Tuhin Hossain

Tuhin Hossain Unpublished Diary

HSC & University Admission Test/Primary/BCS Preliminary Guidelines related post পেতে পেইজটি ফলো করতে পারেন।ধন্যবাদ❤️

Personal FB ID Link: https://www.facebook.com/mdtuhin.hosen.568

13/01/2026

বাসের ভিতরে বসে হিজিবিজি ভিডিও করে ইডিট ছাড়াই পোস্টালাম!🙃

13/01/2026

💥 Fluency Magic – Tongue Twisters 💥

💥 01. Top Cup, Cup Top.
ঠপ খাপ খাপ ঠপ।

💥 02. Tom tied a torn tie.
ঠম ঠাইডা ঠন ঠাই।

💥 03. Two toads totally tired today.
ঠু ঠুইয়াডজ ঠোঠালি ঠায়ার্ড ঠুডেই।

💥 04. Carlos kicks a curly corner kick.
খালুস খিখস আ খালি খনা খিখ।

💥 05. Papa Popy pets a pretty parrot.
ফাফা ফফি ফেঠস আ ফ্রিঠি ফ্যারোঠ।

💥 06. Keenly cleaning copper kettles.
খিনলি ক্লিনিং খফা খ্যাঠেলস।

💥 07. Totally terrific arctic tongue twister.
ঠোঠালি ঠ্যারিফিখ আখঠিখ ঠাং টুইস্টা।

💥 08. The Sixth sick Sheikh's Sixth Sheep's sick.
দ্যা ছিক্সথ ছিখ শেইখস ছিক্সথ শিপছ ছিখ।

💥 09. Ken quiet like Kate. Kate doesn't care for ken.
খেন খোয়াইঠ লাইখ খেইঠ, খেইঠ ডাজেষ্ঠ খেয়া ফ খেন।

💥 10. Pull the puppy and pick the pen to poke the porter.
ফুলদা ফাফি এ্যান্ড ফিখদা ফেন ই ফোখ দা ফৌঠা।

💥 11. A cup of proper coffee in a copper coffee cup.
আ-খাপ অফ ফ্রোফা খফি ইনা খফা খফি খাপ।

💥 12. Hi-tech travelling tractor-trailer truck tracker.
হাই-ঠেখ ট্র্যাভেলিং ঠ্যাখঠ-ঠেইলা ঠাথ ঠ্যাখা।

💥 13. Peter piper picked a peck of pickled peppers.
ফিঠা ফাইফা ফিখড আ ফিখ অফ ফিখেন্ড ফিফাস।

💥 14. Pick-pocketing in public transport portraits a painful picture.
ফিখ-ফখেঠিং ইন ফাবলিখ ট্রান্সফোঠ ফোঠেইস্ আ ফেইনফুল ফিখচা।

💥 15. Thirty thousand thirsty snakes thirstily drank three thousand lakes.
থাঠি থাউজেন্ড থাস্টি স্ন্যাক্স থাস্টলি ড্র্যাংখ থ্রি থাউজেন্ড লেইখস।

💥 16. My sister sells silk shirts, but Mr. Fister's sister doesn't sell silk shirts.
মাই ছিস্টা ছেলছ ছিলখ শাঠছ, বাঠ মিস্টা ফিস্টা'স ছিস্টা ডাজেষ্ঠ ছেল ছিলখ শাঠছ।

💥 17. She sells seashells by the seashore; the shells she sells are surely seashells.
শি ছেল ছিশেলছ বাই দা ছিশো, দা শেল্প শি ছেলছ আ শিওরলি ছি শেলছ।

💥 18. The thirty-three thieves thought that they thrilled the throne throughout Thursday.
দা থাঠি-থ্রি থিভস্ থঠ দ্যাঠ দেই গ্রিলড দা থ্রোন থ্রোআউঠ থাজডেই।

💥 19. Picture of prominent poet P.B. Shelley portraits the perfect perfection of poetry arena.
ফিখচার অফ ফ্রোমিনেষ্ঠ ফয়েঠ ফি.বি. শেলী ফোঠেইঠস দা ফাফেখঠ ফাফেখশন অফ ফয়েত্রি এ্যারিনা।

💥 20. Mr. Tongue twister tried to train his tongue to twist and turn to learn the letter "T".
মিস্টা ঠাং টুইস্টা ব্রাইড ই ট্রেইন হিজ ঠাং টু টুইস্ট এ্যান্ড ঠান ঠু লান দা লেঠা "ঠি"।

💥 21. Papa, Please pay the payable payment of pen, paper and pencil to the paper house.
ফাফা, ফ্রিজ ফেই দ্যা ফেইবল ফেইমেষ্ঠ অফ ফেন, ফেইফার এ্যান্ড ফেনসিল ঠু দা ফেইফা হাউজ।

💥 22. Take the total team in the tea garden to take the taste of every tea spoon of tea in the tea-time.
ঠেইখ দা ঠোঠাল ঠীম ইন দা ঠী গাডেন ঠু ঠেইখ দা ঠেইস্ট অফ এভরি ঠি স্পুন অফ ঠি ইন দা ঠি-ঠাইম।

