Porosh's Light House

Porosh's Light House We work for the " Enlightened The World” 🌍
Online BookShop | BookReview | AudioBook 📚 We Work For The Enlightened World

💢 এ ভূখণ্ডের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের বিশেষ আগ্রহ ছিল। কিন্তু এ ভূখণ্ড বিজয়ের পূ...
13/05/2025

💢 এ ভূখণ্ডের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের বিশেষ আগ্রহ ছিল। কিন্তু এ ভূখণ্ড বিজয়ের পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনসন্ধ্যা ঘনিয়ে আসে। রিদ্দার যুদ্ধে ব্যস্ত থাকার দরুন আবু বকর সিদ্দিক রা.-ও এ ভূখেণ্ডের প্রতি দৃষ্টি দেওয়ার সুযোগ পাননি। অবশেষে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রা.-এর খেলাফতকালে আবু উবাইদা ইবনুল জাররাহ রা.-এর হাতে বিজিত হয় পুণ্যভূমি ফিলিস্তিন।

☑️ ব‌ই : সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস
☑️ লেখক : ড. রাগিব সারজানি
☑️ অনুবাদক : নাজিবুল্লাহ সিদ্দিকি

"বই পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!""যদি একটি বই পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। গভীর রাতে ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন ...
03/05/2025

"বই পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!"

"যদি একটি বই পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। গভীর রাতে ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একটি বই বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, এক কাপ চা দিয়েন তাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখিয়েন। কিছুক্ষণের জন্য সে হয়তো হারিয়ে যাবে,

আপনার হয়তো মনে হবে আপনার বুকে মাথা রেখেও সে আসলে হেঁটে বেড়াচ্ছে অন্য কোনো জগতে।

ভয় পাবেন না, শেষ পর্যন্ত সে আপনার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের সব চরিত্রগুলোই বাস্তব, কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেই তাই।

লেখা: আতিক উল্লাহ হাফিঃ

আমাদের মধ্যে, বিশেষ করে যারা নতুন নতুন দ্বীন পালন শুরু করেছেন তাদের মধ্যে ইসলামিক বই পড়ার প্রবণতা অনেক বেশি। অত্যন্ত উৎস...
01/05/2025

আমাদের মধ্যে, বিশেষ করে যারা নতুন নতুন দ্বীন পালন শুরু করেছেন তাদের মধ্যে ইসলামিক বই পড়ার প্রবণতা অনেক বেশি। অত্যন্ত উৎসাহের সাথে তারা ইসলামিক বই কেনেন এবং পড়েন।
কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হল যে, আমাদের এই উৎসাহ কেবলমাত্র বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে! যতক্ষণ বইটি পড়ি ততক্ষণ ভিতরে ইসলামের সুশীতল পরশ বেয়ে যায়। কিন্তু বইটি রেখে দেওয়ার পরপরই আবার শুরু হয় ফিতনার আগমন। এতক্ষণ যে বইটি পড়ে আমরা কিছু শিখলাম,সেটা যে বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে সেটাই আমরা ভুলে যাই!!

প্রিয় দ্বীনি ভাই/বোনেরা, আপনাদের নিকট বিনীত অনুরোধ, যতটা না আগ্রহ নিয়ে আপনারা ইসলামিক বইগুলো পড়েন, তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে আপনারা আমল করুন। বইটি পড়ে যা যা শিখলেন সেগুলো বাস্তব জীবনেও বেশি থেকে বেশি প্রয়োগ করাত চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, "প্রয়োগেই জ্ঞানের স্বার্থকতা" ❤

-Porosh's Light House 📚

বাঙালির বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এমন অভিযোগ আজকাল হামেশাই ওঠে। নেপথ্যে অনেক কারণ, কারও মতে মোবাইল কম্পিউটারের অতিরিক্...
23/04/2025

বাঙালির বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এমন অভিযোগ আজকাল হামেশাই ওঠে। নেপথ্যে অনেক কারণ, কারও মতে মোবাইল কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার, কেউ কেউ আবার দোষ দেন নতুন প্রজন্মকে। কারণ যাই হোক, পড়ার বইয়ের বাইরে গিয়েও যে নানা ধরনের বই পড়া দরকার একথা মানবেন সকলেই। তাই অল্প বয়স থেকেই সন্তানের মধ্যে বই পড়ার অভ্যাস এবং আগ্রহ বাড়িয়ে তোলা জরুরি। আর তার জন্য উদ্যোগী হতে হবে মা-বাবাকেই। কীভাবে সন্তানকে বই পড়তে উদ্বুদ্ধ করবেন?

