Swadesh Bani -স্বদেশ বানী

Swadesh Bani -স্বদেশ বানী Online News Portal
(1)

01/10/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে চরম বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা রুখতে হাসপাতাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা!
সচেতন মানুষজন বলছেন, রোগীবাহী পরিবহন ছাড়া অন্য গাড়িগুলো হাসপাতালের মুল গেট দিয়ে প্রবেশ করতে যাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বিশৃঙ্খলা কমবে।

#স্বদেশ_বানী

01/10/2025

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলের দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
#স্বদেশ_বানী

30/09/2025

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড় জামরুল তলা সংলগ্ন এলাকায় বৃষ্টিতে হাটু জল। পরিত্রাণ পেতে রাসিকের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

#স্বদেশ_বানী

30/09/2025

দূর্গাপুজা উপলক্ষে রাজশাহী জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম যা বললেন !

#স্বদেশ_বানী

বাংলাদেশ সফরে আসছেন সৌদি, পাকিস্তান ও ভারতের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ...
30/09/2025

বাংলাদেশ সফরে আসছেন সৌদি, পাকিস্তান ও ভারতের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।
মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও সম্মিলিত খতমে নবুওয়াতের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম স্কলার, পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি তাকী উসমানীর কাছেও আমাদের দাওয়াত পৌঁছানো হয়েছে। তিনি আসবেন কিনা সেটা এখনো নিশ্চিত করেননি। তবে আমরা আশা করি তিনি আমাদের দাওয়াত কবুল করবেন।

যুদ্ধের ভয়াবহতা যখন গাজার আকাশকে গ্রাস করেছে, তখন মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। রক্তক্ষয়ী...
30/09/2025

যুদ্ধের ভয়াবহতা যখন গাজার আকাশকে গ্রাস করেছে, তখন মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাতের মাঝে আশার আলো দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প গাজায় ২০ দফার ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ দিয়েছেন। তার এই প্রস্তাবকে 'ঐতিহাসিক' উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এই আপাত শান্তির পরিকল্পনায় রয়ে গেছে বিস্তর অস্পষ্টতা এবং চ্যালেঞ্জ, যা ফিলিস্তিনের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা!
এই পরিকল্পনার মূল কাঠামো চমকপ্রদ। হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষিত এই পরিকল্পনায় প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, যার বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দিরা। তবে চূড়ান্ত শান্তি নির্ভর করছে গাজাকে উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করার ওপর।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ...
30/09/2025

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরাজিত, পলাতক ও পতিত ফ্যাসিস্ট শক্তি। তাদের নেতাকর্মী ও সমর্থকেরা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের থানা খালি হয়ে যাওয়ার পর এক বছরের ব্যবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ। তবে এখন পুলিশ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জনে কাজ করছে। তার ভাষায়, “আমরা সক্ষম, পারব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন এক ‘গুরুত্বপূর্ণ সময়’ অতিক্রম করছে বলে মন্তব্য ক...
30/09/2025

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন এক ‘গুরুত্বপূর্ণ সময়’ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং এজন্য সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ—এমন নির্বাচন যা বাংলাদেশে আগে কখনও হয়নি। আমাদের লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা।”

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধ পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ।মঙ্গলবার নির্...
30/09/2025

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধ পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ।

মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটো দল-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ তারা নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে।
এর ফলে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
আখতার আহমেদ বলেন, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে। এসব দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, তা জানতে চেয়ে এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আপত্তি থাকলে তা শুনানি শেষে নিবন্ধিত দলের নাম চূড়ান্ত করে গেজেট করা হবে এবং দলটিকে প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে |

অর্থবছর ২০২৬ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ (শাটডাউন) হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রে...
30/09/2025

অর্থবছর ২০২৬ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ (শাটডাউন) হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে কোনো সমঝোতা না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১৯ সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা ২১ নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটি অনুমোদন পায়নি।

২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হবে বুধবার মধ্যরাতে। কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেসনেতাদের বৈঠকও কোনো সমাধান আনতে পারেনি।
ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানো ও মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে। তারা অভিযোগ করছে, রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকানরা এ দাবিতে ছাড় দিতে রাজি নয়।
বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসছে না। দেশ এখন শাটডাউনের দিকে যাচ্ছে।
অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, শাটডাউন হবে কি না, তা রিপাবলিকানদের ওপর নির্ভর করছে।

অক্টোবরের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হয়ে দেশের বিভি...
30/09/2025

অক্টোবরের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হয়ে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার রাতের বুলেটিনে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ...
30/09/2025

জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া এ বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা শেষ হয়নি। আন্তর্জাতিক পদক্ষেপ দুর্বল এবং তহবিল ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে—তাদের সমাধানও সেখানেই নিহিত। তাই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।

Address

360/4, Sujanogor, Sopura, Boalia
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when Swadesh Bani -স্বদেশ বানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share