
07/04/2024
ইতালিতে পেয়াজের খোসা বিক্রি হয়।পৃথিবীতে কোন কিছুই ফেলনা না। আপমার কাছে যা ফেলনা খোঁজ নিয়ে হয়ত দেখবেন পৃথিবীর কোন না কোন প্রান্তে এটা বয়ে আনে মিলিয়ন ডলার 😊😊
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পেঁয়াজ খোসা দিয়ে কি করা হয়। এটা ব্যবহার শুনলে, আপনি বলবেন এত কাজে লাগে..!😯😯😯
♦️রান্নার সময় এটা ব্লেন্ড করে ব্যবহার করা হয়.. রান্নার সুন্দর কালার আনার জন্য।
♦️ ইতালি তে বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিয়ে রাখে এবং পরে এটা দিয়ে রেসিপি তৈরি করে।
♦️ন্যাচারাল ডাই তৈরীতে পেঁয়াজ খোসা ব্যবহারিত হয় ।
♦️ এটা ভিজিয়ে অনেকে চুলে ব্যবহার করে থাকে।
♦️গাছের গ্রোথ বৃদ্ধিতে ব্যবহার করা হয়।
আরও হয়ত থাকতে পারে, যা আমার জানার বাহিরে.. সো কোন পন্যই ফেলনা নয়।
(Collected)