১. নিজে বই পড়ুন:
শুধু মুখে বললে হবে না। শিশুরা বড়দের অনুকরণ করে। আপনি যদি নিজে নিয়মিত বই পড়েন, তাহলে আপনার সন্তানও বই পড়ার প্রতি আকৃষ্ট হবে। বাড়িতে বই নিয়ে আলোচনা করুন, আপনার পড়া বইয়ের গল্প সন্তানকে বলুন। এতে সে বুঝবে যে বই পড়া একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক কাজ।

২. জোরে জোরে পড়ে শোনান:
ছোটবেলা থেকেই শিশুকে বই পড়ে শোনানোর অভ্যাস করুন। গল্পের বই বা ছড়ার বই আকর্ষণীয় স্বরে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে পড়ে শোনালে শিশুরা বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এটি তাদের কল্পনাশক্তিরও বিকাশ ঘটায়। খাওয়ার সময় হাতে মোবাইল না তুলে দিয়ে গল্প বলতে বলতে খাওয়ান।

৩. পড়ার পরিবেশ তৈরি করুন:
বাড়িতে একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন যেখানে আরাম করে বসে বই পড়া যায়। সেখানে সন্তানের বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই রাখুন। বইগুলো যেন তার হাতের নাগালে থাকে। পড়ার সময় টিভি বা মোবাইল ফোন বন্ধ রাখুন, যাতে মনোযোগ নষ্ট না হয়।

৪. পছন্দমতো বই বেছে নিতে দিন:
শিশুকে তার নিজের পছন্দের বই বেছে নেওয়ার স্বাধীনতা দিন। লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে যান এবং তার আগ্রহ অনুযায়ী (যেমন - কমিকস, ভূতের গল্প, বিজ্ঞান, অ্যাডভেঞ্চার ইত্যাদি) বই কিনতে উৎসাহিত করুন। পছন্দসই বই পড়তে পড়তেই অভ্যাস তৈরি হবে, তার পর একটু বড় হলে সন্তান নিজেই বিভিন্ন ধরনের বই ঘেঁটে দেখা শুরু করবে।

৫. বই পড়াকে মজাদার করে তুলুন:
বই পড়াকে শুধু একটি কাজ হিসেবে না দেখে তাকে আনন্দদায়ক করে তুলুন। বই পড়ার পর গল্পের চরিত্র বা ঘটনা নিয়ে প্রশ্ন করুন, গল্পটির উপর ভিত্তি করে ছবি আঁকতে বা অভিনয় করতে বলুন। বই সংক্রান্ত বিভিন্ন খেলা বা কুইজের আয়োজন করতে পারেন। সুযোগ পেলেই লাইব্রেরিতে বা বইমেলায় ঘুরতে যান।
____________________
Courtesy: aajkaal.in

উদয়-অস্তের মাঝে হাজারো পাপের মাঝে ডুব দিয়ে চলেছি প্রতিনিয়ত। পাপ-পঙ্কিলতায় ভরা এই ধরণিতে নানা পাপ, তার শাস্তি ও মুক্তির প...
16/04/2025

উদয়-অস্তের মাঝে হাজারো পাপের মাঝে ডুব দিয়ে চলেছি প্রতিনিয়ত। পাপ-পঙ্কিলতায় ভরা এই ধরণিতে নানা পাপ, তার শাস্তি ও মুক্তির পথ খুঁজে ফিরছি অহর্নিশ। পাপ থেকে বাঁচা বড় কঠিন, তাই মুক্তির কথা সকলের আলোচ্য। সৃষ্টিকর্তা মানুষকে পাপের প্রকৃতি দিয়েই ‍সৃষ্টি করেছেন। তাই তিনি তা হতে মুক্তির উপায়ও জানিয়ে দিয়েছেন। ভয় প্রদর্শন করেছেন কঠিন শাস্তির। যাতে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে পাপ-পঙ্কিল পথে পা না বাড়ায়। কখনও পদস্খলন হলে সে যে ক্ষমাপ্রাপ্তির ব্যাপারে নিরাশ না হয়। সে যেন সুমহান প্রভুর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়।

