তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং

তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং Makes Learning Easy..! অদক্ষ জনগন দেশের বোঝা;
দক্ষ জনগন দেশের সম্পত্তি!

02/06/2025
17/11/2024

দক্ষতা কিনুন। আপনি কেন দক্ষতা কিনতে পারছেন না? কারণ আপনি দক্ষতার সঠিক দামটি দিতে পারছেন না। আই.টি যে কোন একটা তিন থেকে ৬ মাসের কোর্স এ শিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে দক্ষতা অর্জনের পর কিছুদিন কাজ করে মুটামুটি অভিজ্ঞ হতে পারলেই ব্যাস। ফ্রিল্যান্সিং করে লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে মাসে গড়ে ৫০,০০০/= টাকা উপার্জন করা খুবই সহজ। যে কোর্সটি করলেই আপনি মাসে গড়ে ৫০,০০০/= টাকা ইনকাম করবেন সেই কোর্সটি করতে গিয়ে আপনি যদি নিকট ভবিষ্যতের একমাসের টাকা খরচ না করেন তাহলে কার বাবার এত ঠ্যাঁকা পড়ে গেছে আপনাকে বিনা পয়সায় খেঁটেখুটে বড়লোক করবে? হয়তো আপনি ২ থেকে ৩ হাজার টাকা দিয়ে কোথাও বসে পড়েছেন কোর্সটি করতে। কিন্তু আপনি কাঁচের দামে যতই চেষ্টা করে হীরা কিনতে সেটা কি সম্ভব? যেখানে সমান্য কিছু কৌশল আপনাকে শিখিয়ে দিলেই আপনি রাতারাতি স্বাবলম্বী হয়ে যাবেন সে কৌশলগুলো রপ্ত করতে হয়তো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ইন্সটিটিউট বিশেষের বছরের পর বছর কাজ করতে হয়েছে। তাদের অবশ্যই একটা ডিমান্ড থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি পানি দামে বা বিনা পয়সায় সেই কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করে তাহলে আপনাকে নিজে নিজেই চেষ্টা অব্যহত রাখতে হবে বছরের পর বছর। কিন্ত আপনি যদি রাতারাতি কৌশলগুলো রপ্ত করতে চান তাহলে একজন প্রশিক্ষককে উপযুক্ত পারিশ্রমিক দেয়ার মানসিকতা থাকতে হবে। মাছের বাজারের মত এসে কোর্স এর দাম দর করলে হবে না। ইন্সটিটিউট যে কোর্স ফি দাবী করবে তা কষ্ট করে হলেও পরিশোধ করুন। এতে প্রশিক্ষক পক্ষ ও প্রশিক্ষণার্থী পক্ষ উভয়েরই কোর্সটি সুসম্পন্ন করার গুরুত্ব বৃদ্ধি পায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ বিষয়ে যে কোন ধরণে প্রশ্ন থাকলে সরাসরি কল করতে দ্বিধাবোধ করবেন না। মোবাইল নম্বর: ০১৭১১১৪১৭১৮

08/11/2024

হতাশ হওয়ার কিছু নাই।।।
আমাদের এখান থেকে একটা তিন মাসের কোর্স করলেন মানেই যে আপনার সাথে আমাদের তিন মাস পর সকল সম্পর্ক শেষ তা না। আমাদের সাথে সুসম্পর্ক রাখলে পরবর্তীতে ফ্রিল্যান্সিং অথবা ব্যবসা অথবা চাকরি যেটাই করতে যান না কেন কাজ করতে যেয়ে যদি কোনরকম ট্রাবল ফেইস করেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার সমস্যার সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব। সেটা ওভার ফোন হোক অথবা অনলাইনে হোক অথবা সরাসরি আমাদের অফিসে এসে হোক। প্রকৃতপক্ষে আপনাদের সফলতায় আমাদের সফলতা। তাই আমরা সব সময় আপনাদের সফলতা কামনা করি। আপনাকে সফল করতে আমরা আপনার সহযোদ্ধা।

