RU Radio - Campus on AIR

RU Radio - Campus on AIR ক্যাম্পাসে আনাগোনা, চারপাশে হৈচৈ
টুকিটাকি প্যারিসে লেগে থাকে মুখে খৈ।
সারাদিন ঘুরিফিরি আড্ডা হৈচৈ,
RU Radio তে রাতভর মেতে রই!

ফাহিম যাওয়াদবিভাগ: পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেশন: ২০১৭–১৮ (রাবি ৬৫),রাজশাহী বিশ্ববিদ্যালয়আ...
10/05/2025

ফাহিম যাওয়াদ
বিভাগ: পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেশন: ২০১৭–১৮ (রাবি ৬৫),
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ ১০ মে সকালবেলা কাউকে কিছু না জানিয়ে ঢাকার বাসা (রসূলবাগ, শাপলা চত্বর, সিদ্ধিরগঞ্জ) থেকে বের হয়ে যায় ফাহিম। বাসায় তার ডায়েরি থেকে জানা যায়, সে ব্যক্তিগত নানা কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছিল। যাওয়াদ তার মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে।

পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলেছে।

ফাহিমের সঙ্গে কেউ যদি কোনোভাবে যোগাযোগ করে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের যেকোনো নম্বরে দ্রুত জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
01711456927 (ফাহিমের বাবা)
01686067447 (তাসিন – বন্ধু)

শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত Population Poribar League- PPL এর ষষ্ঠ আসর, পাওয়ার্ড বাই GO PLANE  , মিডিয়া পার্টনার Cl...
17/04/2025

শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত Population Poribar League- PPL এর ষষ্ঠ আসর, পাওয়ার্ড বাই GO PLANE , মিডিয়া পার্টনার Click Flick এবং ব্রডকাস্ট পার্টনার RU Radio - Campus on AIR ।

পপুলেশন পরিবার লীগ সিজন ৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে ১৭ এপ্রিল ২০২৫, সকাল সাড়ে ১০ টায় হবিবুর মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব তপন কুমার রায় স্যার টুর্নামেন্টের উদ্বোধন এবং ট্রফি উন্মোচন করেন।
চরম উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় PPL-6 এর প্রথম ম্যাচ Invincible Warriors এর প্রতিপক্ষ Reckless Gladiators।
প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে Invincible Warriors, প্রথম ওভারে Reckless Gladiators এর ওপেনিং বোলার মুজাহিদের বোলিং ও টিমের দুর্দান্ত ফিল্ডিংয়ে ইকোনোমিক স্পেল দেখে যখন বোলার মেইডেন ওভারের প্রতীক্ষায় তখনই সকল প্রত্যাশার বাঁধ ভেঙে ছক্কা হাঁকান Invincible Warriors এর অভিজ্ঞ ব্যাটার নাঈম। সকল দর্শক ও খেলোয়াড়ের আনন্দ ও জোশ তুঙ্গে।

তবে এই আনন্দদায়ক ম্যাচে বাধা হিসেবে শুরু হয় বা প্রত্যাশিত বৃষ্টি। যার ফলে ম্যাচটি রিসিডিউল করা হয় ১৯ এপ্রিল ২০২৫; সকাল ৭:৪৫ ।

১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার PPL Season-6 এর
প্রথম ম্যাচ -
Challengers Inferno vs Invincible Warriors
সময়: সকাল ৭:৪৫

দ্বিতীয় ম্যাচ -
Reckless Gladiators vs Prince Warriors
সময়: দুপুর 2:45

🎙️ **Campus Adda – Where Style Meets Stories!** 🎙️  This **Thursday, April 17, 2025, at 9 PM**, get ready to dial up the...
17/04/2025

🎙️ **Campus Adda – Where Style Meets Stories!** 🎙️

This **Thursday, April 17, 2025, at 9 PM**, get ready to dial up the vibes as **RJ Mastury** hosts another fabulous episode of **Campus Adda**, **LIVE** on *RU Radio – Campus On Air*!

Strutting into the spotlight are our fashion-forward guests—**Roshni** and **Tazz** from **BGMEA University of Fashion & Technology (BUFT)**—bringing the perfect mix of sass, stories, and campus chaos! Expect laughter, fashion talk, and a whole lot of unexpected fun!

Tune in, vibe out, and let’s make it a night to remember!