ইসলামের বিধানে আছে পাপ মুক্তির নানা উপায়। আর সে সব উপায় জানাতে শ্রদ্ধেয় শাইখ Abdul Hamid Al-Faizi Al-Madani 📖পাপ, তার শাস্তি ও মুক্তির উপায় শিরোনামে একটি গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেছেন।

বইটির পৃষ্ঠা সংখ্যা 472
মূদ্রিত মূল্য: 375/-
প্রকাশিত হয়েছে Wahidiya Islamia Library - المكتبة الواحدية الإسلامية

১৩টি বইয়ের মূদ্রিত মূল্য: 770/-রেগুলার 20% ছাড়ে 610/-২০ বছর পূর্তি 35% অফার মূল্য: 500/- ( অফার চলবে পুরো এপ্রিল-2025 মা...
15/04/2025

১৩টি বইয়ের মূদ্রিত মূল্য: 770/-
রেগুলার 20% ছাড়ে 610/-
২০ বছর পূর্তি 35% অফার মূল্য: 500/-
( অফার চলবে পুরো এপ্রিল-2025 মাস)

06/04/2025

আপনি যদি অনেক টাকা চান, তবে প্রথমে নিজেকে এমনভাবে তৈরি করুন, যে আপনি সেই টাকাকে কিভাবে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করবেন। চলুন, জেনে নেই কীভাবে আপনি আপনার দক্ষতা বাড়িয়ে টাকার ফ্লো আপনার দিকে আনতে পারেন!

✅ শূন্য থেকে শুরু করে শত কোটির ব্যবসা গড়তে হলে, আপনাকে যা শিখতে হবে

আজকাল আমরা সবাই সাফল্য পেতে চাই, কিন্তু সফল হতে গেলে অনেক কিছু শেখা প্রয়োজন। কেবল পরিশ্রম নয়, আপনাকে দক্ষ হতে হবে, পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে। আপনি যখন শূন্য থেকে শত কোটির ব্যবসা গড়তে চান, তখন আপনাকে একে একে অনেক কিছু শিখতে হবে। আপনাকে শিখতে হবে টিম ম্যানেজ করা, টাকার সঠিক ব্যবহার, মানুষকে ডিল করা, আত্মবিশ্বাসের সাথে স্মার্টলি মিটিংয়ে হাজির হওয়া, গুছিয়ে কথা বলা, নিজের লাইফে ডিসিপ্লিনড হওয়া—এবং আরও অনেক কিছু।

এই শেখার প্রক্রিয়া শুধু ব্যবসার জন্য নয়, বরং এই প্রক্রিয়ায় আপনি ক্রমাগত নিজেকে উন্নত করতে থাকেন। আপনি কেবলমাত্র ব্যবসায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো মানুষ হয়ে ওঠেন, আরও ক্যারিশ্ম্যাটিক হয়ে ওঠেন। আপনি যখন এই দক্ষতা অর্জন করেন, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ—নিজেকে—আপগ্রেড করছেন।

✅ কেন শুধু টাকা পেলেই সফল হওয়া যায় না?
এখন, আপনি যদি ভাবেন যে, "আজ যদি আমি অনেক টাকা পাই, আমি তখন বিশাল ব্যবসা শুরু করে ফেলব!" তবে হয়তো আপনি পুরোপুরি ভুল ভাবছেন। এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে, টাকা পাওয়ার পরও আপনি যদি দক্ষ না হন, তবে আপনি সেই টাকাকে কাজে লাগাতে পারবেন না। এটা ঠিক যে, অনেক টাকা থাকলে আপনি হয়তো কিছু কেনাকাটা বা কিছু খরচ করতে পারবেন, কিন্তু তা দিয়ে বড় কিছু তৈরি করতে পারবেন না।

লটারী বিজয়ীদের উদাহরণ দিচ্ছি। অনেক লটারী বিজয়ী হয়তো বিশাল পরিমাণ টাকা পেয়েছে, কিন্তু বেশিরভাগই জানে না তারা কিভাবে সে টাকা ব্যবহার করবে। এক সময় দেখা যায়, তারা সেই টাকা হারিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। কারণ, তাদের দক্ষতা এবং পরিকল্পনা ছিল না। তারা জানে না কেন তারা টাকা পেয়েছে, এবং সেই টাকা দিয়ে তারা কী করবে।

