06/05/2023
রাজশাহী বিভাগীয় আদিবাসী ছাত্র-যুব পরিষদ'র প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় আদিবাসী ছাত্র ও যুব পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই মে শুক্রবার সকাল ১১টায় আদিবাসী ছাত্র ও যুব পরিষদের একটি মিছিল নিয়ে নাটোরের প্রধান প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে আলাইপুরে এসে সমাপ্ত হয়।
পরে নাটোরের আলাইপুরের মুসলিম ইন্সটিটিউট হলরুমে জাতীয় আদিবাসী ছাত্র ও যুব পরিষদ পরিষদের উদ্যোগে রাজশাহী বিভাগীয় ছাত্র-যুব প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় ছাত্র ও যুব প্রতিনিধি সভায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে এবং আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বৃহত্তর ঢাকা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সহ- সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস, বগুড়া জেলা সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, সহ-সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস (বাবু), সহ-সাধারণ সম্পাদক পাবনা জেলা অরুন মালী।
আরো বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ এর নেতৃত্ববৃন্দ।
আদিবাসী যুব পরিষদ: সিরাজগঞ্জ জেলা কমিটির সভপতি পরেশ সিং, নাটোর জেলা সভাপতি পরিতোষ মুন্ডা, সাধারণ সম্পাদক সুজিত কুমার তেলী, পাবনা জেলা কমিটির আহ্বায়ক মিঠুন রবিদাস, তাপস মুরারী প্রতিনিধি চৈত্রহাটি সিরাজগঞ্জ জেলা, নওগাঁ জেলা কমিটির সভাপতি সুজিত পাহান।
আদিবাসী ছাত্র পরিষদ:
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, তথ্য ও প্রচার সম্পাদক পলাশ পাহান, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চৈতন্য সিং, বগুড়া জেলা কমিটির আহ্বায়ক সুজন কুমার রাজভর, সদস্য সচিব সাগর কুমার সিং, নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, নাটোর জেলা সভাপতি আঁখি পাহান, সাধারণ সম্পাদক তপু এক্কা, পাবনা জেলার আহ্বায়ক অপুর্ব সিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক লখিন সরদার, সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার, রাজশাহী মহানগর এর আহ্বায়ক প্রশান্ত মীর প্রমুখ
বক্তারা বলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি আগামী ৯ জুলাই ২০২৩ তারিখে রাজশাহীর বিভাগের নওগাঁর নওহাটা মোড় ও রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড় অবরোধ কর্মসূচিকে সফল করার লক্ষে রাজশাহী ও রংপুর বিভাগীয় ছাত্র-যুব প্রতিনিধি সভার অংশ হিসেবে নাটোরে রাজশাহী বিভাগীয় এই ছাত্র-যুব সভা। ৯ জুলাইয়ের অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য আদিবাসী ছাত্র এবং যুব পরিষদের জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়সহ সকল কমিটির সম্মেলন আগামী মাসের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়।
একই সাথে সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা বহাল রাখার জন্য তীব্র আন্দোলন সংগ্রাম জোরদার গড়ে তোলার আহবান জানানো হয়। ৯ জুলাইয়ের অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য আগামী ৩০ মে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল আয়োজন করার সিদ্ধান্ত হয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের ভূমি কমিশন ও স্বাধীন মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানানো হয় ছাত্র যুব প্রতিনিধি সভায়।