Entertainment Wala

Entertainment Wala কায়দা করে বেঁচে আছি।
(57)

09/05/2025

সেই যে নিজেকে হারালাম
আর খুজেই পেলাম না😭

শিক্ষণীয় গল্প:একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল। একটি পাত্রের মধ্যে সূ...
28/03/2025

শিক্ষণীয় গল্প:

একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল।

একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো অপরটি অর্ধেক জল পূর্ণ থাকত।

পুরো দুই বছর ধরে,এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন।

অবশ্যই, নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না।

দুই বছর পর খুঁত যুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল-আমি সত্যি সত্যি নিজে নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না।

বৃদ্ধা মুচকি হেসে বললেন, 'আচ্ছা খেয়াল করেছ,তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের সারি!আমি তোমার ত্রুটি জানি, যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশের ওই ফুল গুলিকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই,
তুমি তাদের জল দাও।
আমি দু'বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলের সাজিয়ে রাখি।তুমি অপূর্ন না হতে তাহলেই ফুল ফুটতো না, এ ফুল আমি পেতাম না

নীতিকথা :
আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে।এগুলি নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই।জীবনকে নিজের ছন্দে, নিজের মতো করে চলতে দেয়া উচিত।এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে।ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুনাবলী আছে, সেগুলোর সদ্ব্যবহার যদি আমরা করতে পারি তাতে সুন্দর হয় সমাজ,সমৃদ্ধ হয় দেশ।

👉এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ে করলে একজন মানুষের কি হারায়, আর কিই বা তার লাভ?স্ত্রী মুচকি হেসে বলল, একজন পু...
27/03/2025

👉এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ে করলে একজন মানুষের কি হারায়, আর কিই বা তার লাভ?

স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায়, এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয়।

স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এটুকুই? সে সুখ পায় না?

হাসিমাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের নিজেদের কাছেই থাকে! যদি বিয়ে মানে আমরা সুখ-দুঃখ ভাগ করে নেওয়া বুঝি, তাহলে আমরা সুখী হব। আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি, তখন আমরা অসুখী হব।

স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করল, তুমি আমাকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানদের?

স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের।

স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কেন?

স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত এবং আমার আত্মা।

স্বামী মৃদু হেসে বলল, আর আমি?

স্ত্রী বললো, তুমি আমার এই যাত্রার সঙ্গী, কখনো তুমি আমাকে আনন্দ দাও, আর কখনো কষ্ট!

এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া? এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়?

বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না। যদিও একটি পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয়। সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিনশেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো সমস্যা হয়, সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে।

বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না। বাচ্চা কারো সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি। স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না।

কিন্তু সত্যিটা হল একজন নারী একটি মহান ভূমিকা পালন করে। সে আসলে একটি বিদ্যালয়, কিংবা তার চেয়েও বেশি কিছু! সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে, সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে। সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান, সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয়!

প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিবাদন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন, যারা অন্যদের জন্য নিজের আরাম আয়েশ সুখ শান্তি বিসর্জন দেন, যারা শত চ্যালেঞ্জ সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান।

হে নারী, তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও। তুমি প্রজন্ম সৃষ্টিকারী, পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস।

বিয়ের আগে যেসব বিষয় আলোচনা করা প্রয়োজন• আর্থিক দায়িত্ব – মাসিক খরচ কে কীভাবে সামলাবে?• সন্তান লালন-পালনের ধরণ – কীভাবে স...
27/03/2025

বিয়ের আগে যেসব বিষয় আলোচনা করা প্রয়োজন

• আর্থিক দায়িত্ব – মাসিক খরচ কে কীভাবে সামলাবে?

• সন্তান লালন-পালনের ধরণ – কীভাবে সন্তান মানুষ করবে?

• ক্রেডিট ও ঋণ – কার কী পরিমাণ ঋণ আছে, কীভাবে পরিশোধ হবে? ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা কেমন হবে?

