18/09/2024
ভালবাসায় দুটা জিনিস খুবই প্রয়োজন। এক মানসিক শান্তি, দুই শারীরিক। এই দুটাই প্রয়োজন।
একটারও যদি অভাব দেখা দেয় তবেই জীবনে অশান্তি শুরু হয়।
তবে এমন অনেক নারী/পুরুষ আছে যারা যে-কোন একটা পেয়েও জীবন চালিয়ে যাচ্ছে। আবার অনেকে কোনোটা না পেয়েও জীবন চালিয়ে যাচ্ছে। এর পেছনে কারণ হলো সংসার, সন্তান, সামাজিকতা।
তবে এমনটা দীর্ঘদিন চলতে থাকলে একটা সময় মানুষ ভিন্ন পথে যেতে বাধ্য হয়। আর তখনই শুরু হয় এক ভিন্ন গল্প৷ অন্ধকার জগতের অন্য এক গল্প নতুবা কোনো কিছুর নতুন ভাবে শুরু করার অধ্যায়।