04/01/2026
শাড়ি পরে আজকে সেই ছেলেটার সাথে বাইরে ঘুরতে গেলাম যাকে নিয়ে কিশোরী বয়সে রাজ্যের স্বপ্ন দেখতাম। বড় হবো একসাথে, বিয়ে করবো, একটা বাসা হবে দুইজনের, সংসার করবো। আজকে বছরের প্রথম দিন, সেই ছেলেটার সাথে ঘুরেটুরে একসাথে বাসায় আসলাম, আমাদের বাসায়, আমাদের দুইজনের ছোট্ট বাসায়। কতক্ষণ কম্বলের নিচে জড়াজড়ি করলাম। এখন ছেলেটা চা বানায়, ব্যাকগ্রাউন্ডে kaavish এর dekho বাজে।
স্বপ্নের জীবন সত্য হওয়া বুঝি একেই বলে!🤍
-Nafi