Entertainment by MejoPa

Entertainment by MejoPa Welcome to Entertainment by MejoPa
(9)

06/07/2024

Hi
🖐️🖐️

এমন স্বামী  প্রতিটি   স্ত্রী র কাম্য 🖤বিভিন্ন মাধ্যমে যা জানলাম লোকটি নাকি তার স্ত্রী  সন্তান আগুনে পুড়ে মারা যাওয়ার কার...
06/01/2024

এমন স্বামী প্রতিটি স্ত্রী র কাম্য 🖤

বিভিন্ন মাধ্যমে যা জানলাম লোকটি নাকি তার স্ত্রী সন্তান আগুনে পুড়ে মারা যাওয়ার কারণে নিজেকে বাঁচতে চেস্টা ই করেন নি,,,

বরং তার নাকি শেষ কথা ছিলো আমি কার জন্য বেঁচে থাকব যেখানে আমার স্ত্রী সন্তান ই নেই,,,,
তিনি হয়তোবা চেষ্টা করলে বাঁচতে পারতেন কিন্তু তার কোন ইচ্ছে ছিলো না প্রিয়জনদের ছাড়া এই দূনিয়ার বুকে থাকতে,,,
সত্যি বলতে এ সব ই প্রমাণ করে দূনিয়াতে এখনও হালাল সম্পর্কে গভীর থেকে গভীর ভালোবাসা আছে যার কারণে প্রিয় মানুষ গুলো ছাড়া বাঁচার চাহিদা ও থাকে না,,,

অবশেষে তবুও বলব যদি লোকটি স্ব ইচ্ছায় আগুনে🔥🔥 পুড়ে মারা যায় তা হবে আত্মহত্যা ,,, যেটা তিনি ঠিক করেন নি,,,,বাকি সব আল্লাহ আর ওই লোকটা ভালো জানবেন,,,,
Collected

31/12/2023

ফানুস বা আতশবাজীর প্রার্থনা করার ক্ষমতা নাই। ওরা আপনার হ্যাপি নিউ ইয়ারের উইশ খোদার কাছে পৌঁছাইতে পারবে না।

কিন্তু আপনাদের ঐ ফানুসের আগুনে যাদের ঘর পুড়বে, তারা মজলুম। তাদের প্রার্থনা করার ক্ষমতা আছে।

আপনাদের আতশবাজীর আগুনে যে পাখিটা মইরা যাবে, সেও মজলুম। তার কিন্তু খোদার কাছে যাইয়া আপনার নামে অভিযোগ করার ক্ষমতা আছে।

আপনার বিকট শব্দে বাজানো গানে যে বৃদ্ধ মানুষটার হার্টের ব্যাথা আরেকটু বাড়বে, সেও মজলুম। সে যদি আপনার নামে খোদার কাছে অভিযোগ করে, আপনার নতুন বছরের কী হবে, ভাইবা দেখসেন?

আপনার নিউ ইয়ারের উইশ নিয়ে আপনার ফানুস খোদার কাছে পৌছাবে কি না আমি জানি না, কিন্তু আপনার ফানুসের আগুনে যার ঘর পুড়েব, সেই মানুষটার অভিশাপ কিন্তু খোদার কাছে পৌঁছায় যাবে।

ফানুস আর খোদার মধ্যে আলোকবর্ষের দূরত্ব থাকে, বাট মজলুমের সাথে খোদার কোন পর্দা থাকে না, কথাটা মনে রাইখেন।
(সংগৃহীত)

"কোন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে  তার নিজের কাছে কিছু টাকা থাকা"                       --মার্কিন লেখিকা ক্লেয়ার বুথ।...
30/12/2023

"কোন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা থাকা"
--মার্কিন লেখিকা ক্লেয়ার বুথ।

বিশ্লেষণ কারী একজন পুরুষ হয়েও , নারীদের নিয়ে এত সুন্দর ভাবনা ।ভালো লাগলো তাই শেয়ার করলাম।।