শুরু হচ্ছে আমাদের নতুন শো👉🎙️" Department Talk" 🎙️Today History Department Edition 🎙️🗓️  বৃহস্পতিবার, ১৭ এপ্রিল⏰ রাত ১০ ট...
17/04/2025

শুরু হচ্ছে আমাদের নতুন শো👉

🎙️" Department Talk" 🎙️
Today History Department Edition 🎙️
🗓️ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল
⏰ রাত ১০ টায়
📻 RU Radio Campus On Air

আজ রাত ১০টায় RU Radio Campus On Air এ শুনুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তিন তরুণ শিক্ষার্থীর গল্প।
💬 তাদের অভিজ্ঞতা, শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভাগ নিয়ে নানা আলোচনা নিয়ে আসছে এই বিশেষ পর্বে।
🔥 একটি প্রোফেশনাল আলোচনার পাশাপাশি জানুন বিভাগের ইতিহাস ও শিক্ষার্থীদের মনের কথা!
🎧 Tune in to RU Radio Campus On Air!

ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো—কে যেন বললো স্ত্রী মারা গেছে, সন্তান না...
17/04/2025

ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো—কে যেন বললো স্ত্রী মারা গেছে, সন্তান নাই, নিঃসঙ্গ জীবন। কিন্তু এখন জানা গেল, সেসব অনেকটাই ভুল।

রুহুল আমিনের স্ত্রী জীবিত, মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে ঢাকায় অল্প বেতনে চাকরি করে।
তিনি বেঁচে ছিলেন ঋণের চাপে—পেঁয়াজ চাষের জন্য এনজিও থেকে নিয়েছিলেন মোট ১.৯৪ লাখ টাকা ঋণ, এখনো বাকি ৯৯ হাজারের মতো। প্রতি সপ্তাহে দিতে হতো ৪,৪৫০ টাকা করে কিস্তি।

জমিও ছিল না নিজের—বর্গা জমিতে ১ বিঘা ৫ কাঠা চাষ করেছিলেন, যেখানে পেঁয়াজের দাম পড়েছে এতটাই কম যে উৎপাদন খরচই ওঠেনি। বাধ্য হয়ে সুদে আরও টাকা নিয়েছিলেন মহাজনের কাছ থেকে।

এখানেই গল্প শেষ। আর ফেরার পথ ছিল না।

আমরা শহরে বসে বিষণ্ণতা নিয়ে কবিতা লিখি, পোস্ট দিই, কিন্তু গ্রাম বাংলার কৃষকের বেঁচে থাকার লড়াই অনেক বেশি নীরব, কষ্টের এবং নির্মম।

ফসলের দাম কমে গেলে আমরা খুশি হই—"সস্তায় পেয়াজ কিনতে পারছি!"
কিন্তু সেই সস্তা পেঁয়াজ হয়তো একজন কৃষকের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়ায়।

রাষ্ট্রের সব কিছুতে বাজেট বাড়ে, ভর্তুকি বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে— শুধু কৃষক থাকে আলোচনার বাইরে।

Asif Ahnaf

Population Poribar League- PPL  Season - 6, 2025 এর ব্রডকাস্ট পার্টনার RU Radio - Campus on AIR পপুলেশন পরিবার লীগ (PPL)...
14/04/2025

Population Poribar League- PPL Season - 6, 2025 এর ব্রডকাস্ট পার্টনার RU Radio - Campus on AIR

পপুলেশন পরিবার লীগ (PPL) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্ট।

এটি ২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়। ১৭ মার্চ, ২০১৭ তারিখে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়, যেটা বিভাগীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত। ২০১১-১২ সেশনের প্রাক্তন শিক্ষার্থী শুভ কামনাশীষ রায় সহ আরো বেশ কয়েকজন এলামনাসবৃন্দের নেতৃত্বে প্রথমবারের মতো পিপিএলের দল গঠিত হয়, যা বিভাগের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক নতুন সংযোগ সৃষ্টি করে। পাঁচটি দল - Invincible Warriors, Reckless Gladiators, Team Terminator, Prince Warriors এবং Challengers Inferno এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতার মাঝেও সম্প্রীতির বার্তা বহন করে।

২০১৭ সাল পথকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে এই আয়োজনের সাফল্যে অবদান রেখেছেন। পিপিএল শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়, বরং এটি বিভাগীয় শিক্ষার্থীদের ঐতিহ্য ও সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। পিপিএল এখন বিভাগের একটি জনপ্রিয় বার্ষিক ক্রীড়া ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

13/04/2025

খেলবেন নাকি?