💥 23. Canadian Coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians.
খ্যানেইডিয়ান খফি হাউজ খেই, এফ, সি খ্যাফেইন ফ চখোলেইঠ খেইখ ইন খ্যামবোডিয়া। খ্যাফেইন খ্যাচেছ দা খনসেনঠেইশন অফ খ্যামবোডিয়ানস।

💥 24. Power Plant produces more power to provide the better service for public. So to produce more power connection publicly. Public private entrepreneurship is profitable.
ফাওয়া ফ্লাষ্ট ফ্রোডিউসেস মো ফাওয়া ই ফ্রোভাইড দা বেঠা সাভিস ফ ফাবলিখ, সো ই ফ্রোডিউস মো ফাওয়া খানেখশন ফাবলিখলি, ফাবলিখ ফ্রাইভেঠ অস্ট্রফ্রেনিওরশিপ ইজ ফ্রোফিঠেইবল।

💥 25. Pronouncing Tongue twister 'T' is a tough task, talented teacher technically teach the 'T' sound when talk by using "T".
ফ্রোনাউনসিং ঠাং টুইস্টা "ঠি" ইজা ঠাফ ঠাস্ক ঠ্যালেষ্ঠেড ঠিচা দেখনিখ্যালি ঠিচদা "ঠি" সাউন্ড ওয়েন ঠখ বাই ইউজিং "ঠি"।

💥 26. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival.
খ্যাফিঠাল সিঠি খায়রো ইজ ব্রাউডেড উইথ খিডস ঠু খমপিঠ ইন ব্রিখেঠ ঠুনামেষ্ঠ। দা খেয়ারঠেইখা অব খায়রো আরেইঞ্জেস আ খানিভাল ফ দা ডেই। দেই খল ইঠ দা রেড খাফিঠ খানিভাল।

💥 27. A pair of paper paves the panic of pathetic pair in the past parliament. In paragraph the party pass with a passion patiently to patronize the perish park and parlor which were the part of commitment that written in the page of payable parcel paper.
আ ফেইয়ার অফ ফেইফা ফেইভস দা ফ্যানিখ অব ফ্যাথেঠিখ ফেইয়ার ইনদা ফাস্ট ফালিয়ামেষ্ঠ ইন ফ্যারাগ্রাফ দা ফাঠি ফাস উইথ আ ফেইশন ফেইশেষ্ঠলি টু ফ্যাঠোনাইজ দা ফেরিশ ফার্থ এ্যান্ড ফালর উইচ ওয়া দা ফাঠ অফ খমিঠমেষ্ঠ দ্যাঠ রিঠেন ইন দা ফেইজ অফ।

💥 28. Telephone used for telemarketing and telesales the toiletries in Taiwan. Taiwan has tendency the telemarketing television temporarily. The temperature of Taiwan is ten time after time. Table-tennis is popular in Taiwan.
ঠেলিফোন ইউজড ফ ঠেলিমাখেঠিং এ্যান্ড ঠেলিসেলস দা ঠয়লেট্রিজ ইন তাইওয়ান। তাইওয়ান হ্যাজ ঠেনডেনসি দা ঠেলিমাখেঠিং ঠেলিভিশন ঠেস্ফোরারিলি। দা ঠেম্পারেইচার অফ ঠাইওয়ান ইজ ঠেন ঠাইম আফঠা ঠাইম। ঠেইবল নিস ইজ ফফিউলার ইন ঠাইওয়ান।

💥 29. Always be cool. Don't have ego with friends and family. Give up hurting individuals. Just keep loving mankind. Never omit prayers. Quietly remember God. Speak the truth. Use valid words. Xpress your zeal.
অলয়েজ বি খুল। ডোেষ্ঠ হ্যান্ড ইগো উইথ ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামলি। গিভআপ হাঠিং ইনডিভিজুয়ালস। জাস্ট খিপ লাভিং ম্যানখাইন্ড। নেভার অমিঠ ফ্রেইয়াস। খোয়াইঠলি রিমেম্বা গড। স্পিখদা ট্রুথ। ইউজ ভ্যালিড ওয়াডস। এক্সপ্রেস ইও জিল।

💥 30. If you understand, say "understand". If you don't understand, say "don't understand". But if you understand and say "don't understand" or if you don't understand and say understand How do I understand? That you understand. Do I make you understand?
ইফ ইউ আন্ডাস্ট্যান্ড, সেই আন্ডাস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ঠ আন্ডাস্ট্যান্ড, সেই ডোন্ঠ আন্ডাস্ট্যান্ড। বাঠ ইফ ইউ আন্ডাস্ট্যান্ড এ্যান্ড সেই ডোন্ঠ আন্ডাস্ট্যান্ড, অর ইফ ইউ ডোন্ঠ আন্ডাস্ট্যান্ড এ্যান্ড সেই আন্ডাস্ট্যান্ড। হাউ ডু আই আন্ডাস্ট্যান্ড? দ্যাঠ ইউ আন্ডাস্ট্যান্ড, ডু আই মেইখ ইউ আন্ডাস্ট্যান্ড?