আমি এবং আমার কাছের বা দূরের অসংখ্য নারীকে দেখেছি দিনের পর দিন সম্পুর্ন শুন্য হাতে দিন কাটিয়ে দিতে। কেবল ঘর সংসার করা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্র্য শ্রেণির নারীদের ক্ষেত্রেই এটা ঘটে না, প্রায় সকল শ্রেণির নারীদেরকেই এই অর্থহীন অনিরাপদ সময় পার করার অভিজ্ঞতা আছে। এটা প্রচন্ডরকম একটা পরনির্ভরশীল জীবন।

বলতেই পারেন যে, স্বামী বা পরিবারের কর্তাব্যাক্তি যদি নারীর সকল চাহিদা মিটিয়ে রাখেন, তবে তার নগদ টাকা থাকার দরকার কী? দরকার আছে বস্, নারীদের এমন অনেক প্রয়োজন থাকে, যা মেটানোর জন্য কর্তাব্যাক্তির কাছে টাকা চেয়ে নিতে বিব্রত হয়। সংকোচ করে, তবুও বাধ্য হয়ে চেয়ে নিতে হয়। কারণ প্রয়োজন কখনো লজ্জা মানে না। অথবা এমন অনেক প্রয়োজন অনেক নারীরা সংকোচের কাছে হেরে গিয়ে টাকা না চেয়ে পূরণ না করেই কাটিয়ে দেন দিনের পর দিন। যা আমাদের কর্তাব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারেন না।

কেবল সংসারি নারীরাই নয়, আমি নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত অনেক কর্মজীবী নারীকেও দেখেছি সারা মাস কাজ করে এরকম অসহায় শুন্য হাতে দিন কাটাতে। তাদের কর্তাব্যাক্তি নিজের আয়ের পাশাপাশি সেই নারী সদস্যর আয় করা টাকাটাও এক রকম ফোর্স করে সবটা আদায় করে নেয়। ফলে কাজ করেও সেই নারীকে হতে হয় পরনির্ভরশীল।

অথচ এসব নারীদের নানারকম প্রয়োজন মোকাবেলা ছাড়াও কখনো কখনো এমন কিছু বিপদ মোকাবেলা করতে হয়, যার জন্য সে প্রস্তুত থাকে না। সেই সময়টায় তার হাতে কিছু টাকা না থাকায় সে যে পরিমান অসহায় বোধ করে তা কেউ বুঝতে পারবেন না, কেবল ভুক্তভোগী ছাড়া। তবুও পুরুষ বা কর্তাব্যাক্তিদের মধ্যে বেশিরভাগই তাদের সেই অসহায়ত্বটা বোঝার চেষ্টা করে না। পক্ষান্তরে তাদের উপর নানারকম নিয়ম নিষেধের দেয়াল তুলে দেয়।

অথচ আমি দেখেছি, আমার মা ঠাকুমা থেকে শুরু করে আরো অনেক নারীদের মধ্যে এরকম স্বভাব আছে যে, ঘরে কারো বিপদের মুহুর্তে যখন কোনভাবে কর্তাব্যাক্তি টাকা পয়সার ব্যবস্থা করতে পারেন না, তখন নারীরাই তাদের কাছে টাকা থাকলে অনায়াসে বের করে দেন। সেই কঠিন মুহুর্তে পাশে দাঁড়ান নারীরাই। এবং তারা নিজ প্রয়োজনে খরচের বেলায় খুবই হিসেবী। তারা নিজেদর কাছে কিছু টাকা থাকলে সে টাকা অপ্রয়োজনে খরচ করেন না। কেবল অনেকটাই নিরাপদবোধ করেন। যা তার জন্য ভীষণ দরকার।

এখন বলতে পারেন, সবার এই অবস্থা নেই যে, ঘরের নারীদের হাতে কিছু টাকা রেখে দেবেন। এটা অবশ্যই ঠিক। তাই বলে সকল নারীকে কর্মজীবী হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না। তাদেরকে অন্তত ঘরে বসে হলেও কিছু টাকা আয় করার সুযোগ তো দিতে পারেন। এখন প্রযুক্তির কল্যাণে অনেক নারীরাই ঘরে বসে নিজের সংসার সামলে নিজের জানা কাজটা নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেখানে কিছুটা সময় দিয়ে নিজের উদ্যোগ প্রেজেন্ট করলে কিছুটা আয় নিশ্চিত করা কঠিন কিছু না।
সংগৃহীত........

