TàMàÑñÀ TàMu

TàMàÑñÀ TàMu �লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ �

03/08/2025
03/08/2025
02/08/2025

আমি এখন এটাই রিয়েলাইজ করি,
পায়ের তলার মাটি শক্ত হইলে!
কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না!

এটাই বাস্তব!
😐

02/08/2025

একটা কথা বলি?
আপনি মেসেজ দিচ্ছেন সিন করতেছে না? কল দিচ্ছেন পাত্তা দিচ্ছে না? তারে মিস করেন? আসলে কি জানেন? কেউই ব্যস্ত নয়! যার আপনাকে যতটা প্রয়োজন - সে আপনাকে ততটাই গুরুত্ব দিবে!! 😒

💔

02/08/2025

আসলে একটা নারী সবকিছু সহ্য করতে পারলেও,,,😒 তার নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর দেখতে পারেনা,,,😔💔
🙁

02/08/2025

আমার জুতা থাকা সত্ত্বেও আমি সব সময় আব্বুর গুলো পড়ে ঘুরঘুর করি। ঘরের ভেতরেও বাহিরেও। আজকেও মাগরিবের নামাজের পর আব্বু সেন্ডেল গুলো পড়ে দৌড়ে চলে গেলাম পড়তে বসতে।
তখনই শুনলাম আব্বুর কন্ঠ। তিনি খাট থেকে নামার পর থেকে সেন্ডেল পাচ্ছেনা। তখন আম্মুও চিল্লিয়ে বলল

" গিয়ে দেখেন আপনার আম্মাজান নিয়েছে কিনা।"

আব্বু এসে দেখল আমার পায়ে তার সেন্ডেল। পরে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বলল

" তোকে এত সেন্ডেল এনে দিই। তবুও তোর শান্তি এখানে কেন.?"

আমি তখন টুকুর টুকুর চোখে তাকিয়ে জবাব দিলাম
" ইয়ে মানে আব্বু আর হবে না।"

পরে আব্বু সেন্ডেল নিয়ে গেল। তখন আর হবেনা বললেও এখন বাহিরে রান্না করতে আসার সময় ঠিকই আব্বুর বাহিরে পড়া সেন্ডেল গুলো পড়ে চলে আসলাম।
আব্বু এটা দেখে বলতেছে তুই আর ভালো হবি না।
তখন আমি হাসি হাসি মুখে জবাব দিলাম

" দেখুন আব্বু আপনার পায়েও আছে তো। আপনি ঘরের ভেতরে তাই এখন ভেতরের গুলা পড়েন। বাহিরে গেলে নাহয় এগুলো নিয়ে নিবেন "

তখন আব্বু আমার সাথে না পেরে জিজ্ঞেস করলেন

" তুই ঘুরে ফিরে আমার সেন্ডেল গুলো কেন চোখে দেখিস বলতো.?"

তখন আমি বললাম

" আব্বু আমি আপনার সেই ছোট্ট পরিটা। যে সব সময় আপনার জুতো পায়ে দিয়ে মাপত আপনি তার চেয়ে কত বড়। তখন সব সময় চাইতাম আপনার মতো বড় পা ওয়ালা হতে। কিন্তু এখন চাই না। আমি সব সময় চাই আপনার ছোট আম্মুজান হয়ে থাকতে। তাই তো রোজ এই বড় বড় সেন্ডেল গুলো পড়ি। আর অনুভব করি। আমি সব সময় আপনার কাছে আপনার সেই ছোট্ট আম্মুজান "

( ইনবক্স থেকে)

02/08/2025

কার উপর বিশ্বাস রাখব? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ংকর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য। মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে।

- সমরেশ মজুমদার🖤

01/08/2025

শখের পুরুষ'রা সব-সময় অন্য নারীতে আসক্ত হয়,,😒আসলে মন থেকে ভালোবাসলে ঠকতে হয়,,😔
আমি নিজে তার প্রমাণ,,, 💔

01/08/2025

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক সবাইকে,,,❤️❤️

তামু… 😔তুমি জানো?এই একটা শব্দেই যেন জমে আছে এক সাগর অপেক্ষা।এই মুখ ঢেকে রাখা ভঙ্গিতে আমি দেখেছি এক অভিমান, এক ক্লান্তি—য...
31/07/2025

তামু… 😔

তুমি জানো?
এই একটা শব্দেই যেন জমে আছে এক সাগর অপেক্ষা।
এই মুখ ঢেকে রাখা ভঙ্গিতে আমি দেখেছি এক অভিমান, এক ক্লান্তি—
যা কেবল তারাই বোঝে, যাদের ভালোবাসা পূর্ণতা পায় না।

তার চোখে ছিলো হাজার প্রশ্ন,
কিন্তু একটাও জিজ্ঞেস করেনি।
হয়তো সে জানে,
জবাবগুলো শুধু ব্যথা বাড়াবে।

সে একদিন কারো প্রিয় ছিলো, এখন কেবল একটি নাম— “তামু”।
ভালোবাসা হয়তো ছিলো গভীর,
কিন্তু ভালোবাসলেই তো সবকিছু পাওয়া যায় না।

তার হাতের ঘড়িটা বয়ে চলে সময়,
আর সময়ই যেন আজ তার সবচেয়ে বড় শত্রু।
হয়তো কারো জন্য সে প্রতিদিন অপেক্ষা করে,
কিন্তু সেই কেউ আর ফিরে আসে না।

তামু আজ চুপ।
তার হাসিগুলো সরে গেছে মুখ থেকে,
স্মৃতির রঙ লেগে আছে তার চুলের ফাঁকে।
তার চোখে এখন শুধুই বিষাদ,
যার প্রতিচ্ছবি ধরা পড়েছে এই নিঃশব্দ ছবিতে।

---

এই ছবিটি শুধু একটি মুখ নয়,
এ এক গোপন ভালোবাসার কবর।
যেখানে হৃদয়ের শব্দগুলো চিরদিনের জন্য হারিয়ে গেছে,
আর রেখে গেছে শুধু এক নাম—
"তামু" — যে ভালোবেসেছিল, কিন্তু ফিরে পায়নি।

30/07/2025

যদি আমার জন্য আসেন,,😌
তবে একান্তই আমার জন্য আসবেন,,,🤝
তার ভেতর যেন অন্য কেউ না থাকে,,,🥰❤️
❤️

04/12/2024

আমি তোমার অতিত হতে চাই না😊 আমি তোমার বর্তমান🥰 ভবিষ্যৎ সবটা জুড়ে থাকতে চাই😍 বৃদ্ধ হতে চাই তোমার হাত ধরে!🧑‍🤝‍🧑
🥰❤️

Address

Rajshahi

Telephone

+8801555550100

Website

Alerts

Be the first to know and let us send you an email when TàMàÑñÀ TàMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share