21/10/2024

শিক্ষা আর দীক্ষা দুটো ভিন্ন জিনিস। শিক্ষা মানে সঠিক জানা আর দীক্ষা মানে জানাটাকে মানাতে পরিণত করতে পারা। শিক্ষা নিলে মানুষ শিক্ষিত হয় আর দীক্ষা নিলে মানুষ দক্ষ হয়। দক্ষ মানে যে দেখাতে পারে অর্থাৎ একটা কাজ যে করে দেখাতে পারে। মানুষ শিক্ষা লাভ করে খাতা-কলমে আর দীক্ষা লাভ করে হতে-কলমে। শিক্ষকের কাছে গেলে সহজে শিক্ষা পাওয়া যায় আর প্রশিক্ষকের কাছে গেলে সহজে দীক্ষা পাওয়া যায়। শিক্ষকদের পাওয়া যায় স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে(Oxford Advance Learner's Dictionary) আর প্রশিক্ষকদের পাওয়া যায় প্রশিক্ষণালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শিক্ষক আর প্রশিক্ষণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রশিক্ষক। শিক্ষক যত অভিজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান ততো ভালো আর প্রশিক্ষক যত অভিজ্ঞ প্রশিক্ষণালয় ততো ভালো।

সবাইতো গান গায় কিন্তু সবার গান কি মানুষ পয়সা দিয়ে শুনে। নিশ্চয় না। গয়ক যেমন রাতারাতি হওয়া যায় না। অনেক সুর-সাধনার প্রয়োজন ঠিক তেমনি একজন ভাল শিক্ষক বা প্রশিক্ষকও রাতারাতি হওয়া যায় না। দরকার দক্ষতা ও অভিজ্ঞতা। দক্ষতা মানে একটা কাজ করে দেখাতে পারা। আর অভিজ্ঞতা হচ্ছে সেই কাজটা ৫, ১০, ২০ ইত্যাদি দীর্ঘ সময় করে যাওয়ার ফলে যে বিশেষ পারদর্শীতা তৈরি হয় তা। একজন অভিজ্ঞ শিক্ষক আপনাকে সহজেই শিক্ষিত করে দিবে আর একজন অভিজ্ঞ প্রশিক্ষক আপনাকে খুব সহজেই দক্ষ করে দিবে।

তাই ভুলেও যেখানে সেখানে গিয়ে শিক্ষা বা প্রশিক্ষণে জন্য বসে যাবেন না। আগে জানবেন শিক্ষক বা প্রশিক্ষকের অভিজ্ঞতা কত দিনের।