এছাড়া, এমনও অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বাবার দেওয়া জমি বা সম্পদ বিক্রি করে, কিন্তু তারা সেই টাকাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না। কেন? কারণ তারা টাকার মূল্য জানে না, তারা জানে না টাকাকে কিভাবে কাজে লাগিয়ে আয় করতে হয়। অদক্ষ হাতে কোটি কোটি টাকা কখনো নিরাপদ হয় না।

✅ দক্ষতা না থাকলে টাকাকে কাজে লাগানো সম্ভব নয়
আপনি যদি সাফল্য অর্জন করতে চান, তবে প্রথমে আপনাকে নিজেকে সেই পর্যায়ে উন্নত করতে হবে, যাতে আপনি বড় পরিমাণ টাকা গ্রহণের যোগ্য হতে পারেন। টাকা তখনই আপনার কাছে আসবে, যখন আপনি সিস্টেমেটিকভাবে নিজেকে প্রস্তুত করবেন। যদি আপনি ১০০ কোটি টাকার বোঝা নিতে প্রস্তুত না হন, তবে আপনি সেই টাকা আসলেও তা কাজে লাগাতে পারবেন না।

এটা যেমন, আপনি যদি ১০০ কোটি টাকা হাতে পান, কিন্তু আপনার ব্যবসায়িক দক্ষতা, সিস্টেম এবং পরিকল্পনা না থাকে, তখন সেই টাকা খরচ হয়ে যাবে। কিন্তু, যদি আপনার যথাযথ দক্ষতা এবং পরিকল্পনা থাকে, আপনি সেই টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন।

আপনি যতটুকু উপার্জন করছেন, ততটুকুই আপনার যোগ্যতা
এটা সত্যি—আপনি আসলে ঠিক ততটুকুই উপার্জন করছেন, যতটুকু আপনার যোগ্যতা। তাই, যদি আপনি চান যে আপনার উপার্জন বাড়ুক, তবে প্রথমে আপনাকে নিজের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে। আপনার যোগ্যতা বাড়ানোর পর, টাকার ফ্লো আপনার দিকে আসতে শুরু করবে, এবং আপনি যা চান তা পেতে পারবেন।

আপনার যদি সেলসের দক্ষতা না থাকে, টিম ম্যানেজমেন্টে দক্ষতা না থাকে, সময়ের সঠিক ব্যবহার জানেন না, এবং নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করার দক্ষতা না থাকে, তবে কোনো পরিমাণ টাকা দিয়েও আপনি বড় কিছু করতে পারবেন না।

✅ নতুন স্কিল শিখে নিজের জীবন পাল্টান
নিজের দক্ষতা বাড়ানো শুরু করুন—এটা আপনার সবচেয়ে বড় উপার্জন। যত বেশি আপনি শিখবেন, ততই আপনি সঠিক পথে এগিয়ে যাবেন। আপনি যদি সেলস, টাইম ম্যানেজমেন্ট, পাবলিক স্পিকিং, ক্লায়েন্ট পারসুয়েড করা—এইসব স্কিল শিখতে শুরু করেন, তবে আপনি নিজের জীবনের পরিস্থিতি পাল্টাতে পারবেন।

দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি সেই পর্যায়ে পৌঁছাবেন, যেখানে আপনি ভালো পরিকল্পনা এবং ব্যবসায়িক দক্ষতা নিয়ে যেকোনো পরিমাণ টাকা কাজে লাগাতে পারবেন। তখন টাকা কেবলই একটি উপকরণ হয়ে দাঁড়াবে, যা আপনার সাফল্যের পথে চলতে সহায়ক হবে।

✅ শেষ কথা:

টাকা আর দক্ষতা একে অপরের পরিপূরক। আপনি যত বেশি নিজের দক্ষতা বাড়াবেন, তত বেশি আপনি সাফল্য অর্জন করবেন। সঠিক দক্ষতা এবং প্রস্তুতি না থাকলে, টাকা কখনই আপনার জীবনে সঠিকভাবে কাজ করবে না। তাই, আজ থেকেই নিজের স্কিল এবং দক্ষতা বাড়ানো শুরু করুন—টাকা নিজে এসে আপনার জীবনে প্রবাহিত হবে।
জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে সুপার ফর্মুলাটি পেতে হোয়াটসআ্যপ চ্যানেলে জয়েন হোন। https://whatsapp.com/channel/0029Vb6JtlzIt5rohdhlTy0S

