21/11/2025
মাঝে মাঝে দুঃখকে উপভোগ করুন, কারণ দুঃখই মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে।
চিন্তাকে আরো গভীর করে তুলে, দুঃখ শেখায়, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরতা, পরিচয় করিয়ে দেয় নিজের আসল রূপের সঙ্গে, দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়, আল্লাহর নিকট এর প্রয়োজন অনুভব করায়, আর মনে করিয়ে দেয়, এটা দুনিয়া, জান্নাত নয়।