Muza Hid

Muza Hid নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাই 🥀🖤

চাঁদের আলোয় রাত্রি যাপন😌🌸
08/09/2025

চাঁদের আলোয় রাত্রি যাপন😌🌸

"২৭৫ দিনের উপন্যাস"আচ্ছা, তুমি কি আমার উপন্যাস হবে?যেই উপন্যাসের লেখক হব শুধুই আমি।উপন্যাসের প্রথম শব্দ থেকে প্রতিটি শব্...
07/09/2025

"২৭৫ দিনের উপন্যাস"

আচ্ছা, তুমি কি আমার উপন্যাস হবে?
যেই উপন্যাসের লেখক হব শুধুই আমি।
উপন্যাসের প্রথম শব্দ থেকে প্রতিটি শব্দ হবে শুধু তোমাকে নিয়ে।

আচ্ছা, তুমি যদি সত্যি আমার উপন্যাস হতে — জানো কি নাম দিতাম?
হ্যাঁ, ঠিকই ভেবেছো।
তোমার জন্যই রাখা সেই নামটা — “মায়া”।

একদিন তুমি বলেছিলে,
“এটা ভালোবাসা না, এটা একরকম ভাবনা।”
আর আজ দেখো — সেই ভাবনা থেকে আমরা কত দূরে!
দেখতে দেখতে ২৭৫ দিন চলে গেছে।
এই লেখা যখন তুমি দেখবে, ততদিনে হয়তো আরও কিছু দিন পেরিয়ে যাবে।

এই ক'দিন প্রতিটা যে তোমাকে মনে পড়েছে,
— এমনটা একদম না।
তবে যেদিন তুমি শেষবার মেসেজ দিয়ে আমাকে ব্লক করে দিলে,
সেই দিনের পর ২-৩ মাস বেশিই মনে পড়েছিলে।

আজও মনে পড়েছে — শুধু আজ না,
গত দুই মাসের কিছু দিন ধরেই একটু বেশি মনে পড়ছে।
জানো, তুমি ব্লক করার পরেও
আমাদের যেসব কথোপকথন হয়েছিল —
সেগুলো এখনো সযত্নে রেখে দিয়েছি।

মাঝে মাঝে খুব যত্ন করে সেগুলো পড়ি,
আর ভাবি —
তোমাকে নিয়ে এতদিনে একটা উপন্যাস লিখে ফেলতে পারতাম!
তারপর হঠাৎ একদিন গিয়ে
চুপচাপ তোমার সামনে রেখে আসতাম।

জানি, তুমি আমায় চিনতে পারবে না।
তুমি হয়তো ভুলেই গেছো —
এই "আমি" নামক কেউ একজন
এক সময় তোমার জীবনে ছিল।

হুমায়ুন আহমেদকে হয়তো চেনো, তাই না?
জানো, ভালোবাসা নিয়ে উনার একটা উক্তি আছে—

> "ভালোবাসা কখনো লুকিয়ে রাখা উচিত না।
যার প্রতি ভালোবাসা, তাকে বলে দিতে হয়।
সময় থাকতে বলতে হয়।
সময় চলে গেলে অনেক কিছুই বলা যায় না।"

আমি বলেছিলাম —
কিন্তু তুমি বুঝতে পারোনি।
দিন যতই যাচ্ছে,
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে
একটা নিজস্ব ব্যস্ততা তৈরি হয়ে গেছে।
তারপর? কোনো লাভ হবে?
— না, হবে না।
তোমার প্রতি আমার এই "মায়া" দিন দিন বেড়েই চলেছে।
আর মায়া?
জানোই তো,
"মায়া বলো বিষের চেয়েও বিষাক্ত"।

মির্জা গালিবের একটা শায়েরি মনে পড়ে—
> Ishq ne 'Ghalib' nikamma kar diya,
warna hum bhi aadmi the kaam ke.

হ্যাঁ, আমি জানি — তুমি হয়তো কখনোই আমার হবে না।
তবুও তোমাকে নিয়ে ভাবতে, লিখতে
আমার খুব ভালো লাগে।

ভালো থেকো, "মায়া"। 🌸
ইতি,
তোমার ফেসবুকের ব্লক থেকে,
ইনস্টাগ্রামের এক নিঃশব্দ ফলোয়ার।

#২৭৫দিনেরউপন্যাস #মায়া #ভালোবাসারগল্প #অপূর্ণগল্প #হৃদয়েরকথা #হারানোভালোবাসা #অমলিনস্মৃতি #ব্লকথেকেভালোবাসা #অন্তরেরশব্দ #বাংলালেখা

13/08/2025

Life Update 🫠

Anyone interneted to join ours planets??
13/08/2025

Anyone interneted to join ours planets??

Aeh 🙂
12/08/2025

Aeh 🙂

03/07/2025

বর্ষায় অসম্ভব সুন্দর- রেশমবাড়ি
শাহজাদপুর, সিরাজগঞ্জ।

A film by- Mr. Poran

29/06/2025

"প্রমাণ করো তুমি রিলেশন করো না, sorry লেখার পর মাঝখানে যা আসবে তাই দিবা" 🥀

পারলে এডিট করে ঘুরিয়ে দাও😊এডিটরদের দৃষ্টি আকর্ষণ করছি😁
28/06/2025

পারলে এডিট করে ঘুরিয়ে দাও😊এডিটরদের দৃষ্টি আকর্ষণ করছি😁

2025 is Unpredictable 🥹
28/06/2025

2025 is Unpredictable 🥹

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muza Hid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share