
18/03/2024
#পার্থক্য:-
দুজনেই ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে ছিলাম!!!
*তুমি ভার্সিটিতে এডমিশন নিলে আর আমি
মেরিনে ডিপার্টমেন্টে যোগ দিলাম।
তুমি পেলে জীবনের সব থেকে ভাল মূহুর্ত।
আর আমি জীবনের সবথেকে কষ্টকর সময়!!!
*তুমি ডিগ্রি অর্জনের চেষ্টা করছিলে। আর আমি
নিয়েছিলাম কঠোর প্রশিক্ষন!!
Best কোম্পানিরর best জবটাই তুমি পেয়েছিলে আর আমি অনেক Responsibility নিয়ে section যোগ দিয়ে ছিলাম!!!!!
*তোমার Responsibility ছিলো নিজেকে ও
পরিবারকে save করা।
আর আমার সাগর জয় করার!!
তুমি পেয়েছিলে Best job...
আর আমি A Great way of life....
*প্রতি সন্ধ্যায় তুমি পিতা মাতার দেখা পেতে।
আর আমি শুধু পিতা মাতাকে দেখবো বলে প্রর্থনা করতাম!
*তুমি অফিস যাওয়ার সময় তোমার সন্তানরা বলতো
বাবা আসার সময় কি নিয়ে আসবে।
আর আমার ছুটি শেষ হলে বলতো বাবা আবার কবে আসবে!!
*তুমি festival celebrate করতে গানবাজনা আর
আলোকসজ্জা দিয়ে।
আর আমি সাগরের ঢেউ এর সাথে যুদ্ধ করে!!
*তোমার মা-বাবা তোমায় প্রতিদিন দেখতে পেত।
আর আমার মা-বাবা আমার বেঁচে থাকার প্রার্থনা করত!!!!!
*আমরা উভায়েই Retired করলাম।আমাদের পরিবার
কান্না থামাতে পারছিলোনা।
তুমি তাদের অশ্রু মুছে শান্তনা দিচ্ছিলে।
কিন্তু আমি?আমিপারিনি!!
*তুমি তাদের জড়িয়ে ধরেছিলে।
কিন্তু আমি? আমি পারিনি!!!!
# কারন.....
আমি সাদা কাপরে মোরানো লাশ হয়ে সাগরের কাছে হার মেনে
আমার way of Life সমাপ্ত!!!
But তোমার continue.......
মনে পড়ে কি?
দুজনেই"বাড়ি ছেড়েছিলাম ১৮ বছর বয়সে!