
10/05/2025
ফাহিম যাওয়াদ
বিভাগ: পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেশন: ২০১৭–১৮ (রাবি ৬৫),
রাজশাহী বিশ্ববিদ্যালয়
আজ ১০ মে সকালবেলা কাউকে কিছু না জানিয়ে ঢাকার বাসা (রসূলবাগ, শাপলা চত্বর, সিদ্ধিরগঞ্জ) থেকে বের হয়ে যায় ফাহিম। বাসায় তার ডায়েরি থেকে জানা যায়, সে ব্যক্তিগত নানা কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছিল। যাওয়াদ তার মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে।
পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলেছে।
ফাহিমের সঙ্গে কেউ যদি কোনোভাবে যোগাযোগ করে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের যেকোনো নম্বরে দ্রুত জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:
01711456927 (ফাহিমের বাবা)
01686067447 (তাসিন – বন্ধু)