
18/04/2025
শিক্ষা নগরী রাজশাহীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। বাংলাদেশের ভালো মানের রেলওয়ে স্টেশন রাজশাহীতে আছে। মান সম্মত বসবাস যোগ্য গ্রীন সিটি। বিমানে যোগাযোগ ঢাকা,কক্সবাজার চালু আছে। আবাসন ও প্রাকৃতিক পরিবেশ অনেক ভাল। শহরেটিতে বসবাসের খরচও কম। এখন পর্যন্ত দেশের সেরা এই শহরের সৌন্দর্য দেখতে পর্যটক আসতে শুরু করেছে।
সবদিক থেকে রাজশাহীতে একটি অত্যাধুনিক হাসপাতাল পেলে দেশ বিদেশের রোগীদের উন্নত সেবা দেবার জন্য রাজশাহী অনেকাংশে প্রস্তুত।
সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।।
Chief Adviser GOB