FAZLE

FAZLE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FAZLE, Digital Creator, Rajshahi.

এই পেজ কখনো বিক্রি করা হবে না।

আমার প্রথম সবকিছু এর সাথে জড়িয়ে আছে, প্রথম লেখনি থেকে প্রথম সবই। ওই যে কথাতে আছে না, আমার জিনিস আমার কাছেই পচে যাক তবুও আমার ই থাক।

কিছু অন্ততঃ থাকুক স্মৃতি চারণ করার জন্য।

04/01/2026

শাড়ি পরে আজকে সেই ছেলেটার সাথে বাইরে ঘুরতে গেলাম যাকে নিয়ে কিশোরী বয়সে রাজ্যের স্বপ্ন দেখতাম। বড় হবো একসাথে, বিয়ে করবো, একটা বাসা হবে দুইজনের, সংসার করবো। আজকে বছরের প্রথম দিন, সেই ছেলেটার সাথে ঘুরেটুরে একসাথে বাসায় আসলাম, আমাদের বাসায়, আমাদের দুইজনের ছোট্ট বাসায়। কতক্ষণ কম্বলের নিচে জড়াজড়ি করলাম। এখন ছেলেটা চা বানায়, ব্যাকগ্রাউন্ডে kaavish এর dekho বাজে।
স্বপ্নের জীবন সত্য হওয়া বুঝি একেই বলে!🤍

-Nafi

24/12/2025

তুমি নিশ্চয়ই এই রাত-দুপুরে ঘুমাচ্ছো। অথচ দেখো আমার দু'চোখে একটুও ঘুম নেই। তোমাকে ভালোবেসে কি দারুণ দুঃখ ঝড়ে যায় রাতের পর রাত। তুমি ছাড়া প্রতিটি রাত আমার কাছে দীর্ঘ মনে হয়।
আমরা মানুষগুলো সত্যি কি অদ্ভুত তাই না? আমরা ভালোবেসে দুঃখ উৎপাদন করি। 🖤

24/12/2025

কেউ শোনেনি বলেই মানুষ লিখতে বাধ্য হয়।

23/12/2025

When he said “প্রেয়সী কখনো কু`ৎ`সিত হয়না” I was simply mesmerized.

I haven’t been watching this person’s videos for very long, but I’m deeply impressed by his way of speaking, his sense of humanity, his pure heart" everything about him truly fascinates me.
কি চমৎকার একজন মানুষ তিনি।

Video Courtesy : Nexus Television

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহর কাছেই আমরা প্রত্যাবর্তনকারী।শতবছর পরে জন্ম নেওয়া শিশুটিও জানবে—আমাদের একজ...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহর কাছেই আমরা প্রত্যাবর্তনকারী।

শতবছর পরে জন্ম নেওয়া শিশুটিও জানবে—
আমাদের একজন ওসমান হাদি ছিলেন,
যিনি কেবল একটি নাম নন,
ছিলেন সময়ের ভেতর রেখে যাওয়া এক দৃঢ় ছাপ।

মানুষ মরে যায়,
কিন্তু কিছু উপস্থিতি মৃত্যুকে অতিক্রম করে—
কথায়, কাজে, স্মৃতিতে।
ওসমান হাদি তেমনই একজন,
যাঁর অনুপস্থিতিও ইতিহাস হয়ে থাকে।

আল্লাহ তায়ালা তাঁকে মাগফিরাত দান করুন,
কবরকে নূরে ভরিয়ে দিন,
এবং শোকসন্তপ্ত সবাইকে
ধৈর্য ও সান্ত্বনা দান করুন। আমিন।

16/12/2025

07/12/2025

কি ভাবছো মনে পড়বে না..??
অবশ্যই পড়বে,শীতের বিকেলের ঠান্ডা বাতাস একদিন ঠিকই মনে পড়িয়ে দিবে পুরোনো দিনের কথা,মনে করিয়ে দিবে কোনো এক শীতের সময় তুমি আমার ছিলে, ইচ্ছে ছিল লাইফের শেষ শীত পর্যন্ত তোমার সাথে কাটাবো!!😊

কিন্তু কুয়াশার মাঝে সব হারিয়ে গেল!

যার জন্য স্বপ্ন দেখতে শিখেছিলাম, যার জন্য প্রতিদিন হৃদয়ে প্রার্থনা করতাম, সেই তুমি হয়ে গেলে আমার না পাওয়া গল্প। নিয়তি যে কত কঠিন। জীবন সব সময় বিনিময় খোঁজে , কিছু কেড়ে নেয় কিছু দেবার আগে। তোমাকে হারানোর মতো এত বড় বিসর্জন দিতে হবে তা কখনো কল্পনাও করিনি।

মনে করার মতো আমাদের কোনো মুহূর্ত হইত আমরা জমাতে পারিনি, হইত কখনও একসাথে হাঁটা হয়নি, হইত একসাথে বসে চা খাওয়া হয়নি। তবে শীতের বিকেলের ঠান্ডা বাতাস যখন মুখে লাগে, মনে হয়—এই হাওয়ার ভেতরেও তোমার কোনো না কোনো ছোঁয়া রয়ে গেছে।

প্রার্থনাতে ছিলে, থাকবে। মঙ্গল কামনা করবো সব সময়। তোমাকে বলতে না পারা কথাগুলো এখানেই পেয়ে যাবে। 🖤

25/11/2025

শৈশবের প্রিয় চ্যানেল CN মানে Cartoon Network জানলেও, বয়স বাড়ার সাথে সাথে অর্গানিক কেমিস্ট্রিতে তারে এখন নাইট্রাইল হিসেবেই জানতে হয়।

21/11/2025

ভূমিকম্প হলো নাকি?

20/11/2025

আমি অহংকারী? বাচ্চারা আমাকে দেখে হাসে প্রাণী রা আমার কাছে আসে অচেনা মানুষ আমার সাথে মনের কথা বলে মানুষ আমাকে তাদের গোপন কথা বিশ্বাস করে বলে.!

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when FAZLE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FAZLE:

Share