SJS World

SJS World জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ংকর কিছু নাই☺️

13/02/2025

কারো জন্য ভালবাসার মাস তো কারো জন্য সর্বনাশ 😂 বড়ই ভাগ্যবতী, যে এক সময় চ্যাট লিস্টে সবার উপরে থাকতো আজ সে ব্লক লিস্টে 🤡 তবে পৃথিবীর নিয়মই এটা। আর কারো জন্য অপেক্ষা না,কারো জন্য কষ্ট পাওয়া না, ফিরে তাকানোর মতো আর সময় নাই। যার যোগ্যতা যতটুকু সে ততটুকুই প্রাপ্য 💙..........

Goodbye Foreverrrrrrrrrr🫵

01/02/2025

হালাল ভাবে একটা নারীকে স্পর্শ করতে ২৮/৩০ বছর ব্যয় করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে।

ভালো স্যালারি লাগবে। টেকসই জব লাগবে। মোহরানা জমাতে হবে! লোকজন খাওয়াতে হবে। এছাড়াও কতো প্রতিবন্ধকতা!

আবার একই নারীকে হারাম ভাবে স্পর্শ করতে, উপভোগ করতে মাত্র দুই দিন সময় দিলেই হবে। স্যালারি ও লাগবে না, জব ও লাগবে না। মোহরানা ও দিতে হবে না।

১৭/১৮ বছর বয়সেই ভোগ করা যাবে। তখন কেউ আপনাকে ছোট বলবে না!

বিয়ে করতে যান বয়স হয়নি। ক্যারিয়ার হয়নি সেটেল হয়নি। কত অঘোষিত নিষিদ্ধ আইন, এই সমাজ ব্যবস্থায়!😅

একটা জিনিস উপলব্ধি করলাম। আমরা যারা অন্যের থেকে কষ্ট পাই দোষটা আসলে আমাদেরই! আমরা নিজেই নিজেকে তু'চ্ছ তা'চ্ছিল্য করেছি অ...
24/01/2025

একটা জিনিস উপলব্ধি করলাম। আমরা যারা অন্যের থেকে কষ্ট পাই দোষটা আসলে আমাদেরই!

আমরা নিজেই নিজেকে তু'চ্ছ তা'চ্ছিল্য করেছি অন্যের কাছে নিজের অবস্থান টা নিজেই নামিয়েছি আমাদের সস্তা ভাবার মনমানসিকতা আমরা নিজেই তৈরি করেছি আমাদের সাথে বিশ্বাস ঘা-তকতা করার সাহস-টা ও আমরা নিজেই দিয়েছি কারন আমরা সুযোগ না দিলে কেউ আমাদের ছুঁতে ও পারতো না ভা'ঙা তো দূরের কথা

ভুলটা আমাদেরই!
তাই অভিযোগ টা একান্ত নিজের উপর-ই হওয়া উচিৎ।

একটা জিনিস আমি খুব মেনে চলি আমি কাউকে অধিকার না দিলে কেউ কখনো কষ্ট দিতে পারবে না আমাকে🌼

22/01/2025

আচ্ছা মানুষ বাঁচেই বা কয়দিন? হতেও তো পারে কালকে মারা যেতে পারি। তাহলে এই ছোট জীবনে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে পাগল কেন হয়ে যায় আমরা? ভবিষ্যৎ সুন্দর করতে যেয়ে বর্তমান কেই উপভোগ করতে ভুলে যাই আমরা। সত্যি কি ভবিষ্যৎ সুন্দর হবে,যেমন টা আমরা পরিকল্পনা করছি??? যদি আল্লাহ আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন তখন?? মেনে তো ঠিকি নিবো আমরা।তাহলে ভবিষ্যৎ এর কথা ভেবে কেন বর্তমান কে এত কষ্ট দিচ্ছি? কেন একটু সুখে শান্তিতে থাকতে পারছিনা চিন্তা মুক্ত হয়ে? কেন???? জীবনের চাইতেও কি ভবিষ্যৎ অনেক দামি❓❓❓

28/12/2024

আমার জীবনে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে,
তাদের মধ্যে কেউই আমার শত্রু ছিল না 😅💔

😊
26/12/2024

😊

16/07/2024








21/03/2024

মশার মাগফিরাত কামনা করছি🤲

Address

Rajshahi
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJS World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share