17/02/2025
জীবনটা হচ্ছে চয়েসের উপর ডিপেন্ডে করে৷ আপনি যেটা চয়েস করবেন সেটাই হবে। একজন ব্যবসায়ীর সাথে মিশবেন আপনিও একদিন ব্যবসায়ী হবেন, একটা নেশাখোরের সাথে মিশলে আপনিও নেশাখোর হবেন, ফকিরের সাথে ঘুরলে দুদিন পর থালা হাতে নিয়ে ঘোরা ছাড়া মনে হবে আপনি কোনো কাজের যোগ্যই নয়৷ এটা কড়া কথা হলেও এটাই বাস্তব। আমরা যেটা চায় সেটাই এবং ততোটুকুই হয় আসলে৷ আশেপাশে কিছু মানুষের চাওয়া এরা বসে থাকবে আর টাকা হাতছানি দিবে, অথচ এরা শূন্য থেকে কখনোই শুরু করতে চায় না, শুরু করলেও এমন সব মানুষ আশেপাশে রাখে যারা এমন কুবুদ্ধি দিবে নিজের অজান্তে কবরে কখন পা দিয়েছেন বুঝতেই পারবেন না৷ আপনার জীবন আপনার ইচ্ছা। দেখেন যা ভালে মনে করেন।