Tithe office

Tithe office "জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন - জেদ আর আত্নবিশ্বাস।" we are Masud Sikdar V7 & Homira Khanpapia familly
(2)

এই যে থামো থামো একটু শুনে যাও! যারা প্রেমের সাগরে ডুবে আছো তাদের বলছি..ওঠার সময় আমার জন্য এক কেজি ইলিশ মাছ নিয়া আইসো কিন...
06/09/2025

এই যে থামো থামো একটু শুনে যাও! যারা প্রেমের সাগরে ডুবে আছো তাদের বলছি..
ওঠার সময় আমার জন্য এক কেজি ইলিশ মাছ নিয়া আইসো কিন্তু ।

সিগ্ধ সকাল আসুক চিরকাল সবার জীবন মাঝে আনন্দ টা বিরাজ করুক সকাল থেকে সাঁঝে।'শুভ সকাল'
06/09/2025

সিগ্ধ সকাল আসুক চিরকাল সবার জীবন মাঝে আনন্দ টা বিরাজ করুক সকাল থেকে সাঁঝে।

'শুভ সকাল'

তুমি হারিয়ে ফেলছো আমায়, কোনো এক নতুন মানুষের আশায়, বেচে থাকলে আমিও দেখব, সে কতটা ভালো রাখে তোমায়..। শুভ রাত্রি
05/09/2025

তুমি হারিয়ে ফেলছো আমায়, কোনো এক নতুন মানুষের আশায়, বেচে থাকলে আমিও দেখব, সে কতটা ভালো রাখে তোমায়..। শুভ রাত্রি

আস্তে আস্তে সব পাগলামি বাদ দিয়ে দিবো কাউকে আর শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবো না! নিজেরসুখ-দুঃখের কথা শুনিয়ে আর কারো স...
05/09/2025

আস্তে আস্তে সব পাগলামি বাদ দিয়ে দিবো কাউকে আর শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবো না! নিজের
সুখ-দুঃখের কথা শুনিয়ে আর কারো সময় নষ্ট করবো না! কাউকে আর আপন ভেবে বিরক্ত করবো না।

প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে কোনও না কোনও অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই লুকোনো প্রতিভাকে টেনে বের করতে হ...
05/09/2025

প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে কোনও না কোনও অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই লুকোনো প্রতিভাকে টেনে বের করতে হবে।

সাধ্য থাকলে তোমাকে কিনে রাখতাম,,,! ভালোবাসা দিয়ো তো আর আঁটকে রাখতে পারলামনা। তাই আর চেষ্টাও করি না।
04/09/2025

সাধ্য থাকলে তোমাকে কিনে রাখতাম,,,! ভালোবাসা দিয়ো তো আর আঁটকে রাখতে পারলামনা। তাই আর চেষ্টাও করি না।

জানি না......এই বিয়ে শাদী, লেখাপড়া idea কার মাথায় ছিলো, জঙ্গলে থাকতাম, খাইতাম, ঘুমাতাম, আর জিঙ্গালালা হু হু করতাম ব্যস l...
04/09/2025

জানি না......
এই বিয়ে শাদী, লেখাপড়া idea কার মাথায় ছিলো, জঙ্গলে থাকতাম, খাইতাম, ঘুমাতাম, আর জিঙ্গালালা হু হু করতাম ব্যস life বিন্দাস..😍😍😍। তা না কারো ভালো কেউ সহ্য করতে পারে না। তারে যদি একবার কাছে পাইতাম তো মন মত লুডু খেলতাম ☺️☺️☺️☺️

03/09/2025

ছোট বেলায় মা রাতে Phone টিপলে বকা দিতো, আর এখন বড় হয়ে দেখি এখন সব মায়েরা নিজেই ঘুমানোর আগে ২ ঘন্টা YouTube ঘাটে।
কি আজব ব্যাপার

তোমার দেওয়া এই ফুলের সুবাসে মনটা ভরে গেল, ঠিক তোমার ভালোবাসার মতোই মিষ্টি", "ফুলের সুবাসে তোমার ভালোবাসার ছোঁয়া পাই, য...
03/09/2025

তোমার দেওয়া এই ফুলের সুবাসে মনটা ভরে গেল, ঠিক তোমার ভালোবাসার মতোই মিষ্টি", "ফুলের সুবাসে তোমার ভালোবাসার ছোঁয়া পাই, যা আমাকে রোমাঞ্চিত করে তোলে", "প্রকৃতির এই মিষ্টি সুবাস আর তোমার উপস্থিতি—সবই রোমান্টিক", এবং "এই ফুলের গন্ধ আমার হৃদয়ে ভালোবাসা আর আনন্দের অনুভূতি জাগায়, ঠিক তোমার মতো।
শুভ রাত্রি

তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম আর বিরক্ত করবো না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম..।
03/09/2025

তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম আর বিরক্ত করবো না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম..।

আলহামদুলিল্লাহ
03/09/2025

আলহামদুলিল্লাহ

Address

Bangladesh Division Rajshahi
Rajshahi
6207

Telephone

+8801782525154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tithe office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tithe office:

Share

Category