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে
"ব্রেইনকে ট্রেইন করে হয়ে উঠুন সবার সেরা" লিংক।
https://t.me/dbsdss

হোয়াটসআ্যপ গ্রুপে সংযুক্ত থাকতে পারেন। https://chat.whatsapp.com/GPKk7YrqMK73UNpZQYzvDW
Collected-Hridom

সত্যিকারের রিজাল- পুরুষ‼️পুরুষ মানুষ মাত্রই নারীদের প্রতি আকর্ষণ রয়েছে। কোনো মেয়ে পাশ দিয়ে হেঁটে গেলে হৃৎপিণ্ডের ধুপধুপা...
19/02/2025

সত্যিকারের রিজাল- পুরুষ‼️

পুরুষ মানুষ মাত্রই নারীদের প্রতি আকর্ষণ রয়েছে। কোনো মেয়ে পাশ দিয়ে হেঁটে গেলে হৃৎপিণ্ডের ধুপধুপানি শুরু হয়ে যায়। যদিও আমরা নারী সঙ্গ পেতে চাই- যেটা পুরুষের স্বাভাবিক ফিতরাত- কিন্তু আমরা এমন একটা সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে আমরা কেউ বিয়ে করতে রাজি নই। আমরা গার্লফ্রেন্ড বানাব, হাঁটে-মাঠে-ঘাটে-লিঠনের ফ্ল্যাটে ঘুরে বেড়াব, সব ঠিক আছে! কিন্তু বিয়ে? নো ওয়ে! বিয়ে, সংসার, স্ত্রীর প্রতি দায়বদ্ধতা, স্যাকরিফাইস, জীবনের চ্যালেঞ্জ এবং নানান দুঃখকষ্টের এই যে পথ-সেটা কেবল একজন রিজাল-সত্যিকারের পুরুষই পাড়ি দিতে পারে। এরাই হলো 'real man'। আর এ পথ যারা পাড়ি দিতে চায় না, যারা দায়িত্ব নিতে চায় না, এরা হলো male! সমাজে আজ চারদিকে শুধু 'Male', যার কারণে সহজলভ্য হয়েছে যিনা। কেউ আজ দায়িত্ব নিতে চায় না। তরুণরা লুকিয়ে বিয়ে করে, সবার অগোচরে, অনেক সময় ছেলে-মেয়ে উভয়ের পরিবারের অগোচরে। আবার সবার অগোচরে ছেড়েও দেয়। এরা দ্বীন নিয়ে তামাশা করে। নিজের পরিবারের কাছে, সমাজের কাছে বিয়ের কথা বলার মতো, নিজের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তোলার মতো 'পৌরুষ' এদের নেই।

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না। একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়। সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে। সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে। সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়। সত্যিকারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়, এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইস-যা সবাই পারে না। এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়। সবাই বাচ্চাকাচ্চা ভালোবাসে, আদর করে, কিন্তু 'বাবা' হওয়ার দায়িত্ব সবাই নিতে চায় না। কারণ এখানে চ্যালেঞ্জ আছে, স্যাকরিফাইস আছে, দায়িত্ববোধ আছে। কেবল সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে কেউ 'পুরুষ' হতে পারে না, বরং সেই সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে বড় করার চ্যালেঞ্জ যে নিতে পারে, সত্যিকারের 'পিতা' হওয়ার স্যাকরিফাইস যে করতে পারে, সেই রিজাল- পুরুষ- The real man!

বই: এপিটাফ; পৃষ্ঠা: ২৯

◾ পার্সোনাল রেটিং: ৯.৭ (১০ এর মধ্যে)◾ পাঠ প্রতিক্রিয়া: ক্যাপিটালিজমের বিরুদ্ধে অর্থনীতিকেন্দ্রিক ভিন্নধর্মী একটি বই। 'প...
19/02/2025

◾ পার্সোনাল রেটিং: ৯.৭ (১০ এর মধ্যে)

◾ পাঠ প্রতিক্রিয়া:

