05/10/2025
"তুমি" নামক এক পরজীবীর অস্তিত্ব বেড়ে উঠেছিলো আমার মগজে।
যতই হাঁসফাঁস করি, যতই মাথা ঝাঁকুনি দি তোমার বৃক্ষ মূল আমার মগজ থেকে ঝেড়ে ফেলে দেওয়া বড়ই দুষ্কর।
একযুগ ধরে পিপে তে জাক দেওয়া মদ আর তোমার ভালোবাসা দুটোয় রেট্রো ভাইরাসের সমতুল্য। ওই মদে যে এক সিপি মেরেছে সে যেমন আর বুঝে উঠতে পারেনি কিভাবে নিজেকে ফিরাতে হয়; ঠিক সেভাবে মস্তিষ্কের নিউরনের সংঘর্ষ ঘটিয়েছে রেট্রো ভাইরাস। অকালে হচ্ছে আরেকটি আত্মার বলি।
তুমুল মাদকতায় উদ্দিপ্ত যখন চারিপাশ। অন্যপাশে আমার হৃদয়ের ব্যাবচ্ছেদ। যেখানে হাজার মানুষ শত চেষ্টার পরেও বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্য উদঘাটন করতে পারেনি, সেখানে আমি নিতান্তই এক সাধারণ জীব হয়ে কিভাবে সেই রহস্য উৎঘাটন করি? বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও রহস্য ঘেরা তোমার আত্মা।
সব রহস্য যে উদঘাটন করা সম্ভব এমনটাও না; আমার যত এক্সপেরিমেন্ট সব লেখা থাকুক এই এপিটাফে, অনিচ্ছা সত্ত্বেও হালাল রিপ্রোডাকশনে পৃথিবীতে আসা আমার প্রজন্ম না হয় পড়বে সেই এক্সপেরিমেন্ট, জানবে আমাকে, জানবে আমার লেখার রহস্য।
_ফজলে
লেখা: জানুয়ারি ১৬, ২০২৪