
03/08/2024
‘GET UP STAND UP’
আগামী শনিবার, ৩ আগস্ট বিকেল ৩ টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সংগীত শিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে ( ধানমণ্ডি ৮/এ) । গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করবো। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।