ভিজিয়ে অনেকে চুলে ব্যবহার করে থাকে।
♦️গাছের গ্রোথ বৃদ্ধিতে ব্যবহার করা হয়।

আরও হয়ত থাকতে পারে, যা আমার জানার বাহিরে.. সো কোন পন্যই ফেলনা নয়।

(Collected)

03/01/2024
Mackover done by MeBride :Antunisha
21/09/2023

Mackover done by Me

Bride :Antunisha

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
17/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

একটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ

(Collect)

বৃষ্টির দিনে কফি আড্ডায়😎
13/08/2023

বৃষ্টির দিনে কফি আড্ডায়😎

Hindu Bride : srabonyMackover : me Trisha
13/08/2023

Hindu Bride : srabony
Mackover : me Trisha

Bride: BadhonMackover : me Trisha
12/08/2023

Bride: Badhon

Mackover : me Trisha

Yellow BrideMackover by : Me TrishaBride : Badhon
12/08/2023

Yellow Bride
Mackover by : Me Trisha
Bride : Badhon

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Touch Of Trisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Touch Of Trisha:

Share