23/10/2025
আজ বৃহস্পতিবার 😅
কাল শুক্রবার 😅
আজ হলুদ শাড়ি পড়বা আর কাল লাল শাড়ি পড়ে নতুন জীবনে পা দিবা 🙂
অন্য কারো জন্য বউ সাজবা, অন্য কাউকে জড়িয়ে ধরবা,
বউ সাজতে আয়না দেখতে হয়, আমার কাছে একটা প্রশ্ন, ওই নির্লজ্জ চেহারা নিয়ে কিভাবে আয়নার সামনে দাড়াবা..? মন একটুও কাঁদবে না.? একজনকে কাঁদিয়ে আরেক জনের জন্য কিভাবে বউ সাজবা.? বেকার ছেলের কথা একটিবারও মনে পড়বে না..?
ওই নির্লজ্জ মুখ দিয়ে কিভাবে আরেক জনকে ভালোবাসি কথাটা বলবা 🙂 কবুল বলার আগ পর্যন্ত বা পরেও কি তার চেহারাটা তোমার মনে ভেসে উঠবে না.?
শুক্রবার রাতে অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবা,, ছোট্ট একটা ঘর বাধার স্বপ্ন দেখবা, রাত যতো গভীর হবে ভালোবাসা ততোই বারবে, লাজ লজ্জা ভুলে তাকে বুকে টেনে নিবে, শ্যামলা শরীরের স্বাদ অন্য কেউ উপভোগ করবে, উলঙ্গ অবস্থাই অন্য কারো শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে নিজের যৌবন জ্বালা মিটাতে ব্যাস্ত থাকবে সেই রাতে,।
তখন একটা বেকার ছেলে তোমার জন্য একা ঘরে বসে থেকে কাঁদবে, তোমার স্মৃতি ভুলতে প্যাকেটের পর প্যাকেট সিগারেট পুড়াবে, তামাক হবে তার সেই রাতের সঙ্গী,
এতো কিছুর পরও তোমার তাকে একটিবারের জন্যও মনে পড়বে না, কারন তুমি থাকবে ব্যাস্ত অন্যকে খুশি করতে,।
মৃত মানুষের মতো তুমি ভুলে যাবে সেই বেকার ছেলের কথা,
নতুনে তুমি ব্যাস্ত পুরনোতে সে আসক্ত,।
তুমি তোমার শ্যামলা শরীর অন্য কাউকে দেখাতে ব্যাস্ত,
মুছে যাবে তোমার বুকের বা পাজরে থাকা বেকার ছেলের স্মৃতি,
সেই বেকার ছেলের আফসোস থেকেই যাবে তোমাকে না পাওয়ার, তার আর্তনাদ, কান্না, দীর্ঘশ্বাস, হঠাৎ মন খারাপ হওয়া,
এতো কিছুর মাঝেও কিভাবে পারবে তুমি নিজেকে সুখি রাখতে.? দম বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না, আকাশের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলার পরেও, যদি তুমি নিজেকে সুখি রাখতে পারো তবে থেকে সুখে,
সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি সবই দেখেন এবং জানেন, তার বান্দার উপরে করা জুলুম তিনি কখনোই মাফ করবেন না,,।
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না 🥰
তোমায় কোন দিনও মাফ করতে পারবো না, পারলে এমনিই ভালো থেকো..?