Husband & Wife

Husband & Wife The Prophet (peace and blessings of Allaah be upon him) said, ‘You know, you have the right over y

18/09/2024

ভালবাসায় দুটা জিনিস খুবই প্রয়োজন। এক মানসিক শান্তি, দুই শারীরিক। এই দুটাই প্রয়োজন।
একটারও যদি অভাব দেখা দেয় তবেই জীবনে অশান্তি শুরু হয়।
তবে এমন অনেক নারী/পুরুষ আছে যারা যে-কোন একটা পেয়েও জীবন চালিয়ে যাচ্ছে। আবার অনেকে কোনোটা না পেয়েও জীবন চালিয়ে যাচ্ছে। এর পেছনে কারণ হলো সংসার, সন্তান, সামাজিকতা।
তবে এমনটা দীর্ঘদিন চলতে থাকলে একটা সময় মানুষ ভিন্ন পথে যেতে বাধ্য হয়। আর তখনই শুরু হয় এক ভিন্ন গল্প৷ অন্ধকার জগতের অন্য এক গল্প নতুবা কোনো কিছুর নতুন ভাবে শুরু করার অধ্যায়।

10/08/2024

পার্থক্য বুঝতে পারলেই আপনি মানুষ।

05/08/2024

মক্কা বিজয়ের পর নবীজি কিন্তু কারো ঘরে আগুন দেননি, কাউকে আঘাত করেননি এবং প্রতিশোধও নেননি।

কার কাছে বিচার দিবো,  দুনিয়ায় বিচার দেবার আর জায়গা নেই।  তাই খোদার কাছেই দিলাম। চোখের পানি ধরে রাখা যায় না🥺
17/07/2024

কার কাছে বিচার দিবো, দুনিয়ায় বিচার দেবার আর জায়গা নেই। তাই খোদার কাছেই দিলাম। চোখের পানি ধরে রাখা যায় না🥺

16/07/2024

ছাত্রদের বুকে গুলি করা বাদ দেন

16/07/2024

রাত ১ টা ১০ মিনিট, মায়ের ফোনে কল এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঐ পাশ থেকে ছেলে জিজ্ঞেস করল আম্মা কি করছেন, মা বল্ল এইতো বাবা তাহাজ্জুদ পড়তে বসলাম। আম্মা আমার জন্য দোয়া করিয়েন হয়তো আর বাড়ি ফেরা হবে না। 💔
- সংগৃহীত পোষ্ট

আহা!  আমার সোনার বাংলাদেশ??
16/07/2024

আহা! আমার সোনার বাংলাদেশ??

ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো নেই।  খোদা, স্নেহের ভাই বোন গুলোকে রক্ষা করো।
15/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো নেই। খোদা, স্নেহের ভাই বোন গুলোকে রক্ষা করো।

স্বামী-স্ত্রীর সম্পর্কের নিজস্ব এরিয়া থাকবে। এই এরিয়াটা হবে একান্তই নিজেদের। এখানে তৃতীয় কাউকে এলাউ করলেই বিপদ। স্বাম...
11/06/2024

স্বামী-স্ত্রীর সম্পর্কের নিজস্ব এরিয়া থাকবে। এই এরিয়াটা হবে একান্তই নিজেদের। এখানে তৃতীয় কাউকে এলাউ করলেই বিপদ।
স্বামীর জাস্টফ্রেন্ড বলে কিছু থাকতে পারে না। আপনার বান্ধবীকে কখনো আপনার স্বামীর সাথে মিশতে দেবেন না। এমনকি আপনার বোনকেও না। দুষ্টুমিষ্টি আচরণ দূরে থাক, এদের মাঝে একান্ত যোগাযোগের কোনো মাধ্যমই রাখা যাবে না।
জাস্টফ্রেন্ড বলেন আর বেস্টফ্রেন্ড, আপনার স্ত্রীর কোনো ছেলেবন্ধু থাকতে পারে না। খুব অবাক লাগে, যখন শুনি একজন স্বামী তার ওয়াইফকে কোনো পরপুরুষের সাথে মিশতে দেয়। কতটা ব্যক্তিত্বহীন হলে এটা সম্ভব!
আপনার তো বরং কলিজার বন্ধুর দিকেও নজর রাখা উচিত, যেন সে আপনার ঘরের ভেতর নজর না দেয়।
- আবুল হাসনাত কাসিম হাফি.

Address

Durgapur Rajshahi
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when Husband & Wife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Husband & Wife:

Share