💡 Tips for Practice:
প্রতিটি Tongue Twister ১ নিঃশ্বাসে ১০ বার বলার চেষ্টা করুন।
©

13/01/2026

আপনার পড়াশোনা ভালোভাবে না হওয়ার প্রধান কারণ মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া?

জ্বি। সমাধান কী? কি করবো বুঝতে পারছি না।

সমাধান আছে।

বলেন দ্রুত।

সংক্ষেপে বলি-
আপনার পড়াশোনার পথে যদি প্রধান বাধা হয়ে থাকে এই মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া, তাহলে উপায় একটাই- আর তা হলো, সকল সোশ্যাল মিডিয়া ফোন থেকে ডিলিট করে দিতে হবে।

এটাই একমাত্র সমাধান। এছাড়া আমার কাছে আপাতত আর কোনো সমাধান নেই।

কিন্তু, আমার দরকার আছে যে। বিভিন্ন নোটিশ দেখতে হয়। এগুলো ফেইসবুকে ছাড়া পাওয়া যায় না। এটাই বড় সমস্যা। এজন্য ফেইসবুকে থাকা লাগে। আর এজন্যই অনেক সময় নষ্ট হয়ে যায়। সহজে ফেইসবুক থেকে বের হতে পারিনা।

তাহলে একটা বুদ্ধি দিই- আপনার যদি প্রতিদিন ফেইসবুকে জরুরি প্রয়োজন না থাকে, তাহলে ৩/৫ দিন পরপর ফেইসবুক ইনস্টল করবেন। নোটিশ দেখবেন। ১/২ ঘন্টার মধ্যে ফেইসবুক থেকে বের হয়ে যাবেন, আবার ডিলিট করে দিবেন।

আর যদি প্রতিদিনই দেখা লাগে, যদি জরুরি হয়, তাহলে প্রতিদিন রাতে শুধু যতটুকু সময় দরকার, ফেইসবুক ইনস্টল দিয়ে দেখে আবার ডিলিট করে দিবেন।

এক্ষেত্রে আপনি ফেইসবুক লাইট অ্যাপ ইউজ করতে পারেন। কম সময়ে সবকিছু করতে পারবেন।

আর যদি, ফেইসবুকে তেমন জরুরি প্রয়োজন না থাকে, তাহলে ১০/১৫ দিন পরে একবার ঢুকতে পারেন। তাহলে দেখবেন এই আসক্তি কেটে গেছে। দেখতে পারেন একবার।

আপনি যদি সত্যিই ভালোভাবে পড়াশোনা করতে চান, সত্যিই যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, সত্যিই যদি ভালো চাকরি পেতে চান, সত্যিই যদি বিসিএস ক্যাডার হতে চান, তাহলে আপনাকে এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। সবকিছু পরিত্যাগ করে পড়াশোনা করাই লাগবে। এছাড়া উপায় নেই।

আপনার মেধার চেয়ে আপনার পরিশ্রম, হার্ড-ওয়ার্ক বেশি জরুরি। পরিশ্রমীদের কাছে অনেক মেধাবীরা পরাজিত হয়।

সুতরাং, আপনাকে জিততে হলে আপনাকে এগুলো ছাড়তেই হবে। আপনার নিজেকে কন্ট্রোল করতেই হবে। নিজেকে কন্ট্রোল করতে না পারলে, ভালোকিছু করা সম্ভব নয়।

চেষ্টা করেন, পারবেন, ইন শা আল্লাহ।
শুভকামনা আপনার জন্য! 🌹🧡

✍️ Tuhin Hossain
Student,
University of Rajshahi

চেষ্টা ছাড়বেন না। চেষ্টা চালিয়ে যান। ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন। যত বার ব্যর্থ হবেন, তত বার চেষ্টা করবেন।চেষ্টা করতে...
12/01/2026

চেষ্টা ছাড়বেন না।

চেষ্টা চালিয়ে যান। ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন। যত বার ব্যর্থ হবেন, তত বার চেষ্টা করবেন।

চেষ্টা করতে থাকেন, দেখবেন হারতে হারতে জেতা শুরু করেছেন। তখন আর হারবেন না।

শুভকামনা! 🌹🤎

✍️ Tuhin Hossain
University of Rajshahi

12/01/2026

ফেইসবুক থেকে কোনোভাবেই বের হতে পারছেন না?

ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, দুনের অধিকাংশ সময়ই কি এই ফেইসবুকে আপনার সময় চলে যাচ্ছে?

আপনি কি রিলস্ দেখায় আসক্ত হয়ে গেছেন?

রিলস্ না দেখলে শান্তি লাগে না?

আপনার পড়াশোনা ঠিকমতো হচ্ছে না?

কমেন্টে জানান?

সমাধান দেওয়ার চেষ্টা করবো!

