14/11/2023
বুবলীর চেয়ে অপু বিশ্বাস বেশি সংসারী টাইপ ছিলো, সুনেহরা থেকে পরীমনি বেশি সুন্দরী ছিলো, জেফারের থেকে রাফসানের বউয়ের যোগ্যতা সবচেয়ে বেশি ছিলো। তাও এরা হীরা ফেলে দিয়ে কয়লার দিকে ছুটে গেছে। আসলে পুরুষ কি চায় তা আসলে নিজেই জানে না বা বুঝে না। এতেই প্রমাণিত হয় সৌন্দর্য দিয়েও পুরুষকে নিজের করে রাখা যায় না।
তো এবার আসল কথায় আসি।
কয়দিন আগে একটা কথা ভাইরাল হলো যে নারী কিসে আটকায়।কিন্তু এখন সমগ্র নারী জাতি জানতে চায় পুরুষ কিসে আটকায়?