Inspire nature

Inspire nature অনেকে চেয়েও পাচ্ছে না
আপনি পেয়ে থাকলে কদর কইরেন !! 😅
(2)

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝবেন, মৃত্যু ব্যতিত আর কেউ আপনার অপেক্ষায় নেই!!
31/10/2025

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝবেন, মৃত্যু ব্যতিত আর কেউ আপনার অপেক্ষায় নেই!!

🙂🥲
30/10/2025

🙂🥲

30/10/2025

বাঁচার আকুতি

মাঝে মাঝে জীবন এমন হয়ে আসে কেন?

না সুখ, না দুঃখ, না হাসি, না কান্না-যেন মনে হয় হৃদয়ের চোরকুঠরিতে বসে থেকে কে যেন রক্তের হিমোগ্লোবিনে মিশে থাকা অনুভূতির সমস্ত জেল্লাটুকুকে শুষে শুষে খেয়ে নিচ্ছে।

আচ্ছা, রক্তশূন্য মানুষের মতন অনুভূতিশূন্য মানুষও কি বেশিদিন বাঁচে না? 🙂💔

27/10/2025

বদলে যাওয়া

কেউ ফুল কুড়িয়ে নেয়, কেউ ফুল জুতার নিচে মারিয়ে চলে যায়।

আজ যে ফুল কুড়িয়ে নিচ্ছে, সে একদিন ফুল মাড়িয়ে যাবে; আজ যে ফুল মাড়িয়ে যাচ্ছে, সে একদিন পরম যত্নে ফুল কুড়িয়ে নিয়েছিল।

মানুষের গতিশীল এই জীবনস্রোতে ধ্রুব বলতে কিছু নেই।

পরিস্থিতি আর সময়, মানুষের কত কিছুই-না পরিবর্তন করে দেবার সামর্থ্য রাখে। আজ যেখানে সম্মান, আগামীকাল যে সেখানে ঘৃণা জন্মাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। কিংবা আজ যা বা যাকে অবহেলা করে, উপেক্ষা করে পাশ কাটিয়ে দিলাম, দুদিন পর গিয়ে সে-সবকে পাবার জন্য যে মরিয়া হয়ে উঠব না তারও নিশ্চয়তা নেই।🥲💔

27/10/2025

Inspire nature?

-জ্বি।

জীবন কী?

- জীবন স্মৃতির বাহক।

জীবনের আনন্দ কীসে?

- প্রেম, ভালোবাসা, যত্ন, মায়া, মহব্বত।

বেদনা?

- প্রেম, ভালোবাসা, যত্ন, মায়া, মহব্বত।

তবে পার্থক্য?

পার্থক্য নেই। আনন্দের গভীরে বেদনা থাকে।

মানুষ ভালোবাসে কেন?

কিছু স্মৃতি জমাতে।

দুঃখ পায় কেন?

- মানুষের জন্য নয়, তার স্মৃতির জন্য।

আমায় ভালোবাসো?

হ্যাঁ।

কী চাও?

- দুঃখ।

কেন?

- দুঃখ গ্রহণ করার মতো আন্তরিক না হলে, ভালোবাসার মতো দুঃসাহস করা যায় না।

21/10/2025

সবাই ভাবে পরিবার মানেই আপন,

অথচ সবচেয়ে বেশি অপমানটা সেই আপনজনরাই দেয়! 😢

আসলেই কি আমরা পেয়ে থাকি  😅💔
18/10/2025

আসলেই কি আমরা পেয়ে থাকি 😅💔

😓😓
13/10/2025

😓😓

09/10/2025

"'ভালোবাসা এক ধরনের রিজিক,,!! যার কাছে যতটুক তোমার রিজিক থাকবে,,,!! তার কাছ থেকে ঠিক ততটুকুই পাবে,, 😅💔

পেশায় তুমি যাই হও, মানুষ হও আগে! 🙂
07/10/2025

পেশায় তুমি যাই হও, মানুষ হও আগে! 🙂

06/10/2025

আপনার লিস্টে 3rd parson এখন থেকেই গোসল না করার ভান করছে 🥶

পূর্ণ'জন্ম আর হবে না, যেভাবেই হোক রেখে দাও এই জন্মে-ই
30/09/2025

পূর্ণ'জন্ম আর হবে না, যেভাবেই হোক রেখে দাও এই জন্মে-ই

Address

Rajshahi
6620

Alerts

Be the first to know and let us send you an email when Inspire nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspire nature:

Share