Tuhin Hossain
Student,
University of Rajshahi

11/01/2026

একমাত্র মোবাইল-ই কি আপনার পড়াশোনার পথে প্রধান বাধা?

শুধু মোবাইলের কারণে আপনি আপনার পড়াশোনাটা ভালোভাবে গুছিয়ে নিতে পারছেন না?

নাকি, মোবাইলে থাকা কিছু অ্যাপস্ আপনার পড়াশোনার সময় খেয়ে নিচ্ছে?

নাকি, কেউ আপনাকে/আপনার সময় খেয়ে নিয়ে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে?

আসলে বিষয়টা কী?

চলেন একটু এই বিষয়ে আলাপ করা যায়।

ওকে। শুরু করেন।

আপনি একজন স্টুডেন্ট/ভর্তি পরিক্ষার্থী / চাকরি প্রার্থী। রাইট?

হ্যাঁ।

আপনার প্রধান দায়িত্ব কী?
পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া আর কিছু করা যাবে না?
কেন যাবেনা?

আপনি একজন স্টুডেন্ট/চাকরি প্রার্থী/ বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার্থী হিসেবে আপনার প্রধান দায়িত্ব হলো পড়াশোনা করা। এর পাশাপাশি আপনার অনেক জরুরি কাজ থাকতেই পারে। সেগুলো অবশ্যই করতে হবে।

কিন্তু, সবসময় মাথায় রাখতে হবে আপনার প্রধান কাজ পড়াশোনা করা। মানে আপনার সাব-কনশাস মাইন্ড যেন সবসময় পড়াশোনা নিয়েই ভাবে।

যদি এটা পারেন, তাহলে অন্য কিছু আপনার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

মোবাইল কেন আপনার পড়াশোনার পথে প্রধান বাধা হয়ে দাড়িয়েছে?

কারণ - আপনার ব্রেইন সবসময় কমফোর্টজোনে থাকতে চায়।

মানে?

মানে হলো, আপনি যদি কোনো কাজকে গুরুত্বপূর্ণ মনে না করেন, আপনার যদি কোনো চাপ না থাকে, আপনি যদি নিজেকে কোনো কাজে ব্যস্ত না রাখেন- তাহলে আপনার ব্রেইন যেটা করতে আরামবোধ করবে, সেটাই আপনি করতে বাধ্য হবেন।

ধরেন, আপনার পরিক্ষা ১৫ তারিখে। আজকে ১১ তারিখ। আপনার ব্রেইন মনে করবে, পরিক্ষা তো ১৫ তারিখ। আজকে কেবল ১১ তারিখ। এখনো ৪ দিন সময় আছে। আজকে থাক, কালকে পড়ব।

মানে, আপনার ব্রেইন কোনো চাপ মনে করবে না। সে ভাববে, এখন একটু ফেইসবুকে যায়, রিলস্ দেখি। রাতে একটু পড়বো।

এভাবে যখন রাত আসবে, তখন কোনো না কোনো কারণ দেখিয়ে আপনাকে বোঝাবে যে, এখন পড়তে ভালো লাগছে না। সময় তো আছে। থাক সকালে পড়ব।

এভাবে আপনাকে টাকা ধার নেওয়ার পরে দিবে দিবে বলে ঘুরাবে শুধু। 😀 আর আপনার পড়াশোনা হবে না।

আপনি খেয়াল করলে দেখবেন, পরিক্ষার আগের রাতে বা সকালে আপনার ব্রেইন ঠিকই পড়তে চাইবে।

কেন?
কারণ - তখন আর সময় নেই। কিছুক্ষণ পরেই পরিক্ষা। তখন এটা স্বাভাবিকভাবেই আপনার ব্রেইন ধরে নিবে যে, এখন একটু পড়তে হবে। জরুরি।

তখন কিন্তু আপনি রিলস্ দেখেন না। কী, সত্যি বলছি না.??

সেটা ঠিক জানিনা। কিন্তু, এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে, তাই ভাবলাম আপনার ক্ষেত্রেও হয়ত এরকমটা হয়ে থাকে।
হয় কি না কমেন্টে জানাবেন।😀

যাইহোক, বুঝলাম।
এখন সমাধান কী?
আচ্ছা, সমাধান আছে।
তো বলেন তাড়াতাড়ি, পড়তে বসব।😀

আচ্ছা, পড়তে মন চাচ্ছে?
হ্যাঁ। সাবাস!👏

সমাধান হলো-
আপনার প্রধান কাজ যেহেতু পড়াশোনা করা। তাই আপনার উচিত সকল সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেওয়া অনির্দিষ্টকালের জন্য।

একটা কাজ করতে পারেন-
কী কাজ?