23/12/2023

Hi
🖐️🖐️🖐️

21/12/2023

Good morning everyone
✅✅

17/12/2023

Good morning
🚀🚀🚀

পিঁয়াজ আপুর বিয়ে হবে,,🌰                 সয়াবিন তেলের সাথে,,,🥃লবন ভাই ঘটকালি করে,,,🍚                  চৈত্র মাসের রাতে...
16/12/2023

পিঁয়াজ আপুর বিয়ে হবে,,🌰
সয়াবিন তেলের সাথে,,,🥃
লবন ভাই ঘটকালি করে,,,🍚
চৈত্র মাসের রাতে,,,,🌃
রসুন ভাই দৌরে গিয়ে ,,,🏃
দাওয়াত দিয়ে আসে,,,🧄
পরিমনি দাওয়াত পেয়ে,,,🙆
খিল খিলাইয়া হাসে ,,,🤣
চাল আসে ডালের সাথে,,😍
সঙ্গে মিষ্টির হাড়ি,,,,🍛
আনন্দে তাই আদা ভাইয়ের 🥔
সুভাস ছরা ছরি,,,,😲
মরিচ ভাই তবলা বাজায়,,,🌶️
জিরায় ধরে টান,,,😍
সরিষা তেল সানাই বাজায় 🎷
মশায় করে গান🦟
দাওয়াত না পেয়ে তেলাপোকা ,,
মুখ করেছে ভার😟
এই বিয়েতে গয়না দিবে 💍
ইচ্ছে ছিলো তার🤣

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের স...
12/12/2023

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।

বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো।
তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো,"রিফাতের মোবাইল দেখ। বউয়ের ছবি দিয়ে রেখেছে। ব্যাটা বউ পা'গ'ল।"
সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেলো।

এমন বি'ব্র'ত হয়ে পড়লাম যে, বলার মতো নয়।
বি'ব্র'ত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম,"তোরা যা ভাবছিস তা না। আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভু'লে এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আমি নিজেও খেয়াল করি নি। এই দেখ ছবিটা এখনই ডি'লি'ট করে দিচ্ছি।"

তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
স্ত্রীর পরি'শ্রম যেনো কম হয় এজন্য মাছ মুরগী কিনলে বাজার থেকে কু'টি'য়ে আনতাম। স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম। ছাদে শুকাতে দেয়া কাপড় নিয়ে আসতাম।

মা এসব দেখতেন। এবং মা'র চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না। তবে তিনি কিছু বলতেন না। কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চু'প থাকতে পারলেন না।

কা'টা কা'টা উচ্চারণে বললেন,"বিয়ে করতে না করতেই বউ পা'গ'ল হয়ে গেছিস! বউয়ের ক'ষ্ট স'হ্য হচ্ছে না, তাই না? ঘরের এসব কাজ আমরা সারা জীবন করি নি?"

এমন নয় যে, আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি। কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেনো যেনো নিতে পারতেন না।

আমি 'বউ পা'গ'ল', মায়ের কাছ থেকে এই কথাটা গেলো খালাদের কাছে। আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে র'টে গেলো।

তারপর থেকে আমার আড়ালে এবং সামনে, ঘরে কিংবা বাইরে, হয় রেগে নয়তো কটাক্ষ করে, আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো,"রিফাত বউয়ের আঁচল ধরে ঘোরে। ও বউ পা'গ'ল হয়েছে। পুরুষ হতে পারে নি।"