03/09/2024

একটা দেশের খুঁটিগুলো হচ্ছে সে দেশের বেসরকারী প্রতিষ্ঠানগুলো।

29/08/2024

যারা চাকুরী খুঁজছেন অনেকদিন ধরে কিন্তু চাকুরী পাচ্ছেন না। ভাইভা দিচ্ছেন কিন্তু চাকুরী হচ্ছে না। তাদের জন্য এই লেখাটা। দেখেন আপনি আমার ছেলেকে চিনেন কিনা তা আপনার দুই চারটা কথা শুনলেই বুঝা যাবে ঠিক তেমনি আপনাকে আমার কোম্পানিতে যে কাজের জন্য নিয়োগ দিতে চাচ্ছি সে কাজটাতে আপনি দক্ষ কিনা তা আপনার দুই চারটা কথা শুনলেই বুঝা যাবে। একটা কাজে দক্ষ মানে সে কাজটা করে দেখাতে পারা। আর আপনি যদি কাজটা করে দেখাতে না ই পারেন তাহলে আপনাকে আমি কেন সে কাজটা দিবো? আবার আমার হাতে এতটা সময়ও নেই যে আপনাকে ধরে ধরে হাতে কলমে সে কাজটা শিখিয়ে নিবো। আবার ৬ মাস ধরে আপনাকে কাজটা শিখিয়ে দক্ষ করেই বা আমার কী লাভ? আপনি যদি অন্য কোম্পানিতে সুইজ করেন? তাহলে? তাইতো আমি শুধু না পৃথিবীর যে কোন ইমপ্লোয়ার মানে চাকুরী দাতারাই আপনাকে দক্ষতা না থাকলে কোনরূপ চাকুরী দিতে চাইবে না এটাই স্বাভাবিক। আপনি নিজেকে সাত পাঁচ নানা কিছু ভাবতে পারেন কিন্তু চাকুরীদাতা আপনাকে কী ভাবছি তার উপর ভিত্তি করে আপনার চাকুরীটা হবে অথবা হবে না। তাই প্রথমে আপনাকে ব্যাগার খাটতে হবে। বসে থাকার চেয়ে ব্যাগার খাটা ভালো। কারণ ব্যাগার খাটতে খাটতে আপনি দক্ষ হয়ে গেলে খেল খতম। এবার আপনার ভ্যালু ক্রিয়েট হতে থাকবে। আপনাকে এবার বেতন না দিয়ে কোম্পানি কই যাবে। কারণ আপনার দ্বারা কোম্পানি স্বাক্ষাত লাভের মুখ দেখা শুরু করেছে। আপনাকে কোম্পানি তখন ধুপ-সিঁদুর দিয়ে পুঁজো করা শুরু করবে। কিন্তু আপনি যদি প্রথমেই দক্ষতা না দেখিয়ে একটা টাকাও বেতন ডিমান্ড করে থাকেন তাহলেই বিপদ কারণ কোম্পানি আপনার এরুপ আচরণে আপনাকে ভাইভা বোর্ড থেকেই কিক আউট করবে। তাই আপনার ভাষ্যটা এমন হওয়া উচিত যে, আমাকে কাজটা কারা সুযোগ দেন আমি কাজটা শিখতে চাই। তাই বেতনের উদ্দেশ্যে নয় বরং কাজটা শিখাই যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে আপনার জন্য কাজটা বা জবটা পাওয়া অধিকরত সহজ হবে। আন্তত আপনার কপাল থেকে বেকারত্বের সীলটা তো মুছে গেল। যোগ্যতা তৈরি করতে পারলে যে কোন কোম্পানি আপনাকে যোগ্য পারিশ্রমিক দিতে বাধ্য। কিন্তু যোগ্যতা প্রমাণ না করে আগেই যদি আপনি পারিশ্রমিক নিয়ে ভাইভা বোর্ডের লোকজনকে জেরা শুরু করেন সেটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। সবার জন্য শুভ কামনা । আজ এ পর্যন্তই । ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্ হাফেজ।
তুহিন আহমেদ
(MBA-IBA-RU)

23/08/2024

মানুষগুলো ভয়ানক বস্তুবাদী হয়ে উঠেছে। যদিও সবাই জানে একদিন হঠাৎ এ বস্তুগত পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সঙ্গে যাবে শুধু অবস্তুগত অর্জনগুলো। তবু ও আমরা ভয়ানকভাবে বস্তুবাদী হয়ে উঠেছি। আমরা ভুলেই গেছি যে আমরা মরণশীল। এই সুন্দর পৃথিবীটাও একদিন চিরদিনের জন্য বিলিন হয়ে যাবে। রিজিকদাতা আল্লাহ্ কে ভুলে আমরা বাড়ী-গাড়ী আর পার্থিব যত ভোগ বিলাসে পারি নিজেকে নিমগ্ন রাখছি। শিক্ষা তথা সত্যের বানী থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সত্যিকারের শিক্ষা শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া আজকাল বড়ই মুশকিলের ব্যাপার। সবাই ব্যবসায়ী মনোভাব নিয়ে গড়ে উঠছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের কাজ সমাজে সত্য প্রতিষ্ঠা করা মানুষগুলোকে সৎ করা তথা সম্মানবোধে জাগ্রত করা কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সত্য সততা সম্পন্ন সৎ মানুষ তৈরি করাতো দূরের কথা তারা শিক্ষা কিনবা সততার সঠিক সংজ্ঞাই জানে না ‍যদিও শিক্ষা জীবন তথা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষিত হিসেবে বড় বড় ডিগ্রিগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বস্তুবাদী মানুষগুলো মানুষত্ব্যহীন বিবেক হীন পেটের ক্ষুধায় তাড়িত হয়ে যা খুশি তা করে বেড়াচ্ছে। নিজের ভাইকে শয়তানের বাচ্চা বলে গালি দিচ্ছে কিন্তু সে গালি যে ঘুরে ফিরে নিজেরই গায়েই লাগছে সে দিকে তাদের কোনরূপ খেয়াল নাই। শিক্ষকতার মতো মহান পেশা গ্রহণ করে আজ আমি এই সমাজে সব চেয়ে নিকৃষ্ট, সকল সুবিধা থেকে বঞ্চিত, লাঞ্ছিত, ক্ষুধার্ত তবু যেন আত্মার সজীবতায় অক্লান্ত নিবেদিত প্রাণ বিশেষ।
ধন্যবাদ
তুহিন আহমেদ

তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং অক্সফোর্ড ইংলিশ ভোকাবুলারি(কোর্স সমূহ)সিনিয়র লেবেল:শিক্ষাগত যোগ্যতা :- ন্যূনতম এসএসসি পাসসপ...
11/08/2024

তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং
অক্সফোর্ড ইংলিশ ভোকাবুলারি
(কোর্স সমূহ)

সিনিয়র লেবেল:
শিক্ষাগত যোগ্যতা :-
ন্যূনতম এসএসসি পাস
সপ্তাহে ৩ দিন
২ ঘন্টা করে ক্লাস
মাসে ১২ দিন মোট ২৪ ঘন্টা
এভাবে তিন মাসে মোট ৭২ ঘন্টা

জুনিয়র লেবেল:
শিক্ষাগত যোগ্যতা:-
ন্যূনতম ক্লাস ফাইভ পাস
সপ্তাহে ৩ দিন
২ ঘন্টা করে ক্লাস
মাসে ১২ দিন মোট ২৪ ঘন্টা
বছরে ২৪ × ১২ = ২৮৮ ঘন্টা

29/07/2024

চাকুরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং সংক্ষেপে তুহিন আইটি নিয়ে এলো প্রশিক্ষণ কোর্স শেষে যোগ্যতা অনুযায়ী কাজের নিশ্চয়তা...

আপনি জেনে আনন্দিত হবেন যে তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং রাজশাহীতে আগামী ৩০জুলাই থেকে শুরু হতে যাওয়া দেড় মাস এবং ৩ মাস মাস মেয়াদি ওয়েব ডেভলপমেন্ট/ গ্রাফিক্স ডিজাইন/ডিজিটাল মার্কেটিং/ কম্পিউটার অফিস এপ্লিকেশন/ ইংলিশ ভোকাবুলারি কোর্সে ভর্তি চলছে ।

ট্রেনিং শেষে কারিগরি শিক্ষাবোর্ড কতৃক সনদ লাভের সুযোগ এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের বিশেষ সুযোগ রয়েছে।

তাই চলমান কোর্সে ভর্তি এবং ক্যারিয়ার কাউন্সেলিং নিতে আজই যোগাযোগ করতে পারেন -

তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং (তুহিন আইটি)
শেফালি টাওয়ার ৮ম তলা,
বিন্দু হোটেলের পাশে, রেলগেট, রাজশাহী।
০১৭১১-১৪১৭১৮
০১৯১১-১৪৯০২৫

Address

ভদ্রার মোড়, রাজশাহী-৬১০০
Rajshahi
6100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:30
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801711141718

Alerts

Be the first to know and let us send you an email when তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং:

Share

Our Story

"A Complete Training Institute Which Provides World Class Training Services"