মনে করেন, প্রথমে আপনি ফেইসবুক ডিলিট করে দিলেও কয়েকদিন পরে আবার ইনস্টল করতে মন চাইবে। সেক্ষেত্রে, আপনি ৩/৫/৭ দিন পরপর ইনস্টল করবেন, একদিন কয়েকঘন্টা বয়বহার করবেন। আবার ডিলিট করে দিবেন।

এভাবে আস্তে আস্তে দেখবেন, ১৫ দিন হয়ে গেলেও আপনার ব্রেইন আর এটাতে কমফোর্ট ফিল করবে না। তখন পড়াশোনায় অভ্যস্ত হয়ে যাবেন।

আপনি এটার বাইরে থাকলে আস্তে আস্তে এটা আপনার কাছে তেমন একটা ভালে লাগবে না।

হ্যাঁ, এটাই সমাধান বলে মনে হচ্ছে আমার কাছে।
আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন?
ও হ্যাঁ। কিছুটা বুঝেছি। তবে, খুব ভালো বুঝতে পারছি না।

যাকগে, একটু হলেও তো বুঝছেন। মানে, একটু হলেও আপনাকে উপকার করতে পারছি। এটাই বড়।

এবার কথা মতো চলা শুরু করে দেন, নাকি?
হ্যাঁ।
এই দাড়ান দাড়ান-🖐️
জ্বি, বলেন?
আপনি তো এখন ফেইসবুক থেকে চলে যাবেন।
তো, নিজেই নিজেই শিখলেন?
আর কাওকে হেল্প করবেন না?
কীভাবে?
এই পোস্টটা শেয়ার দিয়ে চলে যান। তাহলে অন্যদেরও হেল্প হবে।
আচ্ছা। ধন্যবাদ।

আপনার জন্যও শুভকামনা। ৭/১০/১৫ দিন পরে আবার আইসেন। ঠিক আছে।

আসসালামু আলাইকুম।

✍️ Tuhin Hossain
Student,
University of Rajshahi

09/01/2026

এই গল্পটা পড়লে হয়তো আপনি নতুন করে বাঁচতে শিখবেন-

১০০ বছর বেঁচে থাকা যায় না, যদি প্রতিদিনের জীবনটাই না হয় শান্ত।

শহর থেকে অনেক দূরের গ্রামের এক কোণে ছিল একটা ছোট কুঁড়েঘর।
সেখানে থাকতেন এক বৃদ্ধ—সবাই তাকে ডাকত আব্দুল কাকা নামে।
বয়স? কেউ বলে ৯০, কেউ বলে ১০৫।

কিন্তু আশ্চর্য বিষয়—তার চোখে এখনো আলো, মুখে হাসি, পায়ে শক্তি, আর মনে শান্তি।

একদিন এক তরুণ ডাক্তারকে ‘Curiosity’ নিয়ে গেলাম তার কাছে।
বললাম—কাকা, আপনি এত বছর কীভাবে এত তরতাজা আছেন?”

তিনি হেসে বললেন,
— “বাবা, শরীর নয়, আগে মন বাঁচাতে হয়। শরীর তো মনে চালিত।”
আর দেরি না করে, আমি খাতায় লিখতে শুরু করলাম—

১. শরীর নয়, কোষকে বাঁচাও—
তিনি বললেন, “আমি রাত ১০টার মধ্যে ঘুমাই, ভোরে ফজরের আজানে উঠি।
ঘুমই আমার ঔষধ।”

সপ্তাহে দুই দিন দুপুরে না খেয়ে শুধু পানি খাই—“খালি পেটে শরীর পুরনো ময়লা ফেলে দেয়,” বললেন তিনি।
চিনি?
“চিনি মানে বিষ—আমার নাতি চিনি খায়, আমি খেজুর খাই।”

২. ‘Silent killer’ তিনটা এড়াও—
“রাগ, চিন্তা আর ভয়—এই তিনটা জিনিস মানুষকে বুড়ো করে দেয়।
রক্তচাপও তাই বাড়ে।”

৩. প্রাকৃতিক খাবারই আসল ওষুধ—
তার দুপুরের খাবার: ভাত, সবজি, মাছ, জলপাই তেল, রসুন।
বললেন, “খাবার যদি প্যাকেটের ভিতরে আসে, তা আমার নয়।”

৪. মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা—
প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে ধ্যান করতেন।
বললেন, “ক্ষমা করলেই শরীর হালকা হয়।
যে রাগ পোষে, সে নিজের আয়ু কমায়।”

৫. শরীর নড়াচড়া করো—
তিনি হাঁটতেন প্রতিদিন ৫-৬ কিলোমিটার, কারও সঙ্গ ছাড়াই।
বললেন, “যে শরীর চলে না, সে মনেও থেমে যায়।”

৬. রক্ত পরিষ্কার রাখো—
সকালে লেবুর পানি, রাতে গরম পানি।
ওমেগা-৩ খাবার তার নিয়মিত।
বছরে একবার করে চেকআপ করান।

৭. ভালোবাসা ও সম্পর্ক—
বৃদ্ধ হলেও স্ত্রীকে “আমার জীবনের শান্তি” বলে ডাকতেন।
পরিবারের সবাই তার চারপাশে হাসতো।
তিনি বললেন, “যে ভালোবাসা পায় না, সে ওষুধেও বাঁচে না।”

