
15/05/2025
রাত তখন ৯ টা ৩০ মিনিট হবে,,,আমি চট্টগ্রাম থেকে রাজশাহী যাবো বলে বসে আছি বাসস্ট্যান্ড,,
হঠাৎ একটি ছেলে আসলো, ফুটফুটে চেহারা , বয়স আর কত হবে পাঁচ কিংবা ছয় ,,,শর্ট প্যান্ট আর গেঞ্জি পরা তার হাতে একটি চায়ের ফ্লাস,, আমি আনমনে ফোন টিপাটিপি করছি,,,, সে আমাকে উদ্দেশ্য করে বলল এক কাপ চা দেই ,, হঠাৎ তার তোতলানো কথায় তার দিকে তাকালাম ,,এখনো ঠিকঠাক কথা বলতে শিখে নি ,,
আমি বললাম না লাগবে না, কিন্তু সে বারবার আমাকে জোর করছিলো, আমি বললাম এত ছোট বয়সে চা বিক্রি করছো কেন, তুমি লেখাপড়া করো না,,, তোমাকে কে পাঠিয়েছে, সে আমার প্রশ্নের উত্তরে বললো তার আম্মু পাঠিয়েছে,, আর সেই লেখাপড়া করে না,,,
আমি বললাম তোমার ঘরে কে কে আছেন ,,সে বলল তার বাবা-মা বোন আছে,,
আমি বললাম তোমার বাবা মা কি করে,, সে বলল তার বাবা রিক্সা চালায় কিন্তু এখন ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে,, তারপর আমি বললাম তুমি কি প্রতিদিন এখানে চা বিক্রি করো, উত্তরে সে বলল ,বিকাল তিনটা থেকে সে বাস স্ট্যান্ডের আশেপাশে ঘুরে ঘুরে চা বিক্রি করে ,,,,,তার চেহারার দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর ভাবলাম এত ছোট বয়সে তার পরিবারের দায়িত্ব কাধে এসে পড়েছে ,,,,,
তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে এক কাপ চা দাও, সে আমাকে এক কাপ চা দিলো আর চায়ের সাথে ছোট্ট একটি লেবু টুকরো আর কিছুটা চাল ভাজা দিলো তারপর কিছুক্ষণ তার সাথে কথা বললাম তারপর তার চায়ের টাকাটা দিয়ে দিলাম,, কাউন্টারের টিকিট বিক্রেতার বকাঝকাতে এসে দৌড় দিয়ে চলে গেলে,,,