22/03/2025
পাঞ্জাবির প্রতি দুর্বলতাটা ছোটবেলা থেকেই। তাই #আড়ংএ ঢুকতেই চোখ চলে গেল পাঞ্জাবির দিকে। বেশ কয়েকটা দেখে টুকটাক পছন্দও করছিলাম, হঠাৎ টের পেলাম, দুইজন আপু আমার দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই তারা এগিয়ে এলেন।
মনের মধ্যে একটু ভয় কাজ করছিল, আবার কেমন যেন ভালোও লাগছিল। মনে হলো, হয়তো পূর্বপরিচিত কেউ হবেন। ভাবনার মাঝেই একজন বললেন, "ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি?" আমি একটু চিন্তায় পড়ে গেলাম, তারপর বললাম, "জী, বলুন।"
তখন তিনি হাসিমুখে বললেন, "আমার বয়ফ্রেন্ডও আপনার মতোই হাইটের, একই রকম বডি ফিটনেস।" এটা শুনে যে ভালো লাগাটা কাজ করছিল, নিমিষেই সেটা উবে গেল! তারপর তিনি বললেন, "আমি তাকে একটা পাঞ্জাবি গিফট করতে চাই, কিন্তু সাইজ জানি না। আপনি কি একটু ট্রায়াল দিয়ে দেখতে পারবেন?"
আমি তখন নিজের ভাবনার জগতে হারিয়ে গেলাম। টিভি-সিনেমায় তো এমন কত দেখেছি! কোনো একজন নিজের পছন্দের মানুষকে নিয়ে যায়, অন্য কারও জন্য কিছু কিনবে বলে, অথচ শেষে সারপ্রাইজ দেয়—"এটা আসলে তোমার জন্যই!" মনে মনে একটা রোমান্টিক সিনারিও ভেসে উঠল, আর খুশিও লাগছিল।
ঠিক তখনই তিনি বললেন, "আচ্ছা, থাক, ট্রায়াল দিতে হবে না। আপনি একটু দাঁড়ান, আপনার সাথে ঝুল মিলিয়ে দেখি।" এরপর মাপ নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন।
হুট করে নামাজের ভিতরে এই নাটকীয় চিন্তাগুলো মনে পড়তেই মুচকি হাসি চলে এল।😑