৮. প্রকৃতির সাথে সংযোগ রাখো—
প্রতিদিন ভোরে উঠেই উঠোনে গাছপালা ছুঁতেন।
“প্রকৃতি আমার ডাক্তারের মতো,”
বললেন তিনি।

৯. শেখা বন্ধ করো না—
৯৫ বছর বয়সেও কোরআন ওষুধের মতো পড়তেন।
“যে শেখা থামায়, সে মরতে শুরু করে।”

১০. আত্মিক শান্তি ও কৃতজ্ঞতা—
“আমি প্রতিদিন আল্লাহকে ধন্যবাদ দিই—আজও চোখে আলো আছে, পায়ে হাঁটতে পারি।”

তার চোখে তখন এমন এক আলো, যা শত ওষুধেও পাওয়া যায় না।

শেষে তিনি বললেন,
“মানুষ মরতে ভয় পায়, কিন্তু আমি প্রতিদিন নতুনভাবে বাঁচি।”

আমি নীরবে মাথা নোয়ালাম।
বুঝলাম—
দীর্ঘায়ুর রহস্য কোনো ওষুধে নয়, বরং জীবনের নিয়মে লুকিয়ে আছে।

☞ শেষে বিদায়ে—
“ঘুম + প্রাকৃতিক খাবার + ব্যায়াম + শান্ত মন + কৃতজ্ঞ আত্মা”
১০০ বছরেরও বেশি জীবন যদি আল্লাহ পাক কবুল করেন।©

Tuhin Hossain

It’s Ok, Liza!🙂লিজার কথা মনে আছে তো?আপনি ক্যাডার না হইতে পারলে লিজার রিপ্লাইও পাবেন না!ক্যাডার হইলে লিজা নিজেই আপনাকে মে...
09/01/2026

It’s Ok, Liza!🙂

লিজার কথা মনে আছে তো?

আপনি ক্যাডার না হইতে পারলে লিজার রিপ্লাইও পাবেন না!
ক্যাডার হইলে লিজা নিজেই আপনাকে মেসেজ দিবে। লিজার আম্মু/আব্বুও আপনাকে কল দিবে।

এখন লিজার পিছনে ঘুরে সময় নষ্ট করলে লিজাকেও পাবেন না, ক্যাডারও হতে পারবেন না।

আগে ক্যাডার হওয়ার চেষ্টা করেন। ক্যাডার হলে লিজাকেও পাবেন, সবই পাবেন।
ধন্যবাদ, লিজা!🙂
It’s Ok. 🙂

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মাণাধীন হল!সবচেয়ে সুন্দর। 💜
09/01/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মাণাধীন হল!
সবচেয়ে সুন্দর। 💜

08/01/2026

AB+ Blood লাগবে। ইমার্জেন্সি। স্থান- ঝিনাইদহ। কেউ দিতে পারলে জানাইয়েন।

08/01/2026

ভালো কিছু অর্জন করতে হলে আপনাকে বেশ কিছু বিষয় পরিত্যাগ করতে হবে -

আপনি হয়ত জানেন, ভালো জিনিসের মূল্য একটু বেশি। বাজারে গেলে দেখবেন, অন্যান্য মাছের চেয়ে ইলিশের মূল্য বেশি। এক কেজি তেলাপিয়া/পাঙ্গাশ মাছ কিনতে আপনার ২০০/৩০০ টাকা লাগলেও, এক কেজি ইলিশ মাছ কিনতে হলে আপনাকে ১০০০/১২০০/১৫০০ টাকা লাগে।

একইভাবে, আপনি ভালো কোনো জায়গায় যেতে চান, ভালো কোনো কিছু পেতে চান, ভালো কোনো কিছু অর্জন করতে চান, সেজন্য আপনাকে একটু বেশি মূল্য দিতে হবে।

কেমন?

মনে করেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান।

অথবা, মনে করেন, আপনি বিসিএস ক্যাডার হতে চান, সরকারি যেকোনো চাকরি পেতে চান, তাহলে আপনাকে একটু বেশি মূল্য দিতে হবে।

সহজে এগুলো পাবেন না। কারণ, এগুলো দামি, মূল্যবান
এগুলো পাওয়ার জন্য লাখ লাখ মানুষ চেষ্টা করে। সহজে পাওয়া যায় না।
আচ্ছা বুঝলাম। কিন্তু, এগুলোর জন্য আবার বেশি মূল্য দিতে হয় কিভাবে?

এটা বুঝলেন না?
না।

আচ্ছা -
আপনি বিসিএস ক্যাডার হতে চান। আপনার সাথে আরও চার লাখ ক্যাডার হতে চায়। কিন্তু, হতে পারবেন মাত্র ২০০০ মানুষ।

মানে, চার লাখের মধ্যে যারা সবচেয়ে বেশি মূল্য দিতে পারবে, তারাই ক্যাডার হতে পারবে। বাকিরা পারবে না।
এখন, আপনাকে ক্যাডার হতে হলে অবশ্যই বেশি মূল্য দেওয়া ২০০০ এর মধ্যে থাকতে হবে। রাইট?
ইয়েস!

