17/11/2025
বগুড়া ধুনটে তিন সন্তানের মা হলে আঁখি খাতুন
বগুড়ার ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের
তিন সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। আজ সোমবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দু'টি কন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও তিন নবজাতকই সুস্থ আছে বলে জানা যায়।
তিন সন্তানের জন্ম দেওয়া আঁখি খাতুন এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী। আজ সোমবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাকে একটি হাসপাতালে আয়শা-জবেদা ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরিবারের সম্মতিতে পরে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।
এদিকে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে আঁখি খাতুনের পরিবারে নেমে আসে আনন্দের বন্যা। নব-জাতকদের এক নজর দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালের দিকে ছুটে আসেন।