উত্তরের দর্পণ

উত্তরের দর্পণ বগুড়া সহ সারাদেশের গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। সদা সত্য প্রকাশ!

12/08/2025

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উৎযাপন #যুব #দিবস #জাতীয় #আন্তর্জাতিক #২০২৫ #বগুড়া

11/08/2025

মুষলধারে বৃষ্টি, বগুড়া রেলওয়ে স্টেশন থেকে সরাসরি

গাজীপুরের" দৈনিক প্রতিদিনের কাগজ "এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার জন্য সারা দেশব্যাপী সাংবাদিক...
10/08/2025

গাজীপুরের" দৈনিক প্রতিদিনের কাগজ "এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার জন্য সারা দেশব্যাপী সাংবাদিকদের প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সারিয়াকান্দি উপজেলার পাবলিক লাইব্রের এন্ড ক্লাব এর সামনে "জাতীয় সাংবাদিক সংস্থা" সারিয়াকান্দি শাখা এক মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছে। উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন" জাতীয় সাংবাদিক সংস্থা "সারিয়াকান্দি শাখার সকল সদস্য এবং অন্যান্য গণমাধ্যম কর্মী।

10/08/2025

বগুড়ায় দু/দ/কের গণশুনানিতে ভু-য়া প্রফেশনাল
ভার্সিটির পরিচালক সহ আ/ট/ক ২ #বগুড়া #দুদক #গণশুনানী

09/08/2025

বগুড়ায় মধুমতী ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়।

06/08/2025

বগুড়ায় জুলাই গ-ণ-অ-ভ্যু-ত্থা-নে-র বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালী #বগুড়া াংলা

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় বিশাল বিজয় র‍্যালী করেছে জেলা বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় শহরের আলতাফ...
06/08/2025

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় বিশাল বিজয় র‍্যালী করেছে জেলা বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা চারটা থেকে নেতাকর্মীরা বাদ্যবাজনার সাথে মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে থাকে।
বিজয় মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন,সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ প্রমুখ।

06/08/2025

জুলাই গ'ণ'অ'ভ্যু'ত্থা'ন দিবস উপলক্ষে বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্মদলের বিজয় র‍্যালী

গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা৫আগস্ট গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠি...
05/08/2025

গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

৫আগস্ট গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মীর্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, এ্যড. পলাশ খন্দকার, এ্যড. মোজাম্মেল হক, শেখ শাহেদ, মামুনুর রশিদ, প্রতিক ওমর, হারুনুর রশিদ তালুকদার, আইনুর ইসলাম, ফেরদৌসুর রহমান, রায়হান আহমেদ রানা। আলোচনা সভায় বক্তারা বলেন, কোনজাতিকে দির্ঘদিন নিস্পেষিত করে ক্ষমতায় থাকা যায়না। শহীদদের ত্যাগকে সন্মান জানাতে হবে। শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যসিস্টদের প্রেতাত্মা এখনও আছে, ভারতে থেকে পলাতক হাসিনা হুংকার দিচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলে অভিহিত করেন। ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করলে দেশকে অস্বীকার করা হয়। আমাদের বিজয়কে সংহত করতে হবে, শোষন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার জন্য বতর্মান সরকারের কাছে দাবি জানানো হয়। শহীদদের পরিবারের প্রতি সার্বিক সহযোগীতা ও আহতদের সুচিকিৎসা এবং নির্ভুল ভাবে শহীদ এবং আহতদেও তালিকা প্রস্তুত করে জাতির সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, রাফু, সুলতান আহমেদ, শামিম আহমেদ, মেহেদী হাসান লিটন, আব্দুল করিম, শাহ আলম শেখ মুক্তার, আবু মুসা, ঈশা খাঁন, গোলজার হোসেন মিঠু, রেজাউল হক বাবু, আল আমিন, হাসানুজ্জামান পলাশ, আল মুমিন, শুভ, ইনসান শেখ, মোমিন, প্রমুখ।

05/08/2025

বগুড়ায় ‘জুলাই গ/ণ/অ/ভ্যু/ত্থা/ন দিবসে’ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন

04/08/2025

২ আগষ্ট'২৫ সন্ধ্যায় বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের অভিষেক অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Address

Bogura
Rajshahi
5800

Telephone

+8801748786786

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরের দর্পণ:

Share

Category