বুঝতে পেরেছেন?
জ্বি। কিন্তু...?

হ্যাঁ, বুঝেছি। বলছি। ওয়েট...

মূল্য দেওয়ার মানে বুঝলেন না, তাই তো?
জ্বি।

মূল্য দেওয়ার মানে হলো- আপনার পড়াশোনা, এফোর্ট দেওয়া, কতটা চেষ্টা করছেন ওটার জন্য- এগুলোই আপনার দেওয়া মূল্য।

বুঝছেন এবার?
জ্বি।

সর্বোচ্চ মূল্য দিতে হলে, আপনাকে অবশ্যই অনেক কিছু পরিত্যাগ করতে হবে। যেমন?

আপনি সবচেয়ে মূল্যবান জিনিসটা অর্জন করতে চান, যেখানে চার লাখ পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। মানে, আপনার পুরো মূল্যটা ওখানেই দিতে হবে।

বুঝছেন?

মানে, আপনি শুধু বিসিএসের পিছনেই আপনার সময়টা কাজে লাগাবেন। অন্য কোথাও যদি একটুও সময় নষ্ট করেন, তাহলে মূল্য কমে যাবে, অন্য কেউ আপনার বিসিএসটা বেশি মূল্য দিয়ে কিনে নিবে।

তাহলে?

★ যেখানে জরুরি প্রয়োজন নেই,সেখানে যাওয়া যাবে না।
★ প্রয়োজন ছাড়া একটুও সময় নষ্ট করা যাবে না।
★ ফেইসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টেলিগ্রামসহ যত সোশ্যাল মিডিয়া আছে, জরুরি প্রয়োজন না হলে সব ডিলিট/আনইনস্টল করে ফেলতে হবে। তাহলে এখানে সময় নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। এটাই সবচেয়ে বড় শত্রু আপনার। এখানে সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। এটা আমি জানি। শিওর।
★ সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করবেন।
★ ঘুম থেকে উঠে আগে ছয় ঘন্টা পড়বেন। তারপরে ফোনের ডেটা অন করবেন, স্বল্প সময়ের জন্য। যদি জরুরি না থাকে, তাহলে অন করার দরকার নেই।
★ পড়ার সময় সব কিছুর বাইরে থাকুন। শুধু পড়বেনই।
★ মোবাইল পাশে রেখে পড়বেন না, যদি জরুরি প্রয়োজন না হয়।
★ যতটুকু পড়ছেন, মনোযোগ দিয়ে পড়বেন।
★ ঘুম আসলে দাড়িয়ে দাড়িয়ে পড়বেন।
★ যেহেতু, প্রতিযোগিতায় নেমেছেন, অযথা সময় নষ্ট না করে, জরুরি প্রয়োজন ব্যতিরেকে সবসময়ই পড়ার চেষ্টা করবেন।
★ পড়াশোনার মধ্যেও এক প্রকার আনন্দ আছে।সেটা উপভোগ করার চেষ্টা করুন।
★ পড়তে ভালো না লাগলেও পড়ার টেবিলে থাকুন।
★ মনোযোগ না আসলে, শুধু ২ মিনিট মনোযোগ দিয়ে পড়ার নিয়ত করেন। দুই মিনিট মনোযোগ দিয়ে পড়ার পরে হয়ত মনোযোগ ফিরে পেতে পারেন।

সর্বোপরি, আপনার ভালো-মন্দ আপনাকেই বুঝতে হবে। আপনি না বুঝলে কেউ আপনাকে বুঝাতে পারবে না।

ঠিক আছে। বুঝেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি একাই জানবেন এগুলো? অন্যদের জানতে হেল্প করবেন না? শেয়ার দিলে তো অন্যরাও জানতে পারবে এগুলো, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।
ঠিক আছে, শুভকামনা।

শুভকামনায়-
✍️ Tuhin Hossain
Student,
University of Rajshahi

08/01/2026

অনুবাদ পর্ব-০১ (বাংলা থেকে ইংরেজি)

১. সব স্তরে সুশাসনের নিশ্চয়তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই আজ জাতীয় অর্থনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

🔹 সব স্তরে — at all levels
🔹 সুশাসনের নিশ্চয়তা — ensuring good governance
🔹 এবং — and
🔹 অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা — maintaining economic stability
🔹 আজ — today
🔹 জাতীয় অর্থনীতির জন্য — for the national economy
🔹 প্রধান চ্যালেঞ্জ — the main challenge
🔹 হিসেবে বিবেচিত হচ্ছে — is considered

★অনুবাদ-

Ensuring good governance at all levels and maintaining economic stability is considered the main challenge for the national economy today.

২. আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং যথাযথ করনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস।

🔹 আয় — income
🔹 ও কর্মসংস্থান — and employment
🔹 বৃদ্ধি — increase
🔹 যথাযথ করনীতি — appropriate tax policy
🔹 মাধ্যমে — through
🔹 অর্থনৈতিক বৈষম্য — economic inequality
🔹 হ্রাস — reduction

★ অনুবাদ-

Increasing income and employment and reducing economic inequality through appropriate tax policies.

