Nv News 24

Nv News 24 NV News 24 Online is the site of News, the division of the nvnews24 answerable for newsgathering and creation. It is one of the most famous news sites.nvnews24

28/09/2024

৪০ দিন চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। গত ৪০ দিনে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত !!
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত !!
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত !!
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খু'ন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক !!
আমি শুধুই বলতে শুনেছি,,,,,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"!
"আগের সরকারই ভাল ছিল"!
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"!
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"!
আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে ?
ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।"

কোত্থেকে আসবে অন্যায় করতে করতে অন্যায়ের পক্ষে সাফাই গাইতে গাইতে অন্যায় সুবিধা নিতে নিতে ওরা অন্ধ হয়ে গেছে ওদের অন্তরে সিল মারা হয়ে গেছে। তাই ওদের কাছ থেকে ভালো কিছু আশা করে লাভ নাই। ওরা যা তাই থাকবে আজীবন। এদের জন্য শুধু ঘৃণার ঘৃণা। এদেরকে সবাই সামাজিকভাবে বয়কট করুন। এরা যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে।

মানুষ কখনো আওয়ামীলীগ হয় না আওয়ামীলীগ কখনো মানুষ হয় না।

01/09/2024

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nv News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share