উত্তরের দর্পণ

উত্তরের দর্পণ বগুড়া সহ সারাদেশের গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। সদা সত্য প্রকাশ!

বগুড়া ধুনটে তিন সন্তানের মা হলে আঁখি খাতুনবগুড়ার ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নেরতিন সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ আঁখি খাতুন...
17/11/2025

বগুড়া ধুনটে তিন সন্তানের মা হলে আঁখি খাতুন

বগুড়ার ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের
তিন সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। আজ সোমবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দু'টি কন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও তিন নবজাতকই সুস্থ আছে বলে জানা যায়।
তিন সন্তানের জন্ম দেওয়া আঁখি খাতুন এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী। আজ সোমবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাকে একটি হাসপাতালে আয়শা-জবেদা ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরিবারের সম্মতিতে পরে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।
এদিকে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে আঁখি খাতুনের পরিবারে নেমে আসে আনন্দের বন্যা। নব-জাতকদের এক নজর দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালের দিকে ছুটে আসেন।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘রাজসাক্ষী’ হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ ...
17/11/2025

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘রাজসাক্ষী’ হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম/বাংলা ট্রিবিউন
collect.

16/11/2025

বগুড়ার শেরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে গাড়িদহ শাখায় এ ঘটনা ঘটে৷ তবে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক ও ফটকের পাশের একটি সাঁজিনা গাছের পাতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ২ কেজি গাঁ'জা'সহ ২ জন গ্রে'ফ'তা'র ১৫/১১/২৫ খ্রি. ০০.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার ...
16/11/2025

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ২ কেজি গাঁ'জা'সহ ২ জন গ্রে'ফ'তা'র

১৫/১১/২৫ খ্রি. ০০.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই (নিরস্ত্র) মোঃ ইফতেখায়রুল ইসলাম এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা ফ্লাইওভারের নিচে সাতমাথা টু কাহালু গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বিশু (৩৭), পিতা- মৃত: মজিবর আকন্দ, মাতা- মোছাঃ ছকিনা বেগম, সাং- এরুলিয়া আমবাড়ী, ২। মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মোঃ ইতরাজ আলী, মাতা- নূর জাহান, সাং- চকসূত্রাপুর সওদাগর পাড়া, উভয়ের থানা ও জেলা- বগুড়া'দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁ'জা উদ্ধার করা হয়।

গ্রে'ফ'তার'কৃত আ'সা'মী বিশু এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত আ'সা'মীর বি'রু'দ্ধে বগুড়া জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মা'ম'লা রু'জু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া’র ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রে'ফ'তা'র ১৫/১১/২৫ খ্রি. ১৭.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই (...
15/11/2025

বগুড়া’র ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রে'ফ'তা'র

১৫/১১/২৫ খ্রি. ১৭.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন মিয়া এর নেতৃত্বে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন সোনার বাংলা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রুবেল প্রামানিক (৩৭), পিতা- মোঃ ফজলুল হক, মাতা- মোছাঃ মোরশেদা বেগম, ২। মোঃ হানিফ সাকিদার (৩০), পিতা- মোঃ তৈয়ব আলী সাকিদার, মাতা- মোছাঃ হালিমা বেগম, উভয় সাং- দাড়িকামারী পশ্চিমপাড়া থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া'দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত আ'সা'মী'দ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য আইনে মা'ম'লা রুজু প্রক্রিয়াধীন আছে।

13/11/2025

বিচারকের স্ত্রীর প/র/কী/য়ার জেরে ছেলেকে খু/ন

#রাজশাহী

11/11/2025

বগুড়ায় ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) হ'ত্যার ঘটনায় ৮ বছর পর ৩ জনের মৃ'ত্যু'দ'ণ্ড ও ৩ জনের যা'ব'জ্জী'ব'ন কা'রা'দ'ণ্ড ও ১ লাখ টাকা করে জ'রি'মা'নার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ রা'য় ঘোষণা করেন।