ক্যাপিটালিজমের বিরুদ্ধে অর্থনীতিকেন্দ্রিক ভিন্নধর্মী একটি বই। 'পরিশ্রম করলে সফলতা আসবে' কিংবা 'মসজিদে বসে ইবাদত করলে রিজিক হেঁটে হেঁটে আসবে' এ দুই প্রান্তিকতার বিপরীতে মধ্যপন্থী দর্শন লালন করে বইটি।

বইটির সবচেয়ে উপকারী দিক হলো প্রান্তিক দৃষ্টিভঙ্গির দরুন উদ্ভূত সংশয়ের সমাধান দেওয়া। বইটিতে আমাদের পূর্ববর্তীদের ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গির উদাহরণ বইটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বইটি আমাদের সম্মুখে কাড়ি কাড়ি টাকা কামানোর রাস্তা বলে দেয় না। বরং আমাদের ব্যবসার মাইন্ডসেট কেমন হবে, পরকালীন মুক্তি এবং ইহজাগতিক জীবনে অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ বাতলে দেয়।

বইটি অনেক সুখপাঠ্য। তবে কিছু কিছু জায়গায় মনে হয়েছে লেখক তাঁর মূল মেসেজ পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেননি। এছাড়া কিছু কিছু জায়গায় আঞ্চলিক শব্দের প্রয়োগ আছে যেগুলো দেখতে একটু খারাপ লেগেছে। যেমন:পৃষ্ঠা ২৫; কাঁদাকাটি।... প্রচলিত শব্দ ব্যবহার করলেই বেশি ভালো লাগতো। তবে এগুলো ভুল হিসেবে ধর্তব্য না।

সত্যায়ন বরাবরের মতো সম্পাদনার ক্ষেত্রে কোনো কমতি রাখেনি। সর্বোপরি, বইটি ইসলামপন্থী সবার জন্য হাইলি সাজেস্টেড। বাজারের সস্তা মোটিভেশনাল বইয়ের থেকে এই বই অনেক বেটার।

(ইসলামবিরোধী বা নাস্তিকদের জন্য এজন্য সাজেস্টেড না, তারা তো ইসলামিক কোন কিছুই মানে না বা বিশ্বাস করে না। তাই তারা সমাধান বিশ্বাস করবে এই ঈমান আমার নেই।)

◾বই পরিচিতি:

▪️ বইয়ের নাম: ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
▪️ লেখকের নাম: মাওলানা সালেহ আজাদী
▪️ প্রকাশনী: সত্যায়ন প্রকাশন

পিক এবং রিভিউ : খালিদ হাসান

Mizanur Rahman Azhari কর্তৃক লিখিত নতুন বই "এক নজরে কুরআন"।  ১ ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাক...
12/02/2025

Mizanur Rahman Azhari কর্তৃক লিখিত নতুন বই
"এক নজরে কুরআন"।
১ ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। সহজবোধ্য, সহজে পাঠ্য, গল্পের ছলে mind এ mapping হয়ে যায়!

আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের ১কপি থাকা আবশ্যক। সবার অন্তত একবার বইটির শুরু থেকে শেষ পড়া উচিত। Specially যারা student, তরুণ প্রজন্মের প্রতিনিধি।

অবশ্যই পবিত্র কুরআনে রয়েছে সকল সমস্যার সমাধান।

21/01/2025

নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশী।
যেটা করতে নিষেধ করা হয়, সেটা অক্ষরে অক্ষরে সম্পন্ন হয়,,
প্রায় প্রত্যেকটা বিষয়েই,,যখন নিষেধ করা হবে তখন এমনভাবে "আচ্ছা ঠিকাছে" বলবে, আপনি বিশ্বাস করতে পুরোপুরি বাধ্য,,কিন্তু পরক্ষনেই দেখবেন সেই কাজটাই তার দ্বারা সম্পন্ন হয়ে গেছে,,আর প্রতিনিয়ত হয়েই যাচ্ছে,,যার কারনে একজনের প্রতি এমনিতেই মন উষ্টে যায়,,

উল্লেখ্যঃ পড়ালেখা যদি নিষিদ্ধ হতো, তবে দেখা যেতো, আমরা রুমের দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে পড়ছি।

01/01/2025

প্রতি সপ্তাহে অন্তত একটা বই পড়ে শেষ করুন!

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Porosh's Light House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Porosh's Light House:

Share

Category

BEST YOUTUBE CHANNEL

For The Enlightened World