Sumu's Artistry

Sumu's Artistry اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه
(13)

আস্তাগফিরুল্লহ
31/05/2025

আস্তাগফিরুল্লহ

25/05/2025

❝হারাম বিষয়গুলোর প্রতি ঘৃণা আসাটাও মহান আল্লাহ তায়ালার দেওয়া এক বড় নেয়ামত..।
❤️ আলহামদুলিল্লাহ ❤️

24/05/2025

শিরোনাম: "দুয়া দিয়ে শুরু, দোস্তি দিয়ে পূর্ণ"

আয়েশা আর হাসান—দুজনেই একে অপরকে আগে থেকে চিনতেন না। আয়েশা ছিল একটি ইসলামিক লাইব্রেরির স্বেচ্ছাসেবী, আর হাসান ছিল সেই লাইব্রেরির নিয়মিত পাঠক। একদিন আয়েশার কথায় হাসান এক ইসলামিক বই পড়া শুরু করে, নাম ছিল "পবিত্র ভালোবাসার পথ"।

বইটা পড়ার পর, হাসান নিজের জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সে নিজের আমল ভালো করতে শুরু করে, পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত হতে শুরু করে, এবং মা-বাবার খেদমতে মন দেয়।

একদিন লাইব্রেরির প্রোগ্রামে আয়েশা বলল, "আল্লাহর জন্য ভালোবাসা সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা।" হাসান তার ভিতরে গভীর কিছু অনুভব করল, কিন্তু সে জানত, হালাল পথে হাঁটতে হলে আগে নিজেকে উপযুক্ত বানাতে হয়।

তিন বছর পর, যখন হাসান নিজের পড়াশোনা শেষ করে, নিজের জীবনের লক্ষ্য স্থির করে, তখন সে আয়েশার পরিবারের কাছে প্রস্তাব পাঠায়। আয়েশার বাবা খুশি হয়ে বলেন,
"যে ছেলে আল্লাহকে আগে ভালোবাসে, সে-ই আমার মেয়েকে হালালভাবে ভালোবাসতে পারবে।"

সাদাসিধে এক আকদ অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। আয়েশা বলল,
"
আমাদের ভালোবাসা শুরু হয়েছিল বইয়ের পাতায়, কিন্তু তা ছিল আল্লাহর রহমতে লেখা এক হালাল কাহিনী।"

---

সূত্র: 🌼المعرفة الإسلامية🌼

23/05/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ🥰
আমি বললাম আমি একাকীত্ব অনুভব করছি আল্লাহ বললেন"আমি তোমার নিকটেই"।
[ক্বাফ ৫০:১৬]

23/05/2025

মাইয়া মাইনষের আবার কিসের অতীত?
অতীত হয় কেবল ব্যাটা মাইনষের মাইয়াগো হয় "ক--লঙ্ক" ❤️‍🩹
Sumu's Artistry

21/05/2025

আবারও ১২৩ দেশকে পেছনে ফেলে সৌদি আরবে ১ম স্থানে বিজয় হলো বাংলাদেশের হাফেজ
আলহামদুলিল্লাহ 🤲

💔☝️😢
20/05/2025

💔☝️😢

🔵বিড়াল পালতে গিয়ে ফ্যান্টাসি ভোগা:আমাদের অনেকের মাঝে বিড়াল-কেন্দ্রীক কিছু ফ্যান্টাসি কাজ করে। এই যেমন অনেকেই মনে করে বি...
20/05/2025

🔵বিড়াল পালতে গিয়ে ফ্যান্টাসি ভোগা:

আমাদের অনেকের মাঝে বিড়াল-কেন্দ্রীক কিছু ফ্যান্টাসি কাজ করে। এই যেমন অনেকেই মনে করে বিড়াল পালন করা সুন্নাহ। এটা মারাত্মক ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালন করেছেন বা পালন করতে বলেছেন মর্মে কোনো হাদীস তো দূরের কথা, কোনো আছারও পাওয়া যায় না।

বিড়াল সংক্রান্ত যেসব হাদীস পাওয়া যায় তা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে। (সহীহ বুখারী, ৩৪৮২, ৩৩১৮; সহীহ মুসলিম, ২২৪২)

ফাতহুল বারীর রচয়িতা হাফেজ ইবনু হাজার আসকালানী রহ. এই হাদীসের ব্যাখায় ইমাম কুরতুবী রহ. এর সূত্রে বর্ণনা করেন, বিড়ালকে খানাপিনা দেয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না এই শর্তে বিড়াল পালা জায়েয আছে। (ফাতহুল বারী, ৬/৪১২)

কিন্তু এই জায়েয কাজ করতে গিয়ে অনেকেই সময় অপচয়, অর্থ অপচয়, এমনকি ফরজও ত্যাগ করে ফেলেন! ফেসবুকে বিড়াল-কেন্দ্রীক বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানে এর উদাহরণ পাবেন প্রচুর! কেউ কেউ বিড়ালের পেছনে মাসে হাজার হাজার টাকা খরচ করে ফেলেন! সারাদিন বিড়াল নিয়ে মাতামাতি, বিড়ালকে সোনা-বাবু নাম দেয়া, ঘরের মহিলা নিজেকে বিড়ালের মা আর পুরুষকে বিড়ালের বাবা বলে পরিচয় দেয়া এগুলো সবই ফ্যান্টাসির অন্তর্ভুক্ত। এমনকি বিড়াল পালন নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়ে বিচ্ছেদের মতো ঘটনাও দেখেছি। স্ত্রী সারাদিন বিড়াল নিয়ে ব্যস্ত থাকে এবং স্বামীকে সময় না দেয়ায় স্বামী বিড়াল পালতে নিষেধ করলে স্ত্রী ডিভোর্স দিয়ে দেয়।

সুতরাং, কারও যদি বিড়াল পালতে গিয়ে সময় ও অর্থ অপচয় হয়, ফরজ নামাজের কোনো খেয়াল না থাকে, তাহলে তার জন্য বিড়াল পালা জায়েয হবে না।

✍️উস্তায তানজিল আরেফিন আদনান

19/05/2025

Prawn bhuna recipe 😋

19/05/2025

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন, Sumu's Artistry এর একজন এ'ক্টি'ভ মে'ম্বা'র। জানতে পারি আপনি কোথা থেকে দেখছেন 🤍⁉️

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Sumu's Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share