08/08/2024
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে “বরেন্দ্র বিশ্ববিদ্যালয়” -এর আজকের অর্থাৎ ০৭/০৮/২০২৪ কর্মসূচি -
★আজ গোটা রাজশাহীতে আমরা মাইকে প্রচারণা চালাবো লুটপাট করা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের সংখ্যালঘু ভাইদের লুট করা সম্পদ অবিলম্বে ফেরত দিতে হবে। এরজন্য আমাদের লজ্জা পাওয়া উচিত।
★ পুরো রাজশাহী শহরে ক্লিন সিটি কর্মসূচি পালন করবো, আমার সকল ভাইবোনকে আগামীকাল রাজশাহীর লক্ষীপুর মোড়, রাজপাড়া থানা, ডিবি অফিস সহ ধ্বংসযজ্ঞ চালানো আসেপাশের সকল জায়গায় সকাল ১০টা থেকে আমরা ক্লিন কর্মসূচি শুরু করবো❤️🩹
✅স্থান: রাজশাহীর লক্ষীপুর মোর(মিন্টু চত্বর)
✅সময়: সকাল ১০ টা
✅তারিখ: ০৭/০৮/২০২৪
✅প্রয়োজনীয় বস্তু: ঝাটা, বেলচা, বাগ বা বস্তা।( দেশের জন্য এগিয়ে আসুন)
🛑নিচের “বিঃদ্রঃ” টা ভালো করে পড়বেন সবাই।
রাজশাহীর আমার সকল ভাইবোনদের এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আজকের কর্মসূচী সফল করার আহ্বান জানাচ্ছি।
মোঃ শিবলী নোমানী ইসলাম নীলয়
সাধারণ শিক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
🚩বিঃদ্রঃ
১। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করেই কাজ করে যাচ্ছে দেশের জন্য, শেষ পর্যন্ত আমরা তাদের সাথেই থাকবো। সুতরাং, অন্যকোনো নোটিশে আপনারা সারা দিবেন না কোনো কর্মসূচিতে, সেই নোটিশটা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে তৈরি করা হলেও সারা দিবেন না। আর প্রথম থেকেই প্রত্যেকটা নোটিশ আমি প্রদান করে যাচ্ছি, নোটিশের নিচে আমার এবং রেজওয়ান ভাইয়ের নাম এবং মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আজকে থেকে, আপনাদের কোনো কিছু জানার থাকলেও আমাদের সাথেই যোগাযোগ করবেন, আমার নামের নোটিশ ছাড়া অন্যকোন নামের নোটিশ এখানে গ্রহণযোগ্য নয়। অনুরোধ রইলো এটা, কারণ আপনাদের প্রতি আমাদের একটা বিশেষ দায়িত্ববোধ আছে বলে আমরা মনে করি।
২। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আইডিকার্ড সাথে রাখার চেষ্টা করবেন এবং সময় মতো আসার চেষ্টা করবেন।
🚩বিশেষ নির্দেশনা: এই নোটিশটা সকল শিক্ষার্থীদের মাঝে একটু ছড়িয়ে দিন। কারণ অনেকেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন নোটিশ পেয়ে বিভ্রান্ত হচ্ছে।
যোগাযোগ:
রিজওয়ান: 01785782925
নীলয়: 01306446400