09/12/2023
শীতকালে বিশেষ কিছু আমল। নিজে জানুন এবংপ্রচার করে সাদাকায়ে জারিয়ায় অংশ নিন।
১. দিনে রোযা রাখা।
২.দুই রাতে তাহাজ্জুদ পড়া।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الشِّتاء ربيعُ المؤمِن طال ليلُه فقامَه وقصُر نهارُه فصامَه
শীত হলো মুমিনের বসন্তকাল। তার রাত দীর্ঘ থাকে, ফলে সে তাহাজ্জুদ পড়ে। দিন ছোট থাকে, ফলে সে রোযা থাকে। (বায়হাকি)
৩. কষ্ট হলেও ভালোভাবে ওযু করা।
এতে দুই লাভ। গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি করা হয়।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ
আমি কি তোমাদের এমন জিনিস বলে দেবো না, যার দ্বারা আল্লাহ তায়ালা তোমাদের গুনাহ সমূহ মাফ করবেন। আর তোমাদের মর্যাদা সমূহ বৃদ্ধি করবেন?
তা হলো, (শীতকালে) কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ভাবে ওযু করা। (সহিহ মুসলিম)।
৪. ফজর ও ইশার জামাতের প্রতি গুরুত্ব দেয়া।
তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাবেন, যদি ইশা ও ফজরের নামায জামাতের সাথে আদায় করেন।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ
যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেনো অর্ধেক রাত নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেনো সারারাত নফল নামাজ আদায় করলো'।
(সহীহ মুসলিম)
৫. শীতবস্ত্র দান করা।
পর্যাপ্ত শীতের কাপড় না থাকায় অনেক মানুষ শীতে কষ্ট করে থাকেন। সামর্থবানদের উচিৎ সাধ্যানুযায়ী মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ
যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করে দিবে, আল্লাহ তায়াল কিয়ামতের দিন তার সকল কষ্ট দূর করে দিবেন। (সহিহ মুসলিম)
আল্লাহ তায়ালা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তাওফিক দান করুন 🤲আমিন🤲
Collected..