• ধর্মীয় বিশ্বাস – দুজনের বিশ্বাস ও চর্চা কীভাবে মিলিয়ে চলবে?

• পরিবারের সঙ্গে সম্পর্ক – শ্বশুরবাড়ি ও নিজের পরিবারের সঙ্গে বোঝাপড়া কেমন হবে?

• সন্তানদের শিক্ষা ও মূল্যবোধ – কী ধরনের শিক্ষা ও নৈতিকতা সন্তানদের শেখানো হবে?

• শৈশবের অভিজ্ঞতা – অতীতের কোনো অভিজ্ঞতা আছে কি, যা ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে?

• দাম্পত্য জীবনের প্রত্যাশা – একে অপরের প্রতি প্রত্যাশা কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়?

• শারীরিক ও মানসিক সুস্থতা – মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।

• আর্থিক পরিকল্পনা – জীবনযাত্রার খরচ, সঞ্চয় ও বিনিয়োগ কীভাবে হবে?

• পারিবারিক স্বাস্থ্য ইতিহাস – বংশগত কোনো রোগ বা স্বাস্থ্যগত বিষয় জানলে ভালো হয়।

• ভবিষ্যৎ লক্ষ্য ও ইচ্ছা – জীবনে কী কী করতে চাও, যা একসঙ্গে সম্ভব?

• স্বপ্নের বাড়ি – ভবিষ্যতে কোথায় এবং কীভাবে বসবাস করতে চাও?

• ক্যারিয়ার ও শিক্ষা – চাকরি বা ব্যবসার পরিকল্পনা কী? ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাবে কি না?

• অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় – যেকোনো বিষয় যা ভবিষ্যতে দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে।

এগুলো নিয়ে আগে থেকেই আলোচনা করলে বোঝাপড়া মজবুত হবে এবং সংসার পরিচালনা সহজ হবে।

ইংরেজিতে ব্যবহারের ২৫টি শব্দ (Vocabulary) 1. On the whole - মোটামুটি2. Additionally - অতিরিক্ত আরো3. Thereupon - উহার ফল...
26/03/2025

ইংরেজিতে ব্যবহারের ২৫টি শব্দ (Vocabulary)
1. On the whole - মোটামুটি
2. Additionally - অতিরিক্ত আরো
3. Thereupon - উহার ফলে
4. Eventually - অবশেষে
5. On the contrary - অপরদিকে
6.Whenever - যখনই
7. In case - ক্ষেত্রে/যদি
8. In view of - দৃষ্টিকোণ
9. For instance - এই ক্ষেত্রে
10. In any event - যাহাই ঘটুক না কেন
11. In spite of - তা স্বত্ত্বেও
12. As a matter of fact - বাস্তবিকপক্ষে
13. Including - সেই সঙ্গে
14.Frequently - ঘনঘন
15. Nonetheless - তবু
16. Comparatively - অপেক্ষাকৃত
17. In other words - অন্য কথায়
18. In this case - এক্ষেত্রে
19. By all means - সর্বত/সব উপায়ে
20. In general - সাধারণত
21. Expressively - খুব স্পষ্টভাবে প্রকাশ
22. Significantly - উল্লেখযোগ্যভাবে
23. For this reason - এই কারনে
24. To emphasize - গুরুত্ব আরোপ করতে
25. In the light of - কোনো কিছুর সহায়তায়

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানব...
26/03/2025

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇
ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি ' 💓❤️

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। 😇
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।🤔

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।😀

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। 😇

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।😞
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। 😥
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।😇
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।🙂

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।।🙂🥀

Copied

01/03/2025

ইটস নট মোটিভেশন, ইটস রিয়েল

26/09/2024

কতদিন পর পাগলিটার কথা শুনলাম।🫰

15/09/2024

বাংলাদেশে জুলাই বিপ্লব।ছাত্র আন্দোলন। part 1

15/09/2024

বাংলাদেশে জুলাই বিপ্লব।ছাত্র আন্দোলন।

Address

Rajshahi Univarsity
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment Wala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share