Tumi→তুমিツ

Tumi→তুমিツ প্রতারণার কোনো রেখা নেই💔😬
মানুষ হইতে সাবধান🥀🥰
(6)

18/05/2025
-যে দূরে থেকেও তোমার খোঁজ রাখে, সে আসলেই তোমার হৃ'দয়ের খুব কাছের.!🖤🌺
16/05/2025

-যে দূরে থেকেও তোমার খোঁজ রাখে,
সে আসলেই তোমার হৃ'দয়ের খুব কাছের.!🖤🌺

যে যেতে দেয়,কেবল সেই জানে কতটুকু চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয়!!!!!!💔💔🥀
13/05/2025

যে যেতে দেয়,কেবল সেই জানে
কতটুকু চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয়!!!!!!💔💔🥀

মুগ্ধতায় আটকে গেলে মানুষ কোনদিন ছেড়ে যায় না।💙
20/04/2025

মুগ্ধতায় আটকে গেলে মানুষ কোনদিন ছেড়ে যায় না।💙

বাঙালি ফি**** লি স্তিন যেতে পারলে এটাই করত। 💔
07/04/2025

বাঙালি ফি**** লি স্তিন যেতে পারলে এটাই করত। 💔

মুসলিমরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় চরমভাবে নির্যাতিত হতে থাকবে, জা*লি*ম*দে*র জু*লু*ম যখন সীমা ছাড়িয়ে যাবে তখন ইমাম ...
07/04/2025

মুসলিমরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় চরমভাবে নির্যাতিত হতে থাকবে, জা*লি*ম*দে*র জু*লু*ম যখন সীমা ছাড়িয়ে যাবে তখন ইমাম মাহাদী আত্মপ্রকাশ করবে। এর আগে তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ হয়ে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মা*রা যাবে আর টেকনোলজি নষ্ট হয়ে যাবে। ইমাম মাহাদী আত্মপ্রকাশ এর আগে সৌ*দি*তে আবার আইয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে আসবে।
সৌদিতে পবিত্র কাবার আকৃতি দিয়ে সেটার সামনে ইংরেজ অ*র্ধ ন*গ্ন ম*ডে*ল*রা না*চ গা*ন করেছে। আরো বিভিন্ন হারাম সৌদিতে বৈধ করা হয়েছে।
সৌদিতে বরফ পড়েছে, মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে এইগুলোও ইমাম মাহাদীর আত্মপ্রকাশ একেবারে সন্নিকটে সেটার আলামত।
একজন বাদশার তিনজন উত্তরাধিকারী থাকবে। বাদশা মা*রা গেলে ওই তিনজন ক্ষমতার জন্য ঝ*গ*ড়া করবে। কিন্তু ক্ষমতা কেউ পাবে না। পূর্ব দিক থেকে ইমাম মাহাদীর বাহিনী এসে তাদের পরাজিত করে ক্ষমতা নিবে।
সা*ল*মা*নে*র বাবা মা*রা গেলে তখন এমন কাহিনী হবে।
হযরত মুহাম্মদ সাঃ তখন মুসলিমদের বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদীর হাতে বায়াত নিতে বলেছেন। মানে ইমাম মাহাদী আত্মপ্রকাশ এর সময় সৌদিতে বরফ পড়বে। অলরেডি পড়া শুরু হয়েছে।
কিতাব আল ফিতানের ৯৬২ নং হাদিসে এসেছে তু*র*স্কে*র সাম্রাজ্যের পতনের ১০৪ বছরের মাথায় ইমাম মাহাদীকে ঘিরে মানুষ ভীর করবে আর সেটা হবে অনারবীয় হিসেবে মানে সৌর বর্ষের হিসেবে।
তু*র*স্কে*র সাম্রাজ্যের পতন ঘটে ১৯২৪ সালে। এর সাথে ১০৪ যোগ হলে হয় ২০২৮।
মুফতি কা*জি ই*ব্রা*হি*ম হাদিসের ব্যাখ্যায় বলেছিলেন মুসলিম জাতির আইউ ১৫০০ বছর। এই হিসেবেও তৃতীয় বি*শ্ব*যু*দ্ধে*র সময় হয়ে গেছে।
মুফতি কা*জি ই*ব্রা*হি*ম আরেকটা হাদিস বলেছিলেন একজন কাবায় আশ্রয় নিবে। সে নিজেকে ইমাম মাহাদী দাবী করবে। তাকে হ*ত্যা করা হবে। এর ঠিক এক বোরহা বা তার কিছু বেশি সময় পর আরেকজন কাবায় আশ্রয় নিবে সেই হবে আসল মাহাদী।
১৯৭৯ সালে কাবায় একজন আশ্রয় নেয়। নিজেকে ইমাম মাহাদী দাবী করে। তাকে হ*ত্যা করা হয়।
এক বোরহা হল ৪০ বছর। কিতাব আল ফিতানের ৯৬২ নং হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদী ২৮ সালে আত্মপ্রকাশ করবে।
১৯৭৯ থেকে ২০২৮ (৪৯) বছর হয়। মানে এক বোরহার কিছু বেশি সময়।
জা*লি*ম*রা ভাবে মুসলিমদের হ*ত্যা করে তারা জিতে যায়। তারা মৃ*ত্যু*র নির্দিষ্ট সময়ের আগে কাউকেই হ*ত্যা করতে পারবে না। নির্দিষ্ট সময়ে মুসলিম জা*লি*ম দ্বারা মা*রা গেলে সে শ*হী*দ।
দেখা যেতো স্বাভাবিক মৃ*ত্যু হলে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তর পাওয়ার মতো আমল ছিল না কিন্তু শ*হী*দ হবার কারনে এখন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে হযরত মুহাম্মদ সাঃ এর প্রতিবেশী হবার যোগ্য হয়ে গেছে। শ*হী*দে*র অনেক মর্যাদা।
ঘনঘন ভু*মি*ক*ম্প হচ্ছে, বড় বড় ভু*মি*ক*ম্প হচ্ছে এইগুলোও কে*য়া*ম*তে*র আলামত। বজ্রপাত বেড়ে যাবে। বজ্রপাতে মৃ*ত্যু বেড়ে যাবে। ঘনঘন বাজার বসবে। বাজারে নারীরা যাবে। মসজিদ সুসজ্জিত করা হবে। মসজিদে মানুষ দুনিয়াবি আলাপ করবে। বেশির ভাগ আলামত অলরেডি ঘটে গেছে।
বড় আলামত প্রকাশ পাবে পা*র*মা*ণ*বি*ক যু*দ্ধ দিয়ে। এরপর ইমাম মাহাদী আত্মপ্রকাশ করবে। এরপর দা*জ্জা*ল আত্মপ্রকাশ করবে। এরপর ঈসা আঃ আকাশ থেকে নেমে আসবে। এরপর ইয়াজুজ মাজুজ জাতি প্রাচীর ভেঙে বের হয়ে আসবে।
এরপর সূর্য পশ্চিম দিকে উঠবে। এরপর মাটির নিচ থেকে একটা প্রানী বের হবে। এরপর একটা বাতাসে সকল মুসলিম মা*রা যাবে। কিছু সী*মা*লং*ঘ*ন*কা*রী কা*ফি*র থাকবে। কে*য়া*ম*ত তাদের উপর হবে। একটা অ*গ্নি তাদের এক জায়গায় একত্রিত করবে।
পৃথিবী এক ভ*য়া*ব*হ পরিবর্তনের অপেক্ষায় আছে। সবাই আমল সুন্দর করেন। পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন।
copy

Address

Rajshahi
0000

Alerts

Be the first to know and let us send you an email when Tumi→তুমিツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tumi→তুমিツ:

Share

Category