#বগুড়া #রায় #গাবতলী #আদালত #দেশেরখবর

কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থাখাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি পালানোর ঘটনায় দায়িত্বে...
10/11/2025

কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা ৬ কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অপর ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি সোমবার (১০ নভেম্বর) নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার শাহাদত হোসেন।
বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন মো. রবিউল, পুল্টন চাকমা ও সাইফুল ইসলাম। আর বিভাগীয় মামলা করা হয়েছে সোবেদার মোতালেব হোসেন, প্রধান রক্ষী মো. মির হোসেন ও কারারক্ষী মো. ইয়াছিনের নামে। ঘটনার পর সোমবার চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূইয়া খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেছেন।

এদিকে কারাগারের জেল সুপার মো. লাভলু বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলাউদ্দিন।

জেল সুপার শাহাদত হোসেন বলেন, তিন হাজতি দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে ভেতরেই আটক করা সম্ভব হয়। বাকি দুইজন দেয়াল টপকে পালিয়ে যান। পরে শহরের টিএনটি গেট এলাকা থেকে পালাতক রাজিব হোসেনকে আবারও আটক করা হয়। তবে অপর হাজতি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন, তাকে ধরতে অভিযান চলছে।
জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশে দেয়ালের পাইপ বেয়ে উঠে দুই হাজতি পালানোর ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূইয়া কারাগার পরিদর্শন শেষে বলেন, কারারক্ষীদের গাফিলতির পাশাপাশি কারাগারের কাঠামোগত দুর্বলতাও এ ঘটনার কারণ। তদন্ত চলছে, এবং ইতোমধ্যে তিন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ১৯৬৪ সালে নির্মিত এই পুরনো সাব-জেলটির কাঠামো উন্নয়নের প্রয়োজন ছিল অনেক আগেই। খুব শিগগিরই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কারাগারটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সুত্র: ঢাকা পোস্ট।

 #ক্যান্সার_আক্রান্ত  #মা ও তার  #পঙ্গু_ছেলের পাশে দাঁড়ালেন  #তারেক_রহমান প্রেস বিজ্ঞপ্তি:“ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ...
10/11/2025

#ক্যান্সার_আক্রান্ত #মা ও তার #পঙ্গু_ছেলের পাশে দাঁড়ালেন #তারেক_রহমান

প্রেস বিজ্ঞপ্তি:
“ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার”— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে (১০ নভেম্বর ২০২৫) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন’-এর নেতৃত্বে অসহায় পরিবারটির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয়। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

বাংলাদেশের গর্ব, IUBAT গোল্ড মেডালিস্ট, সাবেক জিডি পাইলট এবং দেশের প্রথম সামরিক নারী বৈমানিক‘সোর্ড অব অনার’ প্রাপ্ত ফ্লা...
10/11/2025

বাংলাদেশের গর্ব, IUBAT গোল্ড মেডালিস্ট, সাবেক জিডি পাইলট এবং দেশের প্রথম সামরিক নারী বৈমানিক‘সোর্ড অব অনার’ প্রাপ্ত ফ্লাইং অফিসার Riana Azad আর নেই।
আমেরিকা প্রবাসী Riana Azad সুন্দরবনে নৌকা-ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন। আজ তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন

© Military Lovers ii

09/11/2025
বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত;[০৮ নভেম্বর ২০২৫ খ্রি.]বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফ...
08/11/2025

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত;

[০৮ নভেম্বর ২০২৫ খ্রি.]

বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া।

এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় শেরপুর থানার অনুকূলে বরাদ্দকৃত একটি ডাবল কেবিন পিক আপ অফিসার ইনচার্জ, শেরপুর থানা, বগুড়াকে হস্তান্তর করেন।

সবশেষে পুলিশ লাইন্সের ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, মেস ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করা হয়।

এ সময় বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Address

Bogura
Rajshahi
5800

Telephone

+8801748786786

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরের দর্পণ:

Share

Category