৩. ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

🔹 ব্যাংক ও আর্থিক খাতে — in the banking and financial sectors
🔹 শৃঙ্খলা — discipline
🔹 এবং সুশাসন — and good governance
🔹 নিশ্চিত করতে হবে — must be ensured

★ অনুবাদ-

👉 Discipline and good governance must be ensured in the banking and financial sectors.

৪.বিনিয়োগ বাড়াতে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষ্যে সুদহার স্থিতিশীল রাখতে হবে।

🔹 বিনিয়োগ বাড়াতে — to increase investment
🔹 এবং — and
🔹 প্রতিযোগিতামূলক বাজারে — in a competitive market
🔹 টিকে থাকার লক্ষ্যে — to remain competitive / to survive
🔹 সুদহার — interest rates
🔹 স্থিতিশীল রাখতে হবে — must be kept stable

★ অনুবাদ-

Interest rates must be kept stable to increase investment and remain competitive in the market.

৫.বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে সুদহার যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে।

🔹 বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে — in the interest of increasing investment
🔹 সুদহার — interest rates
🔹 যৌক্তিকভাবে — rationally / reasonably
🔹 কমিয়ে আনতে হবে — should be reduced

★ অনুবাদ-

👉 Interest rates should be reduced rationally in the interest of increasing investment.

৬. বৈদেশিক অর্থায়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।

🔹 বৈদেশিক অর্থায়ন — foreign financing
🔹 এবং — and
🔹 বার্ষিক উন্নয়ন কর্মসূচি — Annual Development Programme (ADP)
🔹 আওতায় — under
🔹 প্রকল্প গ্রহণে — in accepting projects
🔹 সতর্কতা অবলম্বন করতে হবে — caution must be exercised

★ অনুবাদ-

Caution must be exercised in accepting projects under foreign financing and the Annual Development Programme.

অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

🔹 অপ্রয়োজনীয় — unnecessary
🔹 ও অনুৎপাদনশীল — and unproductive
🔹 প্রকল্প — projects
🔹 গ্রহণ থেকে বিরত থাকতে হবে — must be avoided / must refrain from taking

★ অনুবাদ-

Unnecessary and unproductive projects must be avoided.

৮. অর্থ পাচার ও মানি লন্ডারিং রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

🔹 অর্থ পাচার — capital flight / money smuggling
🔹 ও মানি লন্ডারিং — and money laundering
🔹 রোধে — to prevent
🔹 কার্যকর পদক্ষেপ — effective measures
🔹 গ্রহণ করতে হবে — must be taken

★ অনুবাদ-

Effective measures must be taken to prevent money laundering and capital flight.

৯. রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

🔹 রেমিট্যান্স — remittances
🔹 ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ — and foreign exchange reserves
🔹 বৃদ্ধির জন্য — to increase
🔹 কার্যকর পদক্ষেপ — effective steps
🔹 গ্রহণ জরুরি — are essential

★ অনুবাদ-

Effective steps are essential to increase remittances and foreign exchange reserves.

১০. বিদেশে দক্ষ জনসম্পদ প্রেরণের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই রেমিট্যান্স অর্জন সম্ভব।

🔹 বিদেশে — abroad
🔹 দক্ষ জনসম্পদ — skilled human resources
🔹 প্রেরণের মাধ্যমে — by sending
🔹 দীর্ঘমেয়াদি — long-term
🔹 ও টেকসই — and sustainable
🔹 রেমিট্যান্স অর্জন — remittance earnings
🔹 সম্ভব — is possible

★ অনুবাদ-

Long-term and sustainable remittance earnings can be achieved by sending skilled human resources abroad.

১১.সম্ভাবনাময় এবং নতুন জনশক্তি রফতানি বাজার সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে।

🔹 সম্ভাবনাময় — potential
🔹 এবং নতুন — and new
🔹 জনশক্তি রফতানি বাজার — manpower export markets
🔹 সম্প্রসারণে — to expand
🔹 উদ্যোগ নিতে হবে — initiatives must be taken

★ অনুবাদ-

Initiatives must be taken to expand potential and new manpower export markets.

Newspaper থেকে। এভাবে রেগুলার অনুশীলন করেন। এগুলো খাতায় লিখে ফেলেন। অজানা শব্দগুলো অর্থসহ লিখে, মুখস্থ করে ফেলেন।

আপনি যদি এভাবে ৪-৬ মাস রেগুলার অনুশীলন করেন, তাহলে অনুবাদ নিয়ে আর কোনো চাকুরির পরিক্ষার জন্য ভাবতে হবে না। পারবেন, ইন শা আল্লাহ।

রেগুলার এমন পোস্ট চান?
কমেন্টে জানান?

শুভকামনায়-
Tuhin Hossain
Student,
University of Rajshahi

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhin Hossain:

Share