Admission Time

Admission  Time All the information related to the admission test is shared here.If you like it, please follow and like our page.Thank you.
(1)

24/10/2025

এডমিশন ক্যালেন্ডার (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর)
_
আবেদন
---------------------
ঢাকা বিশ্ববিদ্যালয় - ২৯ অক্টোবর - ১৬ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (সম্ভাব্য) - ২০ নভেম্বর থেকে শুরু
BUP - ১০ নভেম্বর - ৩০ নভেম্বর
MIST - ২ নভেম্বর - ২৬ নভেম্বর
মেডিকেল-ডেন্টাল - নভেম্বরের শুরুতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ১ ডিসেম্বর - ১৫ ডিসেম্বর

পরীক্ষা
-------------
আইবিএ ইউনিট (ঢাবি) - ২৮ নভেম্বর
চারুকলা ইউনিট (ঢাবি) - ২৯ নভেম্বর
ব্যবসায়ে শিক্ষা ইউনিট (ঢাবি) - ৬ ডিসেম্বর
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (ঢাবি) - ১৩ ডিসেম্বর
মেডিকেল-ডেন্টাল - ১২ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয় - ১৮ ও ১৯ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট (ঢাবি) - ২০ ডিসেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - ডিসেম্বর (শেষ সপ্তাহ)
অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় - ২৬ ডিসেম্বর
MIST - ২৭ ডিসেম্বর

ধন্যবাদ ❤️

রাবিয়ানেরা চেনা যায়??  📷: রাবিগ্রাফি
23/10/2025

রাবিয়ানেরা চেনা যায়??

📷: রাবিগ্রাফি

23/10/2025

গুচ্ছ ২০২৫-২৬ ভর্তি পরীক্ষার তারিখ

A Unit (বিজ্ঞান) - ১০ এপ্রিল
B Unit (মানবিক) - ৩ এপ্রিল
C Unit (বাণিজ্য) - ২৭ মার্চ

22/10/2025

ব্রেকিং ....

আসন ফাঁকা রেখেই আগামী ৩০ অক্টোবর শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম।

শেষে একটা কথাই লিখতে চাই ,

প্রয়োজনে আসন ফাঁকা থাকবে । কিন্তু ভর্তি পরীক্ষায় ৩৫ এর নিচে পাওয়া কাউকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে না।

- রফিকুল আমিন স্যার , জাতীয় বিশ্ববিদ্যালয়।

22/10/2025

প্রিয় ভর্তি পরীক্ষার্থী, ঘুম থেকে কখন উঠছো?

21/10/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা তারিখ -

মেডিকেল - ১২ ডিসেম্বর
ঢাবি - ২০ ডিসেম্বর
অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস - ২৬ ডিসেম্বর
এমআইএসটি - ২৭ ডিসেম্বর

চবি - ২ জানুয়ারি
রুয়েট প্রিলি - ৩ জানুয়ারি
বুটেক্স - ৯ জানুয়ারি
বিইউপি FST - ১০ জানুয়ারি

বিইউপি FMS - ১৬ জানুয়ারি
রাবি - ১৬ জানুয়ারি
রুয়েট রিটেন - ২৩ জানুয়ারি
মেরিটাইম - ৩০,৩১ জানুয়ারি

21/10/2025

ব্রেকিং🔥
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ জানুয়ারি।

আবেদনের যোগ্যতা -

মানবিক - ৭.০০
বিজ্ঞান - ৮.৫০
বানিজ্য - ৭.৫০ .......

21/10/2025

বুটেক্সের ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি

20/10/2025

লালমনিরহাটের 'অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস' বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর

19/10/2025

💥ব্রেকিং...💥
৪৯তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ।
মোট উত্তীর্ণ: ১১৯৯ জন।

19/10/2025

🔰এইচএসসির ফলে বিপর্যয়: স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে পৌনে ১১ লাখ আসন!!

আবেদন যোগ্যতা অনেক বেশি কমাবে।
০১.জাতীয় বিশ্ববিদ্যালয় ২.৫০ থেকে কমাবে।
০২.গুচ্ছ তে কমাবে।
০৩. রাবি,চবি,জাবি সব বিশ্ববিদ্যালয় যোগ্যতা কমাবে।

প্রশ্ন, কিভাবে হতে পারে? উত্তর - আবেদন না করলে উনাদের ইনকাম হবে কিভাবে?

🔰 রেজাল্ট খারাপ হওয়ার কারণে আবেদন কম হবে।বিশ্ববিদ্যালয়ের খরচ উঠবে কিভাবে? প্রতিযোগিতা হবে কিভাবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এত এত আসন ফাঁকা রাখবে?

সেরাটা দিয়ে পড়াশোনা করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

19/10/2025

ভার্সিটি লাইফে সবথেকে ডিপ্রেসিং বোধহয় পার্টিকুলার কোন ট্যালেন্ট না থাকা। আশপাশের বন্ধুবান্ধব দেখবেন কেউ ভাল গান গায়, কেউ ভাল কোডিং পারে, কেউ ভাল গিটার বাজায়, কেউ ভাল ছবি তোলে আবার কেউ ভাল লেখালেখি করে। কোন না কোন স্পেশাল ট্যালেন্ট তাদের আছে। কিন্তু আপনার ওরকম কোন ট্যালেন্ট নাই।

একইভাবে শখ না থাকাটাও ডিপ্রেসিং। সিনেমা দেখেন কিন্তু আপনি সিনেমাখোর না, এনিমে দেখেন না, ভিডিও গেম খেলেন না, ফুটবল মাঝে মাঝে দেখলেও রাত জেগে দেখার অভ্যাস আপনার নাই, ছবি তুলেন টুকটাক কিন্তু আপনার ক্যামেরা নাই। তার মানে হল আপনার একান্ত কোন শখ ও নেই যেটা করতে আপনার খুব বেশি ভাল লাগে।

এই যে, অন্যদের সাথে কম্প্যারিজনে ট্যালেন্ট/ শখ না থাকার ব্যাপারটা, এটা লং টার্মে মানসিকভাবে বিষাদগ্রস্ত হওয়ার একটা বড় কারণ।

— আবির
সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Admission Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Admission Time:

Share