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু। বৈসাবি উৎসব সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি (বাংলা বছরের চৈত্র সংক্র...
12/04/2025

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু। বৈসাবি উৎসব সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি (বাংলা বছরের চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখের আগে) পালিত হয়।

বৈসাবি শব্দটি তিনটি উৎসবের নামের সমন্বয়ে গঠিত— বৈসুক, সাংগ্রাই ও বিজু। এটি পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি আদিবাসী সম্প্রদায়— চাকমা, মারমা ও ত্রিপুরা —এর সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি প্রকৃতি, সম্প্রীতি ও নতুন বছরের স্বাগতের প্রতীক।

✨ বৈসাবির তিনটি উৎসব
1. বৈসুক (চাকমা):নতুন ফসল ও বছরের আগমনী।
2. সংগ্রাই (মারমা):পানি উৎসব ও সম্প্রীতির প্রতীক।
3. বিজু (ত্রিপুরা): রঙ, সংগীত ও ঐতিহ্যবাহী খাবারের উৎসব।

🌿 কেন উদযাপন করা হয়?
- প্রকৃতির সাথে সৌহার্দ্য প্রকাশ।
- সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা।
- নতুন বছরের শুভেচ্ছা ও আশীর্বাদ বিনিময়।

� উদযাপনের রীতি
- পানি খেলা: সংগ্রাইয়ের দিনে রাস্তায় পানি ছিটিয়ে শুদ্ধতা ও আনন্দ প্রকাশ।
-ফুল বিজু: ত্রিপুরা নারীরা সকালে ফুল দিয়ে বাড়ির আঙিনা সাজান।
- ঐতিহ্যবাহী নৃত্য ও গান: যেমন চাকমাদের ঝুমুর নাচ, মারমাদের কাঠি নাচ।
-পিঠা-পুলির আয়োজন: বিভিন্ন স্বাদের স্থানীয় খাবার বিনিময়।

🌏বৈসাবির বৈশ্বিক পরিচিতি
২০১৭ সালে UNESCO "Mongol New Year" (যার সাথে সংগ্রাইয়ের মিল আছে) কে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায়, বৈসাবিও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে।

#পার্বত্য_উৎসব #সাংস্কৃতিক_বৈচিত্র্য #বৈসাবি_২০২৫

Long march "United for Justice, Walking for Peace. Join us as we raise our voices for Gaza — because silence is not an o...
12/04/2025

Long march "United for Justice, Walking for Peace. Join us as we raise our voices for Gaza — because silence is not an option.
Slogan: 'From the River to the Sea, Palestine Will Be Free.'



Picture: Collected

11/04/2025

অনেক মুভিতে পলিটিশিয়ানদের নানান রুপ দেখতাম, মাথায় ঢুকতো না।
ইদানিং বুঝতে পারছি! 🥱

𝗔𝗱𝗩𝗮𝗻𝘁𝗮𝗸𝗲 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼𝗫 – Empowering Brands Globallyএই ডিজিটাল যুগে, branding এবং marketing ছাড়া কোনো business grow করা কঠিন। ...
11/04/2025

𝗔𝗱𝗩𝗮𝗻𝘁𝗮𝗸𝗲 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼𝗫 – Empowering Brands Globally
এই ডিজিটাল যুগে, branding এবং marketing ছাড়া কোনো business grow করা কঠিন। দীর্ঘদিন digital marketing, video content creation এবং প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু হয়েছে একটি নতুন উদ্যোগ — 𝗔𝗱𝗩𝗮𝗻𝘁𝗮𝗸𝗲 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼𝗫।

This new-age advertising and marketing agency is here to support businesses around the world with
premium promotional content, digital solutions, and smart marketing strategies.
আপনি থাকুন পৃথিবীর যেকোনো প্রান্তে — আপনার ব্যবসার জন্য আমরা তৈরি, with creativity, strategy, and ex*****on.

Let your brand speak louder, reach farther, and grow stronger — with Advantake StudioX.

Stay connected:
Facebook: facebook.com/advantake.studiox
Instagram: instagram.com/advantake_studiox

Only 5 days left! Hurry up guys!
11/04/2025

Only 5 days left! Hurry up guys!

🎙️ RU Radio-Campus on Air is Hiring! 🚀

Do you have a passion for radio and media? Want to be part of something exciting? RU Radio-Campus on Air is looking for dynamic and enthusiastic individuals to join our team!

🔹 Open Positions:
✅ RJ (Radio Jockey) – Be the voice of our station!
✅ Head of HR & Admin – Manage recruitment & operations.
✅ Head of Content – Plan & create engaging radio content.
✅ Head of Broadcast – Oversee live shows & technical management.

জয়েন করতে চাইলে আপনাকে ফলো করতে হবে এই ৩টি ধাপ।..
১। আপনার ৫ জন বন্ধুকে মেনশন দিন।
২। এই পোস্টটি শেয়ার করুন।
৩। নিচের ফর্মটি পূরন করুন (ফর্মে আপনার উপরের দুটি কাজের স্ক্রিনশট যুক্ত করতে হবে)।

📌 Application Fee: 100 BDT
📌 Payment Methods: bKash / Nagad / Rocket – 01879533674
📌 Apply Now: https://forms.gle/pDNEb6um361DpZ7r5

⏳ Don’t miss this opportunity to be a part of RU’s first-ever radio station! Apply today and let your voice be heard! 🎤🔥

Address

Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when RU Radio - Campus on AIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category