যখন তারা এসব বলতো, তখন ল'জ্জা'য় অপ'মানে শে'ষ হয়ে যেতাম। এই ল'জ্জা এবং অপ'মান থেকে মু'ক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা ব'ন্ধ করে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম। সে খেয়েছে কিনা জানতে চাইতাম। সেও আমাকে ফোন দিতো। ফোনের এই কথপোকথন কলিগদের এড়িয়ে করতাম। তবু কী করে যেনো এক কলিগ ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপরই পুরো অফিসে ছড়িয়ে পড়লো, রিফাত সাহেব বউ পা'গ'ল।

এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টি'পে হাসতো। কী যে জ্বা'লা'ময়ী সে হাসি! সেই হাসির য'ন্ত্র'ণা থেকে র'ক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা ব'ন্ধ করে দিলাম। আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রূঢ় ভাষায় বলতাম,"প্রয়োজন ছাড়া ফোন দেবে না। অফিস কাজ করার জায়গা। ডেটিং করার জায়গা না।"

তাই বলছিলাম, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বন্ধু, আত্মীয়, পশু পাখি, এমন কি জড় পদার্থকেও। এবং এসবের জন্য কেউ আমাকে ব্য'ঙ্গ করবে না, আমার ওপর ক্ষি'প্ত'ও হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে স'র্ব'না'শ! শা'স্তি হিসেবে জুটবে 'বউ পা'গ'ল' উপাধি। আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভ'য়া'ব'হ আর কিছু নেই।

যাই হোক, গল্পে ফিরে আসি।

এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অ'ব'হে'লা করতে করতে ওর জীবনটাকে দু'র্বি'ষ'হ করে তুললাম। ওর জীবন থেকে হাসি হারিয়ে গেলো।

একদিন মাঝ রাতে ঘুম ভে'ঙে দেখলাম, স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুঁ'পিয়ে ফুঁ'পিয়ে কাঁ'দ'ছে।
জানতে চাইলাম,"কী হয়েছে?"
সে অদ্ভুত বি'ষ'ণ্ণ গলায় বললো,"আমার কী হয়েছে, আমি কেমন আছি, এসব কখনো জানতে চেয়ো না। মনে রেখো, দেয়ালেরও কান আছে। শে'ষে সবাই জেনে যাবে, তুমি বউ পাগল।"

ওর কথা শুনে এতো খা'রা'প লাগলো বলার মতো নয়। বু'ক চি'রে একটা গভীর দীর্ঘ'শ্বাস পড়লো। সেদিন রাতে আর ঘুম এলো না।

পরদিন ভোরে আমার নি'র্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম,"এতোকাল পুরুষ হতে গিয়ে আসলে কা'পুরুষের মতো আচরণ করেছি। এবার সত্যিকারের পুরুষ হবো। কারণ এবার পৃথিবীর সবচেয়ে ক'ঠি'ন কাজটা করবো।"
স্ত্রী বললো,"কী সেটা?"
ওর ম'লি'ন দু গালে আলতো হাত রেখে বললাম,"বউ পা'গ'ল হবো।"

"একজন যুবকের কথা"
- রুদ্র আজাদ

11/12/2023

বিদেশি এবং জেলের মধ্যে কথোপকথনঃ

বিদেশিঃ How are you?
জেলেঃ হাওয়া! হুম আজকের হাওয়া খুব ঠান্ডা।

বিদেশিঃ What do you do?
জেলেঃ আরে রাখেন আপনার হাডু ডু, দেখেন না মাছ ধরতেছি!

বিদেশিঃ How much ?
জেলেঃ ইলিশ মাছ।

বিদেশিঃ How funny !
জেলেঃ নাইমা দেখেন,অনেক পানি!

বিদেশিঃ ok
জেলেঃ আরে ওরে চিনেন না ও আমার ভাতিজা!🫠

10/12/2023

একবার হলেও শোনা উচিত তাদের, যারা বিয়ে করে ভাবেন পরিবারের জন্য দাসী নিয়ে এসেছেন।।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment by MejoPa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share