Chopol vlog & media

Chopol vlog & media "Effort is success" so I try to be a great journalist one day. Everyone will support me in making this endeavor a success.

I will try to solve all the misdeeds and irregularities of the society with your cooperation inshallah.......

21/07/2025
21/07/2025

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ। ৪-৫ গোলে মোহনপুর উপজেলা বিজয়ী

20/07/2025

নেসকোর নিয়োগে তিন দফা দাবি নিয়ে রাজপথে রুয়েট শিক্ষার্থীরা
স্থান: নেসকোর মুল ফটকের সামনে।
বিস্তারিত কমেন্টস বক্সে...

17/07/2025

কোন আয়োজন ছিলনা। শুধু বাচ্চাদের শান্তনা দিতে...এতটুকু

দেখতে দেখতে কিভাবে দুটি বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 🍝🍝🍝🍝🍝তোমার ছোট্ট হাত যখন আমার আঙুল ধরে হাঁটে, তখন মনে হয় পৃথিবী...
17/07/2025

দেখতে দেখতে কিভাবে দুটি বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 🍝🍝🍝🍝🍝

তোমার ছোট্ট হাত যখন আমার আঙুল ধরে হাঁটে, তখন মনে হয় পৃথিবীটা আমার হাতে রয়েছে! তোর হাসি, দুষ্টুমি, আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকে। 💖
তোকে ঘিরেই আমার পৃথিবী, তোর হাসিতেই আমার প্রশান্তি।

আমি দোয়া করি—
আল্লাহ যেন তোকে সুস্থ, নিরাপদ, বুদ্ধিমান ও সদয় হিসেবে বড় করে তোলেন। তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দে ভরপুর, সফলতায় পূর্ণ। 🤲

শুভ জন্মদিন আমার সোনা বাবু! 🎂🎈

12/07/2025

রাজশাহী সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মুজুমদার, সিনিয়র প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ ও সহকারি প্রেস সেক্রেটারি সুস্মিতা তিথি।
আগামী জাতীয় নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে জনগণকে উপহার দেবেন বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল। এসময় উপস্থিত সাংবাদিক ও সূধীজনরা নানা অসংগতি ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

06/07/2025

সুযোগ পেলেই আমার ফোন নিয়ে সারাক্ষণ টিকটক নিয়ে ব্যস্ত

02/07/2025

প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অবশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের

বাগমারা, রাজশাহী:
রাজশাহী বাগমারার দ্বীপপুর ইউনিয়নে এক প্রেমঘটিত ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার নানার বাড়িতে রাতের আঁধারে প্রবেশ করে এক তরুণ প্রেমিক। পরবর্তীতে ৩৩৩ নাম্বারে কল দিলে উভয়কে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জানা গেছে, লাউবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতনি, মোছাঃ রাজিয়া সুলতানা রোহী (১৬) বেড়াতে এসেছিল নানার বাড়িতে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মিরপুর গ্রামের মোঃ শাকিল আহমেদ স্বাধীন (১৭), মেয়েটির রুমে গোপনে প্রবেশ করে। আচমকা শব্দ শুনে মেয়ের নানা মফিজ উদ্দিন সন্দেহ করে এবং কপাট খুলতে বলেন। তখন দেখা যায়, রুমে এক যুবক অবস্থান করছে।

ছেলেটি নিজের পরিচয় দিয়ে জানায়, “আমি রোহীর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে প্রেম করছি। পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই রোহীর কথায় আজ নানার বাড়িতে এসেছি। বিয়ে না দিলে আমি রুম থেকে বের হবো না।”

এই ঘটনার পরপরই স্থানীয় জনতা ও মেয়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। পরবর্তীতে রাতেই উভয় পক্ষের অভিভাবকগণ আসেন। মেয়ের পরিবার জানায়, দু’জন পরস্পরকে ভালোবাসে এবং তারা রাজি থাকলে বিয়ে করাতে তারা আপত্তি করবে না। তবে মেয়ের পরিবার গরিব হওয়ায় ছেলের পরিবার বিয়েতে অনীহা প্রকাশ করে এবং এক পর্যায়ে হুমকি-ধামকিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।অন্যদিকে, আইনি দিক দিয়ে দুইজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জটিলতা দেখা দিয়েছে। ছেলের পক্ষ থেকে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ কল করা হলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দুইজনকে থানায় নিয়ে যায়।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম মুঠোফোনে জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। ছেলে মেয়েকে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়রা এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের একটি উদাহরণ হিসেবে দেখলেও, কেউ কেউ বলছেন, এই বয়সে প্রেমে জড়িয়ে পড়া এবং বিয়ে চাপিয়ে দেওয়া সমাজের জন্য চরম উদ্বেগজনক।

Address

Cantonment Road
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when Chopol vlog & media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chopol vlog & media:

Share