Shochitale

Shochitale This is a page where a girl named Shochi will share her tales through her lifestyle vlogs

আমি অসুস্থ... 😫ফেইল করবো জেনেও পড়ালেখা হচ্ছে না 😭এই রোগের চিকিৎসা কি কেও জানলে আমাকে জানায়েন প্লিজ। 🥲
05/07/2025

আমি অসুস্থ... 😫

ফেইল করবো জেনেও পড়ালেখা হচ্ছে না 😭
এই রোগের চিকিৎসা কি কেও জানলে আমাকে জানায়েন প্লিজ। 🥲

আমার ফাইনাল পরীক্ষা উপলক্ষে আমার বড় বোনের দেওয়া ভালোবাসা এবং দোয়া 🫶কিছু ভিডিওতে আমি হয়তো উল্লেখ করেছি। অনেকের সাথে ই...
01/07/2025

আমার ফাইনাল পরীক্ষা উপলক্ষে আমার বড় বোনের দেওয়া ভালোবাসা এবং দোয়া 🫶

কিছু ভিডিওতে আমি হয়তো উল্লেখ করেছি। অনেকের সাথে ইনবক্সে কথা হয়েছে তাদেরকে বলেছি আমার ফাইনাল পরীক্ষার কথা।
এই পোস্টে আমি অফিশিয়ালি সবার কাছে দোয়াপ্রার্থী। অনার্স লাইফের শেষ পরীক্ষা দিতে চলেছি। পরীক্ষা আসলেই হয় আমি অসুস্থ হই না হয় আমার সাথে কোন দুর্ঘটনা হয়। মানে কিছু না কিছু একটা হবেই। আমি অনেক নার্ভাস ব্যাপারটা নিয়ে। পাশাপাশি অনেক ব্যস্তও হয়ে যাব হয়তো এই একটা মাস।
চেষ্টা করব যথাসাধ্য আপনাদের সাথে কানেক্টেড থাকার। তাও যদি সেটা না করতে পারি প্লিজ আমাকে ভুলে যাবেন না। keep me in your prayers. I need that the most now.

At KebaH - কেবাহ্ live kitchen One of the most uniquely decorated food places I've ever been to  ❤️
30/06/2025

At KebaH - কেবাহ্ live kitchen

One of the most uniquely decorated food places I've ever been to ❤️

I have got some really pretty things to show you all কিছু আমার নিজের শপিং করা। কিছু তোমাদের পাঠানো পিআর এবং কিছু গিফট 🤗C...
29/06/2025

I have got some really pretty things to show you all
কিছু আমার নিজের শপিং করা। কিছু তোমাদের পাঠানো পিআর এবং কিছু গিফট 🤗

Can't wait to make cute little videos with all these and share with you 🥰

বলো কোনটার ডিটেইলস আগে চাও? 😇

28/06/2025

এবছরের রাজশাহীর রথের মেলা আসলে কেমন? 🤔

#রথেরমেলা

বিগত দুই বছর রথের মেলায় বেশ কিছু ক্রিয়েটিভ ফটোশুট রিলস মেকিং ভিডিও মেকিং সব করেছি। কারণ বরাবরই আমার গ্রাম্য আঞ্চলিক মে...
27/06/2025

বিগত দুই বছর রথের মেলায় বেশ কিছু ক্রিয়েটিভ ফটোশুট রিলস মেকিং ভিডিও মেকিং সব করেছি। কারণ বরাবরই আমার গ্রাম্য আঞ্চলিক মেলাগুলো বেশি ভালো লাগে যেকোনো আধুনিক ইনডোর মেলার চেয়ে। 🥰

তবে এই বছর রাজশাহীর এত কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে গিয়ে কনটেন্ট বানাচ্ছে দেখে এবছর আর কিছু করতে ইচ্ছে করছে না 😔

এই ছবিগুলো দুই বছর আগের 🥺

#রথেরমেলা #মেলা #রাজশাহী #রথযাত্রা

27/06/2025

shaky shaky out 🚫❌
Grrr Grrr in ✅🥴

I'm in love with both the color and the design 😍সব ডিটেইলস আমার রিসেন্ট ভিডিওতে 🤗
26/06/2025

I'm in love with both the color and the design 😍
সব ডিটেইলস আমার রিসেন্ট ভিডিওতে 🤗

26/06/2025

হাত ভরে মেহেদী পরে ভাইরাল আইসক্রিম খেলাম 🤗

কোন ভাইরাল আইসক্রিম? কে মেহেদী দিয়ে দিলো? সব ভিডিওতে

24/06/2025

সাশ্রয়ী মূল্যে ৩ জনের চাইনিজ খাবার কোথায় পাবেন? 🤗

মাত্র ১১০০ টাকায় কোথায় পেলাম!তিনজনের জন্য সুপ, চিকেন ফ্রাই, মাশরুম কারি, ক্যাস্যুনাট সালাদ আর ফ্রাইড রাইস... বিস্তারিত...
23/06/2025

মাত্র ১১০০ টাকায় কোথায় পেলাম!
তিনজনের জন্য সুপ, চিকেন ফ্রাই, মাশরুম কারি, ক্যাস্যুনাট সালাদ আর ফ্রাইড রাইস...

বিস্তারিত ভিডিও আসছে কালকে 🫶❤️

গত এক সপ্তাহ ধরে আমি রাজশাহীর বাইরে ছিলাম। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না—আমি ঢাকায় ছিলাম এবং কিছু কাজের ক...
21/06/2025

গত এক সপ্তাহ ধরে আমি রাজশাহীর বাইরে ছিলাম। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না—আমি ঢাকায় ছিলাম এবং কিছু কাজের কারণে বেশ ব্যস্ত সময় কাটিয়েছি।
এই কারণেই পেজে ঠিকমতো সময় দিতে পারিনি। অনেক টেক্সট, কমেন্ট—কোনোটারই ঠিকভাবে রিপ্লাই দিতে পারিনি। হয়তো দেখে রেখে দিয়েছি, আবার হয়তো দেখাই হয়নি।

এই বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে আগের মতো করে কানেক্টেড থাকার।
তবে যেহেতু আর কয়েকদিন পরেই আমার ফাইনাল পরীক্ষা, তাই আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চাই। হাতে একদমই সময় নেই।

ফলে, অন্তত এক মাসের মতো আমি কোনো রকম কোলাবরেশন বা পিআর ওয়ার্ক নিতে চাচ্ছি না। কারণ, এই ধরনের কাজগুলো যথেষ্ট দায়িত্ব নিয়ে করতে হয়—যার জন্য সময় প্রয়োজন। আর এখন আমার হাতে সেই সময়টা নেই।
আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন।

পুরো এই সময়টায় আমি নিজের মতো করে একটিভ থাকার চেষ্টা করব। হয়তো নিয়মিত পোস্ট বা ভিডিও দিতে পারব না, কিন্তু চেষ্টা করব আপনাদের সঙ্গে কোনোভাবে কানেক্টেড থাকতে।
তাই যদি কেউ সময়ের কোনো সীমাবদ্ধতার বাইরে কাজ করতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন।

আমার ঢাকাভ্রমণের বেশ কিছু ভিডিও ফুটেজ জমা হয়ে আছে। ধীরে ধীরে ভ্লগেরর মতো করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।
এখন কিছু স্থিরচিত্র শেয়ার করছি আমার ঢাকা ভ্রমণের। ছবিগুলো একটু এলোমেলো, তাই প্রতিটি ছবির ক্যাপশনে কিছু কিছু করে বিস্তারিত রেখে দেব।

Let me know what you think about it🤗 xoxo 🥰

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shochitale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share