
05/07/2025
এই সাজ টা শুধু বিয়ে বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনা , আমি এই রকম ২/৪টা কালনাগিনী আর ছোটলোক গুলা কে চিনি যারা সারাজীবন এইভাবেই কপি করে চলে। আর এদের এইসব বিষয় সাপোর্ট করে আরও ছোটলোক + কাপুরুষ তাদের জামাই /স্বামী গুলা।
এরা যখনই সুযোগ পাবে আপনার রুমে কী কী আছে, আপনি কোন ফেসওয়াস,ক্রিম, পাউডার,শ্যাম্পু, বডিওয়াশ ,স্যান্ডেল -জুতা -হিল , মোট কথা পা থেকে মাথা পর্যন্ত আপনি যা ব্যবহার করবেন সেই সব কিছুই এই বেয়াদব গুলা কপি করবে।
শুধু এইসব করেই কিন্তু এরা শান্তি পাবে না, এরা গোল্ডের জিনিস ও কিন্তু কপি করে তারপর রুমের খাট-সোফা-সোফার কভার-আলমারি এইসব কিছু এদের কপি করা লাগবে। টাকা থাকলেই যে কপি করা লাগে এদের না দেখলে বুঝতামই না। এরা টাকার দিক থেকে বড় হলেও মনের দিক থেকে ছোটোলোক। শুধু এরাই এমন তা কিন্তু না এরা এদের মতো করে এদের সন্তানদের ও বড় করছে যেন কপি করে জীবন পার করতে পারে।
এদের আশেপাশে থাকা মানুষ গুলা জীবিনেও শান্তিতে থাকতে পারবে না।